User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
Was this review helpful to you?
or
alhamdu lillah,, khubi valo
Was this review helpful to you?
or
অসাধারন একটি বই। সবার পড়া উচিত।
Was this review helpful to you?
or
ঈমান লাভের পূর্বশর্ত শিরক বর্জন করা। শিরক বর্জন করলে ও খালেসভাবে আল্লাহর ইবাদত করলে মুসলিম জাতি আবার ফিরে পাবে তাদের বিজয়। আল কুরআনের বানী- তোমাদের মধ্যে যারা বিশ্বাস স্থাপন করে ও সৎকর্ম করে, আল্লাহ তাদেরকে ওয়াদা দিয়েছেন যে, তাদেরকে অবশ্যই পৃথিবীতে শাসনকর্তৃত্ব দান করবেন। যেমন তিনি শাসনকর্তৃত্ব দান করেছেন তাদের পূর্ববতীদেরকে এবং তিনি অবশ্যই সুদৃঢ় করবেন তাদের ধর্মকে, যা তিনি তাদের জন্যে পছন্দ করেছেন এবং তাদের ভয়-ভীতির পরিবর্তে অবশ্যই তাদেরকে শান্তি দান করবেন। তারা আমার ইবাদাত করবে এবং আমার সাথে কাউকে শরিক করবে না। এরপর যারা অকৃতজ্ঞ হবে, তারাই অবাধ্য। (সুরা নুর : আয়াত ৫৫) । মুসলিম হিসাবে প্রথমে জানতে হবে শিরকের অলি -গলি এবং বর্জন করতে হবে সকল শিরকী রসম-রেওয়াজ।
Was this review helpful to you?
or
‘তাওহীদ ও শিরক প্রকার ও প্রকৃতি; বইটি শাইখ জুনায়েদ বাবুনগরী হাফিজাহুল্লাহ এর লেখা অসাধারন একটি বই । বইটি অনুবাদ করেছেন আব্দুল আউয়াল । বইটির সম্পাদনা করেছেন হাবিবুর রহমান । বইতি প্রথম প্রকাশিত হয় ২০১৭ সালের মার্চ মাসে । বইটি প্রকাশিত হয় আর রিহাব পাবলিকেশন্স প্রকাশনী থেকে এবং এর প্রকাশক হাবিব বিন আব্দুল হাকিম । তাওহীদ , একটি গুরুত্বপুর্ন শব্দ মুসলমানদের জন্য । মানব জীবনে আকিদা বিশ্বাসের রয়েছে অনেক গভীর সম্পর্ক , অনেক মজবুত বন্ধন । আমাদের মনে আকিদা সবসময় লুকায়িত থাকে যা কিছু সময়ে প্রকাশ পায় । এই আকিদা বিশ্বাসের মধ্যে অত্যান্ত গুরুত্বপুর্ন হচ্ছে একনিষ্ঠতার সাথে তাওহীদের আকিদা পোষন করা । কারন এটাই হচ্ছে দ্বীনের মুল ভিত্তি ও আদম আঃ থেকে শেষ নবী মুহাম্মদ সাঃ পর্যন্ত সকল নবী রাসুলের দাওয়াত দেওয়ার মুল বিষয় । কোন মানুষ যদি এই তাওহীদের আকিদার উপরে অটল থাকে তাদের জন্য রয়েছে অনেক পুরষ্কার , যা স্বয়ং আল্লাহ তাদের দিবেন । এই তাওহীদের সঠিক আকিদা নিয়ে যদি কেউ মৃত্যুবরন করতে না পারে , তাদের জন্য রয়েছে দুর্ভাগ্য ও তাদের স্থান হবে দোযখে । আল্লাহ এর সাথে কোন শীরক করলে সেই অপরাধ আল্লাহ ক্ষমা করবেন না । এই জন্য মুমিনদের জন্য স্বচ্ছ আকীদায় বিশ্বাস রাখা জরুরী । একজন প্রকৃত মুমিন হতে হলে তার মধ্যে স্বচ্ছ আকীদা, তাওহীদ থাকতে হবে , এবং পাশাপাশি তাদের মধ্যে শীরকের মতো জঘন্য ব্যাপার মুক্ত থাকতে হবে । এই বইটি তে মুসলমানদের জন্য তাওহীদ ও শিরক বিভিন্ন দিক বিশ্লেষণ করে তুলে ধরেছেন লেখক যা প্রতিটি মুসলমানের জানা থাকা জরুরী । দারুন তথ্যবহুল এ বইটি প্রতিটি মুসলমানের সংগ্রহে রাখা উচিত ।