User login

Sing In with your email

Email Address
Password
Forgot Password?

Not Account Yet? Create Your Free Account

Send

Recipients:
Message:

Share to your friends

Copy link:

    Our Price:

    Regular Price:

    Shipping:Tk. 50

    • Size:
    • Color:
    QTY:

    প্রিয় ,

    সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
    মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?

    Please Login to Continue!

    Our User Product Reviews

    Share your query and ideas with us!

    Customer Reviews

      By Farhan Sajal

      05 Mar 2025 08:04 PM

      Was this review helpful to you?

      or

      "নি:সঙ্গতার ১০০ বছর"—সময়ের স্রোতে হারিয়ে যাওয়া এক মহাকাব্য গ্যাব্রিয়েল গার্সিয়া মার্কেসের "নি:সঙ্গতার ১০০ বছর" কোনো সাধারণ উপন্যাস নয়, এটি এক ইতিহাস, এক জাদুকরী বাস্তবতার কাব্য। ম্যাকোন্দো নামের কাল্পনিক শহর ও বুয়েন্দিয়া পরিবারকে ঘিরে এক শতাব্দীর গল্প—ভালোবাসা, ক্ষমতা, একাকীত্ব ও নিয়তির এক অবিশ্বাস্য জাল। বইটি পড়তে পড়তে মনে হয়, সময় যেন চক্রাকারে ঘুরছে, ঘটনাগুলো বারবার ফিরে আসছে, চরিত্রগুলো ভাগ্যের এক অদৃশ্য শৃঙ্খলে বাঁধা। বাস্তব ও পরাবাস্তবের এই মিশ্রণ পাঠককে এক অন্য জগতে নিয়ে যায়, যেখানে অলৌকিক ঘটনাগুলোও স্বাভাবিক বলে মনে হয়। মার্কেস দেখিয়েছেন, ইতিহাস কেবল পুনরাবৃত্তি হয় না, বরং কখনো কখনো তা নিজেরই এক প্রতিচ্ছবি হয়ে ওঠে। গল্পের শেষে যখন এক শতাব্দীর নিঃসঙ্গতা সম্পন্ন হয়, তখন বোঝা যায়, এটি শুধু বুয়েন্দিয়া পরিবারের নয়—আমাদের নিজেদের জীবনেরও প্রতিচ্ছবি। একটি অসাধারণ সাহিত্যকর্ম, যা পড়লে সময়ের বাস্তবতা ও নিঃসঙ্গতার গভীরতা নতুনভাবে উপলব্ধি করা যায়। যারা এখনো পড়েননি, তারা নিঃসন্দেহে একটি চিরন্তন সাহিত্যিক অভিজ্ঞতা থেকে বঞ্চিত!

      By Jahangir Alam

      10 Jun 2023 03:24 PM

      Was this review helpful to you?

      or

      এ উপন্যাসের মাধ্যমে মার্কেজ দেখান বুয়েন্দিয়া পরিবারের পাশাপাশি মাকন্দোর পত্তন - উত্থান আর পতন। দেখান অসংখ্য মানুষবেষ্টিত থেকেও মানুষ কতটা নিঃসঙ্গ হতে পারে। শতবর্ষব্যাপী মার্কেজ লিখে যান বুয়েন্দিয়া পরিবারের দৈনন্দিন জীবন আর পরিবারের সবাইকেই দেন চরম দূর্ভাগ্যজনক মৃত্য। আর উপন্যাসের একদম শেষ লাইনে এসে এমন এক সমাপ্তি টানেন যে পাঠক হতবুদ্ধি হয়ে যেতে বাধ্য হয়।

      By Al Amin Sarker

      05 Nov 2022 01:46 PM

      Was this review helpful to you?

      or

      নিঃসঙ্গতার একশ বছর ৬ পুরুষের একটি অসাধারণ উপন্যাস। হোসে আর্কাদিও বুয়েন্দিয়া ও স্ত্রী উরসুলা ইগুয়ারান দিয়ে শুরু আর শুয়োরের লেজ নিয়ে জন্মানো অরেলিয়ানো দিয়ে শেষ। বংশগত একটি কুসংস্কারমূলক বিশ্বাস (নিজেদের বংশের মধ্যে বিয়ে করলে) শেষ অরেলিয়ানোর মধ্যে সেটা ফুটে উঠে। সেই সদ্যজাত লেজ বিশিষ্ট নবজাতক চলে যায় পিঁপড়ের পেটে। আর বংশের প্রথম জনের ভূত বাধা পরে থাকে বাড়ির গাছের মধ্যে। হোসে আর্কাদিও বুয়েন্দিয়া ও উরসুলা ইগুয়ারান এর দুই ছেলে এক মেয়ে। ছেলে কর্ণেল অরেলিয়ানো বুয়েন্দিয়া যে যুদ্ধ করে যায় ২০ বছর ধরে। ১৭ জন আলাদা নারীর গর্ভে ১৭ জন অরেলিয়ানোর জন্ম দেয় এবং সকলেই মারা পড়ে । শৈশবের রুপার মাছ বানানোর নিঃসঙ্গ কাজেই আবার বার্ধক্য শেষ করে (রুপোর মাছ বিক্রি করে সেই রুপো দিয়ে আবার সেই মাছ, একই প্রক্রিয়া চলতেই থাকে)। ছেলে হোসে আর্কাদিও যে বাড়ি থেকে হারিয়ে যায় পরে ফিরে আসে বিশালকার দেহ নিয়ে। এই বংশের ধারা এগিয়ে যায় হোসে আর্কাদিও ও স্ত্রী রেবেকার মাধ্যমে। তারা জন্ম দেয় আর্কাাদিওর যার ঔরসে জন্ম নেয় জমজ। এবং কন্যা আমারান্তা যে মেয়েটি চিরকুমারী থেকেই মৃত্যুবরণ করে। পরিবারটির প্রত্যেকের নিঃসঙ্গতা বা একাকিত্বের সেই বেদনার ধারা পাঠক মস্তিষ্কে ও হৃদয়ে দাগ কেটে যাবে। কোন প্রজন্মে গিয়ে তারা ভুলে যায় তাদের বংশের আদি বিশ্বাস এবং কোন দুজন মিলিত হয়ে জন্ম দেয় লেজ বিশিষ্ট অরেলিয়ানো নামক নবজাতক এর জানতে হলে সম্পূর্ন বইটি পড়তে হবে। (অনুবাদ মোটামুটি অনেকগুলো লাইন ২বার করে পড়ে এর অর্থ উদ্ধার করতে হয়েছে। আর একটা বিষয়, নাম গুলো মানে বংশানুক্রমিকা দেয়া আছে কে কার সন্তান কে কার ঔরসে এই চার্ট টা একটু ভালোভাবে দেখে নিতে হবে)

      By Abid Mohammad Golam Hamid

      11 Sep 2022 11:46 AM

      Was this review helpful to you?

      or

      Valo

      By A S M Mahmudul Hasan

      19 Apr 2022 10:33 PM

      Was this review helpful to you?

      or

      great translation

      By Jakaria Jaman Leon

      21 Mar 2022 04:33 PM

      Was this review helpful to you?

      or

      মোটামুটি ভালো |

      By md nazmul

      07 Mar 2023 05:58 PM

      Was this review helpful to you?

      or

      best

      By Mohammad Ashrafur Rahman

      15 Mar 2022 09:47 AM

      Was this review helpful to you?

      or

      One of the masterpiece from Gabriel Garcia Marquez. Excellent writing, I read it all in a row. Thank you for providing such a great book.

      By Arman Hossian

      04 Jan 2020 10:38 PM

      Was this review helpful to you?

      or

      পুরো উপন্যাস জুড়ে আর্কাদিও পরিবারের অদ্ভুত, ছন্ন ছাড়া, নিঃসঙ্গ জীবন উপন্যাসে একটা বিষাদের ছায়া এনে দিয়েছে। এই উপন্যাসে পাওয়া যাবে অলৌকিকতা আর ব্যাখ্যাতীত সব ঘটনার ছোঁয়া। বুয়েন্দিয়া পরিবারের পুরুষদের কেউ রূপার কাজ করে, কেউ বা যুদ্ধবাজ, কেউ আমুদে - অলস - কামুক প্রকৃতির, কেউ বা জ্ঞানের পিপাসায় মত্ত হয়ে গোপন নথির পাঠোদ্ধারে ব্যস্ত থাকে আর নারীরা হয় পাথুরে হৃদয়ের যারা পুরুষের হৃদয় ভেঙ্গে দিতে সিদ্ধহস্ত। এমন কি এই পরিবারের সদস্যদের ইনসেস্ট পর্যন্ত করতে দেখা গেছে। এক অদ্ভুত অভিশাপের দরুন এই পরিবারের সদস্যদের বিদঘুটে, অসুস্থ জীবনধারা এই উপন্যাসের নামকে সার্থক করেছে । পাঠক যদি বিষাদ আর নিঃসঙ্গতার রাজ্যে হারিয়ে যেতে চান তবে ডুব দিতে পারেন এ উপন্যাসে।

      By Efrite Bin Taher

      07 Dec 2019 10:38 PM

      Was this review helpful to you?

      or

      বুয়েন্দিয়া নামের একটি পরিবারের সাত প্রজন্মের গল্প বলা হয়েছে এ -উপন্যাসে। দক্ষিণ আমেরিকার কোন এক দুর্গম অঞ্চলে তারা "মাকান্দো " নামে একটি বসতি স্থাপন করে। এই ভূখণ্ডে পরিবারটির সাতটি প্রজন্মের জীবন ও জীবিকা, প্রেম ভালোবাসা -রিরংসা -অজাচার, সমকালীন রাজনীতি, এবং সেই রাজনীতিতে পরিবারটির বিভিন্ন সদস্যের সম্পৃক্ততা এবং তার প্রভাব ফুটিয়ে তোলা হয়েছে৷ উপন্যাসটিতে gypsy বা বেদেদের বিশেষ করে মাকান্দো গ্রামে আসা জিপসিদের নেতা মেলকিয়াদেসের একটা বড় ভূমিকা রয়েছে৷ "বেদে " কথাটি শুনলেই আমাদের মনে যে একান্তই দেশি , সাপের-খেলা -দেখানো, নৌকায় নৌকায় দলবেঁধে ভেসে চলা মানবদলটির কথা আসে তা থেকে উক্ত জিপসিরা অনেক আলাদা। এই বুয়েন্দিয়া পরিবার ও তার গৃহকে কেন্দ্র করে গড়ে ওঠা জনপদে ইউরোপীয় মধ্যযুগের শেষের দিকের শিল্প ও বিজ্ঞান -বিল্পবের তৈজসপত্র যেমন আমদানি হয়েছে, তেমনি এরোপ্লেনের যুগ পর্যন্ত পরিবারটিকে এবং সেইসাথে জনপদটিকে পশ্চিমী ধনতান্ত্রিক সভ্যতার চরম ও পরম ভোগ এবং তাড়নার সৃষ্টি করেছে। এই লৌকিক বিন্যাসের আরেকটি উল্লেখযোগ্য দিক হচ্ছে, কেন্দ্রীয় পরিবারটি ঘিরে যতগুলো চরিত্রের আবির্ভাব হয়েছে এরা একটা নিদারুণ নিঃসঙ্গতা বা একাকিত্বের শিকার। এরা বাইরের জগতের সাথে যুক্ত হয়েও খুব নির্মমভাবে Isolated। কেন্দ্রীয় পরিবারটির প্রত্যেকটি চরিত্রই বস্তুতপক্ষে নিজ নিজ গন্ডির মধ্যে বন্ধ। যা পাঠকের স্নায়ুকোষে ঝিম ধরিয়ে দিতে সক্ষম। এই উপন্যাসের প্রতিটি চরিত্রই তাদের প্রাগৈতিহাসিক খিদে মিটিয়ে নিতে বাস্তববুদ্ধি,সময়জ্ঞান, দৈনন্দিন জীবনের ছন্দ হারিয়ে ফেলে। তাই আমি ব্যক্তিগতভাবে মনে করি, ১৮ পাঠক হলে ফিকশনটার Height এবং Depth প্রোপার অনুধাবন করতে পারবেন। উপন্যাসের লৌকিক বিন্যাসের ফাঁকে ফাঁকে আরও কয়েকটি ঘটনা বর্ণিত হয়েছে, সেগুলোকে অতিপ্রাকৃত বলা যায়। যেমন পরিবারের সবচেয়ে সুন্দরী ও অভিমানী কন্যা যখন আঙ্গিনায় ঘুরছিল, তখন কে যেন তাকে আকাশ থেকে টেনে নিয়ে চলে যায়। পরিবারের এক ছেলে যখন আলাদা বাড়িতে বন্ধ ঘরে অপঘাতে বন্দুকের গুলিতে মরলো,তখন তার রক্তের ধারা মায়ের বাড়ির দরজা পর্যন্ত গড়িয়ে এসে মৃত্যুর কথাটা জানিলে দিলো৷ এরকম আরো অনেক সুপারন্যাচারাল ব্যাপারগুলো সাহিত্যখেকো পাঠকের তরল মনে দাগ ফেলে যাবে।

    •  

    Recently Viewed


    Great offers, Direct to your inbox and stay one step ahead.
    • You can pay using


    JOIN US

    icon Download App

    Rokomari.com is now one of the leading e-commerce organizations in Bangladesh. It is indeed the biggest online bookshop or bookstore in Bangladesh that helps you save time and money. You can buy books online with a few clicks or a convenient phone call. With breathtaking discounts and offers you can buy anything from Bangla Upannash or English story books to academic, research or competitive exam books. Superfast cash on delivery service brings the products at your doorstep. Our customer support, return and replacement policies will surely add extra confidence in your online shopping experience. Happy Shopping with Rokomari.com!