User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
Was this review helpful to you?
or
আলহামদুলিল্লাহ, বইটি অনেক সুন্দর। পরতে পারেন, ভালো বই, দামও কম।
Was this review helpful to you?
or
ভালো
Was this review helpful to you?
or
বইটি পড়ে অনেক উপকৃত হয়েছি যদিও বইটি আমাকে আমার মামা উপহার দিয়েছিল। ড. আলি তানতাবি কত সুন্দর করে উপস্থাপন করেছে তা বইটি না পড়লে বুঝতে পারবেননা। আমার জীবনে পড়া অন্যতম সেরা বই এটি
Was this review helpful to you?
or
khub valo
Was this review helpful to you?
or
কিউট বই
Was this review helpful to you?
or
??
Was this review helpful to you?
or
মাশাআল্লাহ, আল্লাহ ওনার কাজের উত্তম প্রতিদান দান করুন, আমিন। চোখ খুজে দেয়ার মতো লেখা।
Was this review helpful to you?
or
মাশাআল্লাহ অনেক ভালো বই
Was this review helpful to you?
or
বইটি ছোট হলেও শিক্ষনীয় বিষয় রয়েছে প্রচুর। ইনশাআল্লাহ বইটি পড়ে অনেক কিছু জানা যাবে।
Was this review helpful to you?
or
Sera boi
Was this review helpful to you?
or
খুবই ভালো
Was this review helpful to you?
or
Very good for every teenagers ...
Was this review helpful to you?
or
ছোট্ট একটি বই কিন্তু এর প্রতিটি লাইন পাঠকের নিকট আবেদন জানাচ্ছে, “তুমি গুনাহের কাজ থেকে ফিরে আস।এটা কোনো মুসলমানের কাজ নয়।শয়তানের কাজ এটা।”পড়তে গিয়ে আমার কাছে অন্তত এটাই মনে হয়েছে। বই মূল উপজীব্য হল উপদেশ।একজন বাবা তাঁর জীবনের অভিজ্ঞতার মাধ্যমে ছেলেকে উপদেশ দিয়েছে।”হে আমার ছেলে” সম্বোধন করে উপদেশগুলো তুলে ধরা হয়েছে। পুরো বইটিতে উপদেশগুলো উপস্থাপনা করা হয়েছে কুরআন-হাদিসের পাশাপাশি কিছু আকর্ষনীয় অভিজ্ঞতার মাধ্যমে।এজন্য বইটি পাঠকমনে অনেক বেশি প্রভাব ফেলবে।যেসব উপদেশ দিয়েছেন তন্মধ্যে কিছু উল্লেখ করছি। ★আল্লাহর সাথে কাউকে শরীক না করা। ★সালাত কায়েম করতে বলেছেন। ★সৎকাজের আদেশ করা আর অসৎ কাজে বাধা প্রদান করা। ★মানুষের দিক হতে মুখ ফিরিয়ে কথা নিষেধ করেছে অর্থাৎ অহংকার না করা। ★মানুষের সাথে কোমল ব্যবহার করা। ★প্রতিবেশীর হক আদায় করা। ★সত্য কথা বলতে হবে,যখন কথা বলে। ★কেউ যদি তোমাকে মূল্যায়ন না করে তাহলে তাকে এড়িয়ে চলা। ★বিপদ থেকে শিক্ষা নেয়া। ★বয়স যখন পনের,সতের কিংবা বিশ হয়,তখন নিজেকে সংযত রাখা।কারণ হিসেবে তিনি বলেছেন,এসময় দেহের নির্বাপিত আগুন পুনপ্রজ্জ্বলিত হয় এবং শিরা-উপশিরায় তা অনুভূত হয়। ★প্রেম,ভালবাসা সহ সবরকমের অশ্লীলতা থেকে নিজেকে বাঁচিয়ে রাখা। লেখক এরকম আরো হজার হাজার উপদেশ দিয়েছেন।তিনি এত চমৎকার,শিক্ষনীয় উদাহরন টেনে এনেছেন যে,এটা মানবঅন্তরে প্রভাব ফেলতে বাধ্য।যারা অতিরিক্ত গুনাহের মধ্যে নিমজ্জিত হতে ফিরে আসে ইসলামের ছায়াতলে, তারা যেন হতাশ না হয়।এর পরিপ্রেক্ষিতে কিছু আয়াত এনেছেন লেখক।উদাহরনস্বরুপ;আল্লাহ্ বলেন,”হে নবী!বলে দাও,হে আমার বান্দারা!যারা নিজেদের উপর যুলুম করেছো আল্লাহর রহমত হতে নিরাশ হয়ো না।নিশ্চই আল্লাহ সকল গুনাহ মাফ করে দেন।”(সূরাহ্ যুমারঃ৫৩) অন্য আয়াতে আছে, “হে মুমিনগণ!তোমরা আল্লাহর কাছে তাওবা করো,খাঁটি তাওবা।এতে আশা করা যায় যে,তোমাদের প্রতিপালক তোমাদের গুনাহসমূহ মোচন করে দিবেন এবং তোমাদের দাখিল করবেন এমন জান্নাতে যার তলদেশে নদীসমূহ প্রবাহিত।”(সূরাহ্ তাহরীমঃ০৮) বাহ্!কি চমৎকার আয়াত।এসব আয়াত আমার মত গুনাহগার বান্দাদের জন্য জান্নাতে যাওয়ার এক অবাধ সুযোগ নয় কি? আল্লাহকে ভয় করার জন্য তিনি অতি লোভনীয় একটি আয়াতের অবতারণা করেছেন। “আর যে আল্লাহ্কে ভয় করে,আল্লাহ্ তার জন্যে উদ্ধারের পথ করে দেন এবং তাকে তার ধারণাতীত জায়গা থেকে রিযিক প্রদান করেন।”(সূরাহ্ ত্বলাকঃ২৩) বাবা ছেলেকে উপদেশ দিচ্ছে এমন কথোপকথন পদ্ধতিতে বইটি রচনা করা হলেও লেখক সবাইকে বুঝিয়েছেন।বইটি হোক আমাদের জন্য আলোর দিশারী।আমিন।