User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
Was this review helpful to you?
or
মানুষ হিসেবে পশুপাখিদের আমরা কতভাবে বর্ননা করি. ভাবুন তো কেমন হতো যদি প্রানীরা মানুষকে বর্ননা করতো? ধরা যাক একটি ছোট কুকুরের কথা. তার চোখ থেকে কেমন দেখতে হবে এ প্রানীজগৎ? না ভেবে থাকলে এই বইটি আপনাকে ভাবাবে, এমনকি দেখাবে. গল্পের মূল চরিত্র একটি কুকুর ছানা. তার বর্ননার মাধ্যমে শুরু হয় গল্প. জন্মের কয়েক সপ্তাহ পর ছোট ভাই বোন ও মায়ের সাথে ঘুড়ে বেরানোর সময় আটক হয় তারা. সেখান থেকে তাদের নিয়ে যাওয়া হয় একটি স্থানে যাকে বলা হয় Yard. সেখানে রয়েছে আরো অনেক কুকুর. এদের দায়িত্ব নেয় একজন নারী যাকে সবাই Señora নামে ডাকে. কুকুর ছানাটির নাম দেওয়া হয় টবি (Toby). টবি সেখানে অন্যান্য কুকুর ছানার সাথে দিন কাটাতে থাকে. কোকো (Coco) নামের বান্ধবীও পায় সে. সবকিছু ভালোই যাচ্ছিলো. কিন্তু হঠাৎ একদিন (স্পাইক) Spike নামের একটি কুকুরের আগমন ঘটে এবং সব শান্তি নষ্ট হয়. এর কিছুদিন পরেই প্রানী বিভাগের কর্মকর্তারা এসে এই স্থানটি নিষিদ্ধ করে দেয় এই বলে যে এখানের পরিবেশ অস্বাস্থ্যকর. পরবর্তিতে টবিসহ অনেক কুকুরই সেখানে মারা যায়. তবে এখানেই শেষ না. আবার জন্ম হয় তার. নতুন রূপে. পায় নতুন নাম ও নতুন ঠিকানা. কিন্তু সে কি জানতো যে এ জন্মে তার সাথে ঘটে যাওয়া ঘটনা পরবর্তিতে গল্পে নিয়ে আসতে পারবে দারুন কোন চমক? তার পুনরায় জন্ম নেওয়ার কারন কি? কি তার জীবনের উদ্দেশ্য? *********** এ বইটি পড়া শুরু করার সময় ভাবিনি এটি আমার পড়া ভালো বইগুলোর একটি হবে. লেখকের লেখা ও বর্ননার ধরন ছিলো অসাধারন. কিছু কিছু মুহূর্ত হাসিয়েছে আবার কিছু কিছু মুহূর্ত কাদিঁয়েছে. পোষা প্রানীদের প্রতি ভালোবাসা জন্মানোর মত বই. মন থেকে কাওকে ভালোবাসলে সে আপনার কাছে ফিরে আসবেই. তাই দেখানো হয়েছে এ বইয়ে তবে ভিন্ন দৃষ্টিকোন থেকে. হয়তো এ কারনেই বইটি বেশি ভালো লেগেছে.