User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
Was this review helpful to you?
or
সুভাষ মুখোপাধ্যায়ের "অক্ষরে অক্ষরে" বইটি নিছক একটি প্রবন্ধসংকলন নয়—এটি এক বিদ্যুৎচমক, যা পাঠকের মনোজগত কাঁপিয়ে দেয়, চিন্তার ভিত কাঁপিয়ে দেয়, এবং সাহিত্যের মুখোশ খুলে নির্মম সত্যের মুখোমুখি দাঁড় করায়। একবার হাতে নিলে আপনি আর আগের অবস্থানে ফিরতে পারবেন না—প্রত্যেকটি শব্দ, বাক্য, অনুচ্ছেদ এমনভাবে তৈরি, যেন আপনি বইয়ের ভেতরে ঢুকে পড়ে নিজেই নিজের মুখোমুখি হন। ভাষা যে নিছক যোগাযোগের মাধ্যম নয়, বরং এক সাংস্কৃতিক, রাজনৈতিক, এমনকি অস্তিত্ববাদী যুদ্ধক্ষেত্র—সেটা আপনি বুঝে যাবেন প্রথম কয়েক পাতাই পড়ে। লেখক তাঁর ধারালো ও বুদ্ধিদীপ্ত গদ্যে যেমন সাহিত্যের দায়বদ্ধতা, পাঠকের দায়িত্ব এবং লেখকের অবস্থান নিয়ে প্রশ্ন তোলেন, তেমনি সাহসের সঙ্গে আমাদের প্রচলিত সাহিত্যবোধকে চ্যালেঞ্জও করেন। যদি আপনি নিজেকে একজন 'সচেতন পাঠক' ভাবেন, তবে এই বই আপনাকে এক নির্মম পরীক্ষার মুখে দাঁড় করাবে—কারণ সুভাষের ভাষা মুগ্ধ করে, কিন্তু মোহ কাটিয়ে সত্যের চাবুক দিয়ে জাগিয়ে তোলে। আপনি বিরক্ত হবেন, রাগও করতে পারেন, কিন্তু একসময় মুগ্ধ হয়ে যাবেন—কারণ এই বই পড়া মানে নিজের চিন্তার জগতে এক নতুন আলো জ্বালানো। এটি এমন এক বই, যা না পড়লে আপনি জানতেই পারবেন না, পাঠক হওয়াও এক রাজনৈতিক অবস্থান। আর একবার পড়া শুরু করলে আপনি তা শেষ না করে উঠতেই পারবেন না—এমনই টান, এমনই জোর। তাই দেরি না করে এখনই এই বই সংগ্রহ করুন, নিজের বুকশেলফে একটি সত্যিকারের 'জাগরণের বই' যোগ করুন, আর এমন এক সন্ধ্যা বেছে নিন, যেদিন সুভাষ মুখোপাধ্যায় আপনাকে অক্ষরে অক্ষরে বদলে দেবেন।