User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
Was this review helpful to you?
or
কবিতার বই : যে পথ গিয়েছে ভিজে কীর্তিনাশা রোদ্দুরে কবি : ফাতিহা প্রীতি প্রকাশনী : প্লাটফর্ম প্রকাশকাল : বইমেলা , ২০১৭ মূল্য : ১৬০ টাকা রোববার আমাদের সংসার -------------------------------- ফাতিহা প্রীতির কবিতা থেকে -------------------------------- মনে হতো দূরে যেতে চাও মনে হতো এড়িয়ে যাও তাই ব্যস্ত পেলে তোমার সেলফোন জলে চোখ ভিজতো আজ একাই আছি ঝড় বৃষ্টি পাশাপাশি কতো দিন কতরাত শত । ভালোবেসে দুচোখে আজ অশ্রুধারা ভাবিনি কখনও বাঁচতে হবে তোমাকে ছাড়া ।। অভিযোগে বলেছিলে - 'সংসারে না থাকিলে শান্তি,কিসের আবার চাওয়া পাওয়া' চার দেয়ালের সংসারে সুখ দুঃখের আহ্লাদে সহস্র দিনের শেষে অবহেলায় পড়ে থাকে শুধু ভালোবাসার ছিন্নপত্র । কোনঠাসা ঝগড়া সংসার মহড়া কখনও ভাবিনি বাঁচতে হবে তোমাকে ছাড়া ।| তোমায় কাছে পেয়ে চোখে চোখ রেখে সুনীল আকাশ নীড়ে মেঘ হয়ে ভাসতাম । ছুটির রোববার আমাদের ঘরসংসার তোমার জন্যে মরেছি কতোবার । ছায়াসঙ্গী হবে কথা দিয়েছিলে (ভালোবেসে হাত ধরেছিলে ) তবে কেন পথ জুড়ে নিদারুণ যন্ত্রণা ? কখনও ভাবিনি বাঁচতে হবে তোমাকে ছাড়া ।। দুইদিন ধরে কেন জানি তিতাস পাড়ের কবি ফাতিহা প্রীতির "যে পথ গিয়েছে ভিজে কীর্তিনাশা রোদ্দুরে " নামক কাব্যগ্রন্থটির প্রতি আমার চোখ মন আটকে গেছিলো । কিন্তু সময়ের অভাবে বইটা হাতে নিতে পারছিলাম না । আজ ঘরে ফিরে ল্যাপটপ অন করার সাথে সাথে বইটিও হাতে নিলাম ।বইয়ের পাতা উল্টাতেই "ইতিহাসের ঘরে ফেরা কিংবা একদিন মহানন্দায়" শিরোনামের প্রথম কবিতাতেই কি জানি পেলাম , হৃদয়টা কেমন মোচড় দিলো ।মনে হলো এই কবিতার প্রতিটি বর্ণে অক্ষরে শব্দে ছন্দে গেঁথে আছে এক নিদারুণ প্রেম , স্মৃতি রোমন্থন ,প্রিয়জনকে ফিরে পাওয়ার আকুল প্রতীক্ষা,গভীর ধ্যান ।আমি যেহেতু কবিতা আবৃত্তি করতে ও শুনতে পছন্দ করি , আবার গানের কথার আকারে কবিতা লিখতে পছন্দ করি সেহেতু আমার মনে উঁকি দিলো অন্য এক কুটবুদ্ধি । মনে হলো এই একটা কবিতাকে ভেঙে বেশ কয়েকটা গান তৈরী করা যাবে ।কেননা বেশ কিছু ঘটনার সংগ্রহ এই একটি কবিতায় ।কবিতাটির শব্দ গাঁথুনি ও শব্দ প্রয়োগের ধরণ এমন যে অন্তরা সাজানোটাও খুব সহজ হবে ।যদিও অন্তরা সম্পর্কে আমার খুব ভালো ধারণা নেই । তাই আমি নিজেই খুব উৎসাহ নিয়ে উক্ত বইয়ের ১৫ নম্বর পৃষ্ঠায় উপস্থাপিত অংশ এবং ১৮ নম্বর পৃষ্ঠায় উপস্থাপিত অংশের ৩ টি লাইন নিয়ে একটু ভেঙে গড়ে একটু পুনঃনির্মাণ করে একটা গানের কথা বা একটা কবিতা তৈরীর একটু চেষ্টা করলাম । সেটা কতটুকু সফল হয়েছে জানি না । আমার এই পুনঃনির্মাণের চেষ্টাকে কবি ও তাঁর কবিতার প্রতি সম্মান এবং মুগ্ধতা স্বরূপ উপস্থাপন করছি ।আমি তাঁকে নকল করে নিজের সৃষ্টিকর্ম বলছি না । বরং তাঁর এমন সুন্দর সৃষ্টিকেই আমি প্রশংসা করছি তাঁরই কর্মের আমার পছন্দসই বিন্যাসের মাধ্যমে দিয়ে । যাঁরা কবিতা পড়তে ভালোবাসেন তাঁদের জন্যে অবশ্যই সংগ্রহ করার মতো একটি কাব্যগ্রন্থ এটি । পড়ার কোন বিকল্প নেই ।বই কিনে কেউ দেউলিয়া হয় না । তাই নিজে বই পড়ুন এবং প্রিয়জনকেও বই উপহার দিন । কবি ও তাঁর কবিতার জন্যে শুভ কামনা রইলো । ------------------------------ কবিতার বই : যে পথ গিয়েছে ভিজে কীর্তিনাশা রোদ্দুরে কবি : ফাতিহা প্রীতি প্রকাশনী : প্লাটফর্ম প্রকাশকাল : বইমেলা , ২০১৭ মূল্য : ১৬০ টাকা ----------------------------------- জাহান আলম ব্রাডফোর্ড ,ইংল্যান্ড ।