User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
Was this review helpful to you?
or
Probably the best book of Agatha Christie . The plot is too nice. Be sure to give a read. What I can say is, you won't regret reading it
Was this review helpful to you?
or
অসাধারন দুইটি উপন্যাস
Was this review helpful to you?
or
‘ বিশ্ববিখ্যাত থ্রিলার লেখক আগাথা ক্রিস্টি এর লেখা অসাধারন দুইটি উপন্যাস । আগাথা ক্রিস্টি কে বলা হয় স্যার আর্থার কোনান ডয়েল এর পর আধুনিক রহস্য সাহিত্যের সব চাইতে জনপ্রিয় লেখিকা । তার পুরা নাম আগাথা মেরি ক্লেরিয়া ক্রিস্টি , সংক্ষেপে আগাথা ক্রিস্টি । কাহিনী বিন্যাস , চরিত্র চিত্রন , আঙ্গিকের নীপুনতা ও জটিল রহস্য সমাধানের জন্য তিনি দ্য কুইন অফ ক্রাইম বা রহস্য সম্রাজ্ঞী উপাধিতে ভুষিত হন । তার সৃষ্ট চরিত্র বেলজিয়াম এর গোয়েন্দা এরকুল পোয়ারো , , সে শার্লোক হোমস এর মত জনপ্রিয় চরিত্র । তিনি পৃথিবীর ইতিহাসের অন্যতম সেরা লেখিকা এবং তার লেখা বই এই পর্যন্ত ৫৬ টি ভাষায় অনুদিত হয়ে প্রকাশিত হয়েছে । তার লেখা প্রায় চারশটি বই প্রায় দুই বিলিয়ন কপি এই পর্যন্ত বিক্রি হয়েছে । উপন্যাস দুইটি বাংলাতে অনুবাদ করেছেন সায়েম সোলায়মান ও আশিকুর রহমান বিশাল । বইটি প্রথম প্রকাশিত হয় ২০১৭ সালের জানুয়ারি মাসে । বইটি প্রকাশিত হয় আদী প্রকাশনী থেকে এবং এর প্রকাশক নাফিসা বেগম । প্রচ্ছদ করেছেন আদনান আহমেদ রিজন ।এন্ড দেন দেয়ার ওয়্যার নান বইটি লেখিকার লেখা অন্যতম সেরা উপন্যাস , তিনি নিজেই বলেছেন যে এই উপন্যাস লিখতে তার সবথেকে খাটুনি করতে হয়েছে ।এছাড়াও দ্য মিস্টেরিয়াস আফেয়ার্স অ্যাট স্টাইলস বইটিও অসাধারন জনপ্রিইয় একটি বই । আগাথা ক্রিস্টি মানেই রহস্য , এই উপন্যাস দুইটিও এর ব্যতিক্রম নয় । অসাধারন দৃশ্যপট আর রোমাঞ্চকর কাহিণী তে উপন্যাস দুইটি যে কোন পাঠকের মন জয় করতে পারবে । অসাধারন উপন্যাস দুইটি সকল ধরনের পাঠকেরই ভালো লাগবে ।
Was this review helpful to you?
or
যারা অনুবাদ বইয়ের রিভিউ দেন, তারা অবশ্যই কোন স্পয়লার না দিয়ে অনুবাদের কোয়ালিটি বলবেন। কারণ মূল বইটা কেমন তা তো সবাই জেনেই খোঁজ করতে আসবে, কিন্তু রিভিউ থেকে আসল জানার বিষয় হচ্ছে অনুবাদটা কেমন
Was this review helpful to you?
or
হারাধনের দশটি ছেলে ঘোরে পাড়াময়, একটি কোথা হারিয়ে গেল রইল বাকি নয়। হারাধনের নয়টি ছেলে কাটতে গেল কাঠ, একটি কেটে দু’খান হল রইল বাকি আট। মনে পড়ে? খুব ছোট বেলায় আমরা প্রায় সব বাঙ্গালি শিশুই শুনেছি ছড়াটা, কেও নানীর মুখে, কেও দাদুর মুখে। অবশ্য কেও যদি বলে বসেন, কখনো শুনেন নি বা মনে পড়ছে না একেবারেই, তাদের জন্য অবশ্যই সমবেদনা প্রকাশ করছি। কি অসাধারণ শৈশব স্মৃতি আপনারা ভুলে গেলেন! হুম, এই স্মৃতি ব্যতিরেক শৈশব বৃথা বা মিথ্যে হয়ে যাবে না সত্যি, তবু একটা অসাধারণ অনুভূতি থেকে আপনারা সত্যিই বঞ্চিত থেকে যাবেন! যা হোক, বইয়ের ব্যাপারে ফিরে আসি। বই এর কাহিনী মূলত এমনই একটি ছড়ার ছত্রে বাঁধা রয়েছে। শুধু অনুপস্থিত হারাধন সাহেব আর তাঁর সন্তানেরা। সেই জায়গায় স্থান করে নিয়েছেন কতিপয় সোলজার বয়েস, যাদের সংখ্যাও ছিল দশ! অদ্ভুত একটা আমন্ত্রণে সাড়া দিয়ে সোলজার আইল্যান্ডের মতো রহস্যময় একটি দ্বীপে এসে পড়েন দশ জন অতিথী! যদিও তাঁদের হোস্ট মিস্টার ওয়েন কে ভাল করে চিনেন না কেওই! শুধু অতিথিরাই নয়, মিস্টার ওয়েন কে চিনতেন না তাবৎ এলাকার কেওই! ঝড় বৃষ্টির রাত, জানালার গ্লাসে ঝরো হাওয়া আর বৃষ্টির ফোঁটার শব্দ, অশান্ত সাগরের গর্জন, এর মাঝেই অতিথিদের নিয়ে শুরু হয় ভয়ানক খেলা! সেই ছড়ার ছত্র মোতাবেক খুন হতে থাকেন এক এক জন অতিথি! শুরু হয় মস্তিষ্কবিকৃত এক খুনির ভয়ানক খেলা! মৃত্যু মৃত্যু খেলা! A must to read novel from the thriller queen!