User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
Was this review helpful to you?
or
“আমি আগের ঠিকানায় আছি সময় করে এসো একদিন দু'জনে কিছুক্ষণ বসি পাশাপাশি”.বইটি পড়তে পড়তে এই গানটি কেন শুনতে ইচ্ছে হল বুঝলাম না। হয়তো দিনশেষে আমরা একা। চিন্তা করি এখন যদি হঠাত করে চলে যাই তবে কি হবে? বাবা মা ভাই হয়তো কাদবে। দুজনে দুদিনে ভুলে যাবে। কেউ আমাকে নিয়ে ভাববে না, কারো আমার মত চোখ থাকবেনা। আচ্ছা মানুষ কি এজন্য প্রেম করে? একটা ছোট্র জীবনের মধ্যে দিয়ে নিজের স্বপ্ন কে, নিজের সত্ত্বাকে ধাবিত করে দিয়ে যায়। শেষ চোখ মেলেও তৃপ্তি পায়? পল কালানিধির এই বই। মৃত্যুকে খুব কাছাকাছি দেখতে শিখায়। না ধর্মীয় ভাবে নয়। মানবিক ভাবে। মানুষ হিসেবে আমরা কতটা অসহায়। ক্যান্সারের কাছে কতটা অসহায়। কিভাবে বারবার আশা দেখিয়ে দিনগুলি কেড়ে নেয় এই ক্যান্সার। প্রথম ধাপ, দ্বিতীয় ধাপ তৃতীয় ধাপ পেরিয়ে কিভাবে সব আশা দুরাশায় পরিনত হয়। যাদের ইংরেজী পড়বার ধৈর্য্য আছে, যারা ক্যান্সার নিয়ে কাজ করেন। যারা জীবনের মানে খুজতে চান, গলায় কিছু একটা অনুভব করতে চান-তাদের কে এই বইটি পড়তে বলব। “Paul’s decision to look death in the eye was a testament not just to who he was in the final hours of his life but who he had always been. For much of his life, Paul wondered about death-and whether he could face it with integrity. In the end the answer was yes”.