User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
Was this review helpful to you?
or
মোটামু। মুক্তিযুদ্ধেরতেমন কোনো উপন্যাসই খুব একটা টানে না আমাকে। একটা সেন্টিমেন্ট নির্মাণ। এর ভেতর ও বাইরের কলাকৌশলনিয়ে কাজ করা দরকার।
Was this review helpful to you?
or
#রকমারি_রিভিউ_প্রতিযোগ_জানুয়ারি . উপন্যাসের শুরুতেই লেখা, বাড়িটি ভালো লেগেছে মিন্টুর। সদর রাস্তার ধারে। তখনও বুঝতে পারিনি যে এই মিন্টু কোনো মানুষ নয়, একটি কুকুর। তারপরই খেয়াল হয় যে, বইটির প্রচ্ছদেই তো কুকুরের ছবি স্পষ্ট প্রমাণ করে দিয়েছে যে এটি মিন্টুর বই। এই উপন্যাসের নায়ক মিন্টু। বইয়ের গল্প, প্রচ্ছদ আর নামকরণ যেন মিলেমিশে একাকার। আনন্দ, মাস্টার সাহেব, বদরউদ্দিন কাজী সহ আরও বেশ কিছু মনুষ্য চরিত্রকে পিছনে ফেলে একটা অবলা প্রাণী হয়ে গেল উপন্যাসটির প্রধান চরিত্র। কিন্তু কেন এবং কীভাবে হলো এটা? প্রথমে মিন্টু, তারপর কালু আর তারও পর আকালু। হ্যাঁ, উপন্যাসের প্রথম থেকেই মিন্টু, কালু অথবা আকালু'র চাঞ্চল্যকর সরব উপস্থিতিই একটি কুকুরকে উপন্যাসটির নায়ক তথা প্রধান চরিত্র বানিয়ে দিয়েছে। মহাকালী ইউনিয়নের কাজীপাড়ার পাশে জন্ম নেওয়া মিন্টু ছিল তার অন্যান্য ভাইবোনদের তুলনায় দুর্বল। আর জগতের চিরাচরিত নিয়মানুযায়ী দুর্বল দ্বারা সবল বঞ্চিত হয়। মুক্তিযুদ্ধভিত্তিক এই উপন্যাসে যুদ্ধের প্রথম বাতাসই যেন ছিল নিজের ভাই বোনদের কাছ থেকে মিন্টুর বঞ্চিত হওয়ার গল্প। টিকে থাকার যুদ্ধে অল্পখানি হেরে গিয়ে ওই বাড়িরই কতিপয় ছেলেদের হাতে নিগৃহীত হয় মিন্টু। তাকে তারা ফেলে আসে সাঁকোর কাছে। সেখান থাকে তাকে উদ্ধার করে আনন্দ নামক এক যুবক। কিন্তু অস্ত্র সমৃদ্ধ সবল পশ্চিমারা আঘাত হানে নিরস্ত্র দুর্বল পূর্ব পাকিস্তানিদের উপর। দেশের মানুষের যাযাবর জীবন শুরু হয়। সেই সাথে যাযাবর জীবন শুরু হয় উপন্যাসের প্রধান চরিত্র মিন্টুর। মুক্তিযুদ্ধ চলাকালীন মুক্তিযুদ্ধাদের সাথে সহাবস্থান হয় তার। মিন্টু ছোট থেকে কারও একক পোষা কুকুর নয়, তবুও তার কর্মকাণ্ড আর মুক্তিযোদ্ধাদের সাথে সহাবস্থান মুগ্ধ করার মতো। মিলিটারি গ্রামে ঢুকতে দেখে সে ঘেউ ঘেউ করে উঠে। নিজের সাধ্যমতো বিপদের খবর পৌঁছে দেয় মুক্তিযোদ্ধাদের কানে। মুক্তিযোদ্ধারা তাকে 'আয় কালু' বলে ডাকে। সেই আয় কালোই বিবর্তিত হয়ে আকালু হয়ে গেছে পরে। যুদ্ধের ভয়াল অবস্থার শিকার হতে হতে একে একে মিন্টু তার বেশ কয়েকটি আশ্রয়স্থল ও আশ্রয়দাতাকে হারায়। কিন্তু বারবার আপনজন হারানো আর আশ্রয় হারানো মিন্টু শেষ পর্যায়ে এসে মেনে নিতে পারে না তার শেষ মনিব বদরউদ্দিন কাজীর নির্মম অকাল মৃত্যু। সে প্রতিশোধপরায়ণ হয়ে ক্রোধের বশে কামড়ে ধরে এক মিলিটারির পায়ে। অন্য এক মিলিটারি পরপর তিনটি গুলি করে তার গায়ে। সেই গুলি খেয়ে ঢাল গড়িয়ে পড়ে সে আটকে যায় একটি হিজল গাছে। অন্যান্য মুক্তিযোদ্ধাদের ন্যায় দাফন হয় না এই অবলা প্রাণীরুপ মুক্তিযোদ্ধার। সে আটকে থাকে সেই হিজল গাছটাতেই। আর একটা বঞ্চিত মিন্টু, কালু অথবা আকালুর জীবনের অধ্যায় সমাপ্ত হওয়ার সাথে সাথে সমাপ্ত হয় কাজী আশরাফের 'আকালু' উপন্যাসের। , ব্যক্তিগত মতামত :ব্যক্তিগত মতামত অংশটা সমালোচনার জন্য বরাদ্দ রাখি। কিন্তু কোনো বইয়ের গল্প খুব বেশি ভালো লেগে গেলে সেই বইয়ের সমালোচনা লিখতে ইচ্ছে করে না। তবুও কিছু বলি। বর্ণনাভঙ্গি উপন্যাসের প্রাণ। লেখক বর্ণনাতে কাঁচা মনে হয়েছে। ঘটনাগুলো খুব দ্রুতই ঘটে গেছে যেন। চরিত্র বর্ণনাতেও লেখককে সিদ্ধহস্ত মনে হলো না। আরেকটু খাটা খাঁটনি করলে মিন্টুকে পাঠকের মনে আরও বেশি জাঁকিয়ে বসাতে পারতেন হয়তো লেখক। , পাঠ প্রতিক্রিয়া : অনেক যুদ্ধ আর মুক্তিযুদ্ধের গল্প শুনেছি। কিন্তু সেই যুদ্ধের সময় যে এমন অবলা অনেক প্রাণীরও হয়তো নীরব ভূমিকা ছিল সে কথা মাথায় আসেনি কখনও। একটা অবলা প্রাণীকে কেন্দ্র করে লেখক বেশ স্বচ্ছভাবে লিখে ফেলেছেন পুরো বইটা, যে বইটা পড়ে আমার পাঠকমন একইসাথে হাহাকার, বেদনা আর প্রাপ্তির নিগূঢ় বন্ধনে ভরে উঠেছে। চোখের সামনে অনেক দুর্বল কুকুর বিড়ালের বাচ্চাকে সবলগুলোর কাছে পরাস্ত হতে দেখি। দেখি দুর্বলটিকে অন্য ভাই বোনের সমান দুগ্ধ না টানতে পারার ব্যর্থতা। এখন থেকে এমন কোনো প্রাণী দেখলেই হয়তো মনে পড়ে যাবে মিন্টুর কথা। চোখের সামনে ভেসে উঠবে একটি কুকুরের নিজের অজান্তেই মুক্তিযুদ্ধে অংশগ্রহণের কথা। মিন্টু এমনই এক চরিত্র, যে চরিত্র বইটি পড়ার সময় চোখের সামনে জীবন্ত হয়ে উঠেছিল যেন। বইযের পাতা ভেদ করে মিন্টু যেন আমার খুব কাছে এসে দাঁড়িয়েছিল। অসাধারণ, অসাধারণ এবং অসাধারণ একটি বই 'আকালু'। ব্যক্তিগত রেটিং ৪.৭/৫। . বই সম্পর্কিত তথ্য : লেখক: কাজী মহম্মদ আশরাফ প্রকাশনী: বেহুলা বাংলা প্রকাশকাল: ফেব্রুয়ারি, ২০১৭ প্রচ্ছদ: সব্যসাচী মিস্ত্রী