User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
Was this review helpful to you?
or
Nice
Was this review helpful to you?
or
জলপদ্ম হুমায়ূন আহমেদ♥ ইলার বাবা নেই, খুবই গরীব তারা। বড় ভাইয়ের রোজগারের টাকায় কোনো রকমে সংসার চলে। ইলা ভালোবাসতো নাসিম ভাইকে, তার মাকে বলেও ছিল তবে নাসিম ভাইয়ের সাথে বিয়ে হয় নি। ইলা মেয়েটির সবেমাত্র বিয়ে হয়েছে। মেয়েটি অতিমাত্রায় সুন্দর, ছোট বেলায় তার বাবা তাকে পরী বলে ডাকতো। ইলাকে হাসলে অসম্ভব সুন্দর লাগে! তার বিয়ে হয়েছে জামান সাহেব সাহেবের সাথে, জামান সাহের কৃপণ ব্যক্তি, কৃপণ ব্যক্তির মন ছোট হবে সেটাই স্বাভাবিক। তবে জামানের পকেট থেকে ম্যানিব্যাগ পড়ে গেছে জামান বুঝতে পারে নি, ম্যানিব্যাগে ৫০০ টাকার ১১৩ টা নোট ছিল। ইলা ভেবে ছিল জামানকে তার ম্যানিব্যাগ ফেরত দিবে কিন্তু ফেরত দেয় নি। সেই টাকা থেকে ছোট বোনের পিকনিকের টাকা দিয়েছে, অন্তুর চিকিৎসা করেছে, হাসানকে শার্ট কিনে দিয়েছে। তবে বাকী টাকা গুলো নাসিম ভাই জেলে গেলে একজনের মাধ্যমে ইলা নাসিম ভাইকে দেয়। হুমায়ূন আহমেদ মানে অবাক হতে হবে! গল্পের ভেতর ডুবে যেতে সময় লাগবে না, এক বসায় পড়া শেষ। অসম্ভব ভালোলাগা কাজ করে তার বই নিয়ে বসলে! ♥
Was this review helpful to you?
or
খুব ভালো একটা বই
Was this review helpful to you?
or
অতি সাধারণ এর মোড়কে মোড়ানো অতি অসাধারণ। তওবা, তওবা, আস্তাগফিরুল্লাহ। এর নামই হুমায়ূন আহমেদ। তওবা, তওবা।
Was this review helpful to you?
or
#রকমারি_বইপোকা_রিভিউ_প্রতিযোগিতা বইঃ জলপদ্ম লেখকঃ হুমায়ূন আহমেদ ধরণঃ উপন্যাস প্রচ্ছদঃ সমর মজুমদার প্রকাশনীঃ সময় প্রকাশন রকমারি মূল্যঃ ১৩২ বইটির উৎসর্গ পত্রঃ "সাধারণ হয়েও অসাধারণ, আমার অতি প্রিয় একজন, ময়মনসিংহের সালেহ ভাই, করকমলে।" রিভিউঃ একজন মেয়ের জীবন কতটুকু স্বাভাবিক হতে পারে! জানেন কি.? জলপদ্ম হবার আশায় কত মেয়ে গৃহবন্দি হয়ে থাকে যুগের পর যুগ, সেই তথ্য জানা আছে কারো.? কি এই জলপদ্ম.? নীল পানিতে ভেসে থাকা শুধুই পদ্ম নাকি মনের ঘরে বসত করা কোনো ফুল.? ইলার মনে কি চলছে, ইলা কেন এত ভয় পাচ্ছে তা সে নিজেও জানে না। ইলা লক্ষ্য করল তার হাত-পা কাঁপছে। বুক ধকধক করছে। হাতের তালু ঘামছে। এত ভয় লাগছে কেন তার.? ইলা খুব সাধারণ একটি মেয়ে বলেই অসাধারণ মানুষদের অবাক হয়ে দেখে। ইলা তাকে অবাক হয়ে দেখতো। অসাধারণ মানুষদের স্বপ্নগুলিও খুব অসাধারণ হয়। কিন্তু আশ্চর্য তাদের দু'জনের স্বপ্নগুলি খুবই সাধারণ। ভাতের হোটেল দেয়াতেই স্বপ্নের শেষ। অথচ ইলা কত সাধারণ একটা মেয়ে, কিন্তু অসাধারণ তার স্বপ্ন। স্বপ্নটা কি আপনাদের বলি...... জলপদ্ম....! হাসান নিঃশ্বব্দে এসে পর্দার ওপাশে মূর্তির মত দাঁড়িয়ে আছে। তাকিয়ে আছে নিজের পায়ের নখের দিকে। গভীর মনযোগে নখের শোভা দেখছে হয়ত। ইলা নিজ থেকে কিছু না বললে সে চুপ করেই থাকবে। কিছুই বলবে না। অদ্ভুত ছেলে। জামান রাত এগারোটায় ফিরলো। কোনো কথা না বলে গম্ভীর মুখে তোয়ালে হাতে বাথরুমে ঢুকলো। সেখান থেকেউ চেঁচিয়ে বললো, খেয়ে এসেছি। এক কাপ চা করে দাও। আশ্চর্যের ব্যাপার। হারানো মানিব্যাগের কথা সে কিছুই বলছে না। ইলা জানে মানিব্যাগের এই বিষয়টা জামান বুঝতে পারলে ভয়ংকর কিছু একটা ঘটবে কিন্তু জয়দেবপুরের জায়গাটা.... পাশের ফ্লাটে থেকে সেদিন ডাকাতি হয়েছে। তিন জন ছেলে এই ডাকাতিটা করেছে। লোকজন বলছে অন্য কথা, তারা তিনজন নাকি ওই বধূকে ধর্ষণ করেছে। ইলা পুরো ব্যাপারটাই জানে, ওদের তিনজনকে সেই ফ্লাটে ঢুকতেও দেখেছে, ওরা তিনজনও ইলাকে দেখেছে বারান্দায় দাঁড়িয়ে থাকতে। অসম্ভব রূপবতী ইলার মনে এক অজানা ভয়... ওরা তিনজন কি এখানেও আসবে.? একজনকে তো খুব চেনাও মনে হলো... কেউ দরজায় মৃদু-মৃদু টোকা দিচ্ছে। ইলা ভাবছে, এখন হয়ত দরজা খুলতে গেলেই শুনতে পাবে, দিদি! আমরা মিটার চ্যাক করতে এসেছি, এই নিন বিলটা। ইলা দরজা না খুলে বলবে, নিচ দিয়ে কাগজটা দিয়ে দিন। কিন্তু দরজার ওপাশে থাকা ব্যাক্তিটা এতে রাজি না হয় বলবে, খুব জরুরি বিলের কাগজ। সাইন ছাড়া দেওয়া যাবে না। না, ইলা কিছুতেই দরজা খুলবে না। তবে অন্তু মিয়া ছেলেটা... ইলা বড় হল জলপদ্মের স্বপ্ন চোখে নিয়ে। তার সেই স্বপ্নের কথা কেউ জানলো না। সব স্বপ্নত বলে বেড়াবার নয়। কিছু স্বপ্ন হৃদয়ের গহীনে লুকিয়ে রাখতে হয়। ইলা লুকিয়েই রেখেছিলো- লুকিয়ে রাখতে রাখতে একদিন সে নিজেই জলপদ্ম হয়ে গেল। এই আশ্চর্য গল্প কিভাবে হলো সেই গল্পই জলপদ্মের গল্প... , গল্পের অদ্ভুত চমকপ্রদ সুন্দর বর্ণনা এভাবেই এগিয়ে গিয়েছে তার নিজস্ব ছন্দের গতিতে। বইটি পড়তে গিয়ে পাঠকহৃদয় হারিয়ে যেতে বাধ্য ইলা, রুবার নিজস্ব ভুবনে। অবিবাহিত শুদ্ধতম পুরুষটির কথা সবাই'ই তো জানেন, কিন্তু বিবাহিত জীবনে শুদ্ধতম নারীটির কথা ক'জন জানেন.? জানতে হলে এখনই ডুব দিন জলপদ্মের দিঘীতে... বইটির মাধ্যমে পাবেন চমৎকার একটি বার্তা। হুমায়ূন আহমদের অন্যসব বইয়ের মত এই বইটিও পাঠক মহলে 'বিপুলবিপুল' জনপ্রিয়তা অর্জন করেছে। ব্যক্তিগত রেটিংঃ ৪.৫/৫ হেপি রিডিং :) 'রিভিউ ছোট করে দিলাম, বেশি বর্ণনামূলক করতে পারিনা। লেখাটাতে বড্ড তাড়াহুড়া'র ছাপ পড়েছে, এজন্য দুঃখিত।