User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
Was this review helpful to you?
or
Ranadil was maninly an artiste during the Mughal ruler of Shajahan. Darashako son of Shajahan married her and this book mainly described the Randil's memories. Fantastic book
Was this review helpful to you?
or
রাণাদিল, আগ্রার পথে পথে ঘোরা এক অজ্ঞাতকুলশীল তরুনী। কোনভাবে এক ওস্তাদের কাছে পৌঁছেছিল, শিখেছিল নাচ গান। তার ওস্তাদ, সখীর ইচ্ছা ছিল রাণাদিল একদিন বাদশাহী হারেমের অংশ হবে। তার নাচে মুগ্ধ হবে বাদশাহ্। কিন্তু পথের মেয়ে রাণাদিল, পথেই থেকে গেলো। অদ্ভুত তার ইচ্ছে, সে চায় আগ্রার সাধারণ মানুষ সিকি আধুলিটা দিয়ে তার নাচ দেখবে, তাকে ভালোবাসকে। কিন্তু নিয়তির বিধান কে খন্ডাবে! সময়টা, বাদশাহ্ শাহ্ জাহানেন। একদিন রাণাদিলের সঙ্গে এক মেলায় দেখা হয়ে যায় বাদশাহ্-র জ্যেষ্ঠ্যপুত্র দারা শুকোর। যদিও তারা পরিচিত হয়েছিলেন দারার বিয়ের সময়, প্রেম হয়েছিল প্রথম দর্শনে। কিন্তু নতুন করে যেন তাদের পরিচয় হলো আবার। সেই প্রেম গড়ালো অনেক দূরে, রাণাদিলের জায়গা হলো হারেমে, দারা শুকোর বেগম হিসেবে। কিন্তু রাণাদিল ভুলতে পারে না আগ্রার রাস্তাকে, তার মন ছোটে সেই সব পথে। রাণাদিল কাল্পনিক চরিত্র, না ঐতিহাসিক, তা নিয়ে তর্ক হতে পারে। তবে জাহানারা তার আত্মকথায় রাণাদিলের নাম উল্লেখ করেছেন। সে যে আগ্রার পথের নাচনেওয়ালী ছিলেন, তাও বলেছেন। জনশ্রুতি এমন যে দারা আর রাণাদিলের নাম মিলিয়ে সেকালে আগ্রার লোকেরা 'দারাদিল', 'রাণাশুকো' বলে দুজনকে অভিহিত করতো। শ্রী পারাবতের লেখনীর সাথে যারা পরিচিত, তারা জানেন, ঐতিহাসিক উপন্যাস রচনায় তিনি সিদ্ধহস্ত। ভাষা আর গল্পের বয়ন উভয়ই চমৎকার। তবে, এখনকার পাঠকদের একটু 'পুরনো' লাগতে পারে, এই আরকি!