User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
Was this review helpful to you?
or
একসাথে শোনিত উপাখ্যান ট্রিলজি কিনেছিলাম। প্রথম পর্বটা টানটান উত্তেজনা নিয়ে শেষ হয়েছে । কিন্তু সেই হিসেবে দ্বিতীয় পর্বটা বেশ স্লো। ইতিহাসের সাথে ফ্যান্টাসি মিলিয়ে অন্যরকম একটা ভাইব টানার চেষ্টা করেছেন লেখক। তবে প্রথম পর্ব পড়ার পর দ্বিতীয় পর্ব সেভাবে ভালো লাগেনি। তবে শেষ পর্বটা আবার টানটান উত্তেজনা ছিল। সব মিলিয়ে ট্রিলজিটা ভালো লেগেছে। লেখক যথেষ্ট চেষ্টা করেছেন প্লটটাকে সুন্দর ভাবে উপস্থাপন করতে। এবং আমি মনে করি তিনি সফল হয়েছেন।
Was this review helpful to you?
or
good
Was this review helpful to you?
or
বইয়ের প্রচ্ছদ বেশ সুন্দর। প্রকাশনীর অবশ্যই প্রিন্টিং মিস্টেকের ব্যাপারে নজরদারি করা উচিত। যুক্তাক্ষর জনিত ত্রুটি খুব বেশি লক্ষ্য করা গিয়েছে। এছাড়া পরিবেশনা মোটের উপর সন্তোষজনক। ফ্যান্টাসি প্রিয় পাঠকেরা দেশীয় আবহে আরবান ফ্যান্টাসির স্বাদ নিতে চাইলে পড়তে পারেন শোণিত উপাখ্যান। আমার কাছে মোটামুটি লেগেছে।
Was this review helpful to you?
or
ভালো লাগলো। দেশের প্রক্ষাপটে বাংলার চিয়ারত ভূত-প্রেতদের নিয়ে কাহিনি সাজিয়েছেন তরুণ লেখক। আরবান ফ্যান্টাসি নিয়ে এদেশে এমন ধরনের লেখা আমি অন্তত খুবএকটা পড়েছি বলে স্মরণ হচ্ছে না। সেই কারণে তরুণ লেখক তার প্রচেষ্টার জন্য একটি ধন্যবাদ পেতেই পারেন৷ আর হ্যা, ভাষার আরো উন্নতি কামনা করছি। অবলাল চরিত্রটি মনে থাকবে।
Was this review helpful to you?
or
"বর্তমান" খণ্ড পড়ার পর থেকেই অপেক্ষার পালা শুরু নেক্সট খণ্ডের। ধারণা ছিল "ভবিষ্যৎ" প্রকাশিত হবে। কিন্তু লেখক বলেছিল এবার প্রকাশিত হবে "অতীত"। যাই হোক বই কিনেছি অনে...ক পরে। জমজমাট কাহিনীর অপেক্ষায় থাকলেও বর্তমানের মত ফিলিংস আসলো না। হয়তোবা "অতীত"-টা অতীতের তাই ফিলিংসটাও অতীতের মতই কিছুটা ঝপসা হয়ে গিয়েছে! তবে কাহিনীর প্লট দারুণ সেটা আবারও বলছি। লেখক যেভাবে চেঙ্গিস খান, অ্যালেকজান্ডার, আটিলা দ্য হান -দের টেনে এনে আধুনিককালের সাথে সামঞ্জস্য রেখে চিত্রায়িত করেছেন তা আবারও প্রশংসা রাখে। পরিশ্রম কম হয়নি। লিখার চাইতে তথ্য সংগ্রহে শ্রম দিতে হয়েছে অনেক বেশি। এসব শাসকদের ইতিহাস কয়জনই বা জানে? যতটুকু ব্যাখ্যা দিয়েছেন লেখক দরকার ছিল সবার জন্যই। বইয়ের তিন চ্যাপ্টারেই সামঞ্জস্য ছিল কিন্তু ফিনিশিংটা আরও চটকদার লাগতো। আবার তাহলে অপেক্ষার পালা শুরু হল, দেখা যাক মীরানা মোরেসের ভাগ্যে কি ঘটলো?
Was this review helpful to you?
or
প্রারম্ভিক কথাঃ আগের বই শোণিত উপাখ্যান বর্তমানে লেখক উল্লেখ করেছিলেন এটা আরবান ফ্যান্টাসি। কিন্তু এই বইয়ে আরবান ফ্যান্টাসি ছাড়াও আরেকটা ব্যাপার বিদ্যমান। ইতিহাস! রিভিউঃ এখানে সম্রাট বাবর থেকে শুরু করে আলেকজান্ডার দ্যে গ্রেট, আটিলা দ্য হান, চেঙ্গিস খানের জীবনী নিয়েও কিছু আলোচনা করা হয়েছে। সে হিসেবে এই বইটাকে হিস্টোরিক্যাল আরবান ফ্যান্টাসি বলা যায়। এখানে যদি আপনি প্রকৃত ইতিহাস খুঁজতে যান তাহলে ভুল করবেন। কারণ, বলাই হয়েছে যে এটা একটা আরবান ফ্যান্টাসি। মানে ইতিহাস থেকে রেফারেন্স নিয়ে কিছুটা ঠিক রেখে বাকিটা নিজের কল্পনার রঙ মিশিয়ে লিখেছেন লেখক। অতএব, পুরো বইটাকেই বিনোদন হিসেবে নেয়াই বুদ্ধিমানের কাজ। গল্পের কাহিনী এগিয়েছে সমান্তরালভাবে। দুটা সমান্তরাল রেখার এক বিন্দুতে ছিল সম্রাট বাবর এবং আরেক বিন্দুতে ছিল অবলাল। শুরুটা সমান্তরাল থাকলেও মাঝামাঝি পর্যায়ে দুটা লাইন আলাদা হয়ে এগুলো থেকে আবার অনেকগুলো শাখা প্রশাখার বিস্তৃতি ঘটেছে। সম্রাট বাবর তার উত্তরসূরি হিসেবে মোঘল সাম্রাজ্যের পরবর্তী সম্রাট বানাতে চেয়েছিলেন তার পূত্র হুমায়ূনকে। কিন্তু অ্যাস্ট্রাল বা মায়ালোকের( যেখানে অতিপ্রাকৃত প্রাণী বা আত্মাদের বসবাস) হর্তাকর্তারা এই সিদ্ধান্ত মেনে নিতে পারেনি। এর কারণ হল হুমায়ূন দুর্বল, এবং সে শান্তির দিকে অগ্রসরমান। কিন্তু অ্যাস্ট্রালের বাসিন্দাদের দরকার মারদাঙ্গা একজন সম্রাট, যে কিনা রক্তের বন্যা বইয়ে দিবে চারিদিকে। তাদের কথানুযায়ী কামরান মির্জাই পরবর্তী সম্রাট হিসেবে সুযোগ্য। এই কথা না মানায়, তারা হুমায়ূনের মৃত্যু নিশ্চিত করে, এবং দিন তারিখও জানিয়ে দেয় সম্রাট বাবরকে। এখানে আমরা জানি যে, সম্রাট বাবর নিজের জীবনের বিনিময়ে পুত্র হুমায়ূনের জীবন সৌদা করেন। কিন্তু কার সাথে করেন? কিভাবে করেন? বাকিটা বইয়ে দ্রষ্টব্য। অবলাল ওরফে সংহার চৌধুরী তরঙ্গ কিভাবে বড় হয়? কী ওর বংশ পরিচয়? কিভাবে ও মানুষ হয়েও অতিপ্রাকৃত শক্তির অধিকারী? সব প্রশ্নেরই উত্তর পাবেন এই বইয়ে। শোণিত উপাখ্যান বর্তমানে অবলালকে রহস্যময় এক চরিত্ররূপে আবির্ভাব করানো হয়েছিল। মিরানার সাথে ১২ বছর আগে কী এমন হয়েছিল যার জন্য মিরানা ওর ছায়া পর্যন্ত মাড়াতে চায় না? ধৈর্য্য ধরে বইটা নিয়ে বসে যান, ক্রমশ প্রকাশ্য। এছাড়াও গল্পের প্রয়োজনে বিভিন্ন জায়গায় এসেছেন আটিলা দ্য হান, চেঙ্গিস খান এবং আলেকজান্ডার দ্য গ্রেট। যারা শোণিত উপাখ্যান বর্তমান বইটা পড়েছেন তাদের জন্য এই বইয়ের রিভিউ নিষ্প্রয়োজন। যারা পড়েননি, তাদেরও বুঝতে তেমন একটা সমস্যা হবেনা। লেখক নিজেও এরকমটা বলেছেন। পুরো বইটাই অতিপ্রাকৃত কাহিনী নিয়ে এগিয়েছে, তাই ওটা নিয়ে আলাদা করে কিছু লিখলাম না। আমাকে যদি জিজ্ঞেস করা হয় বর্তমান এবং অতীত এই দুটার মধ্যে কোনটা বেশি ভালো লেগেছে, তবে আমি নির্দ্বিধায় উত্তর দিব, অতীত। কারণ, ঐতিহাসিক ফিকশন বা ফ্যান্টাসি আমার বরাবরই প্রিয়। তবে এই বইয়ে কিছুটা ধোঁয়াশা মনে হয় রয়ে গেছে। হয়তো পরবর্তী বইয়ে সেটার ব্যাখ্যা পাওয়া যাবে। সম্রাট বাবরের অংশটুকু আমার কাছে অসম্পূর্ণ মনে হয়েছে। এছাড়া গল্পে আর কোনও জায়গা বেখাপ্পা লাগেনি। বানান ভুলের ব্যাপারটা একটু বেশিই চোখে লেগেছে এই বইয়ে। আসলে বানান ভুল না, প্রিন্টিং মিসট্যাক। অথবা অভ্র থেকে বিজয়ে কনভারসন সমস্যা। বেশ কিছু যুক্তবর্ণ ভেঙ্গে গেছে। তবে এই সমস্যাগুলো আমাকে অতটা বাধা দিতে পারেনি। কারণ আমি মশুগুল হয়েছিলাম গল্পে। এর আগে সৈয়দ অনির্বাণের একটাই বই পড়েছি এবং সেটাও এই বইয়েরই প্রথম কিস্তি। সেটার রিভিউতে তার লেখনী নিয়ে আলোচনা করেছি যদিই, তবুও কিছু কথা না বললেই নয়। আগেই উনি যথেষ্ট ম্যাচিউরড একজন লেখক ছিলেন, এবার ম্যাচিউরিটি আরও বেড়েছে। এমন কিছু শব্দ ব্যবহার করেছেন যা এখনকার লেখকরা ব্যবহার করতেই চাননা। ওগুলো পড়তে গিয়ে নস্টালজিক হয়ে গিয়েছিলাম। এই বইয়ের যে ব্যপারটা আমার সবথেকে বেশি ভালো লেগেছে সেটা হলো প্লট। এরকম সুন্দর একটা প্লট নিয়ে এত সুন্দর একটা গল্প উপহার দেয়ার জন্য লেখককে অবশ্যই ধন্যবাদ দিতে হয়। প্রচ্ছদটাও বরাবরের মতই সুন্দর হয়েছে। যদিও প্রথম বইয়ের এবং এই বইয়ের প্রচ্ছদশিল্পী আলাদা তবুও দুটার মাঝে সামঞ্জস্য আছে ভালই। বইয়ের প্রিন্ট এবং বাইন্ডিং চমৎকার। সবশেষে একটাই কথা বলব। বাংলা সাহিত্যে এরকম বই আরো অনেক বেশি দরকার। অনেক। অন্তত আমার চাহিদা পূরণ হওয়ার মত :D
Was this review helpful to you?
or
প্রথম বইটা মোটামুটি ছিল, এই বইটা এতই খারাপ, কাহিনীর আগা মাথা নাই, কোনো কারণ ছাড়াই ফ্ল্যাশব্যাক হচ্ছে, কে কাহিনী বলছে কার দৃষ্টিকোণ থেকে কাহিনী বলা হচ্ছে তার ও কোনো ঠিক নাই। এতই খারাপ যে পুরোটা না পড়েই রেখে দিছি। তৃতীয় বইটাও কিনেছিলাম কিন্তু পড়ে শেষ করার কোনো ইচ্ছা নেই।