User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
Was this review helpful to you?
or
মাঝে মাঝে আমাদের এমন হয়- খুব অচেনা ফুলের দারুণ সৌন্দর্যে থমকে দাঁড়াই, কোন অচেনা সুবাস আশ্চর্য সম্মোহনে মন কেড়ে নেয়, কিছু সুর খুব অদ্ভুতভাবে ভাসিয়ে দেয় ভেতর, বাহির, অন্তর... অচেনা লেখকের বইটা শেষ করার পর আমার মনে হচ্ছিল সেরকমই এক অচেনা সৌন্দর্যের অচেনা সুবাসে আমি স্তব্ধ হয়ে আছি, কি এক আশ্চর্য সুর তিনি বাজিয়েছেন প্রতিটা কবিতায়, কখনো শুরুতে, কখনো মধ্যে, কখনো শেষটায়...। সামগ্রিক শব্দের বুননে প্রতিটা প্রতিচ্ছবিই যেনো হয়ে উঠছিল আমাদের, যে আমরা ছুটছি, থমকে আছি, কিংবা ভেসে যাচ্ছি... বইয়ের নাম কবিতা হিসেবে কোন কবিতা রাখা হয়নি। কিন্তু 'জীবনের মানে'তে তিনি ঠিকই বলে দিয়েছেন, কোন জীবনকে আহবান করা হয়েছে। যে জীবনের পেছনে আমরা ছুটছি, অনন্তকাল পূর্বে কি এই জীবনই আমরা চেয়েছিলাম??- "জীবন মানে কি ছন্দপতন জীবন মানে কি ক্ষয় জীবন মানে কি ইহজীবনে বস্তুবাদের জয়? জীবন মানে কি জিডিপি বৃদ্ধি ডেমোগ্রাফিক ডিভিডেন্ট জীবন মানে কি মাইন্ড মেপিং এর কঠিন কম্পোনেন্ট? জীবন মানে কি পে ফিক্সেশন ফিনান্সিয়াল রুল জীবন মানে কি আজন্ম পাপ অবিশ্বাসের ভুল?" আচ্ছা, আমাদের কি আছে? এক ধরা-ছোঁয়া যায় দেহ, আর ধরা-ছোঁয়ার সাধ্যের বাইরের মন... অথচ দেহ কিংবা মন কোনটার নিয়ন্ত্রণ-ই আমাদের হাতে নেই! ভেবেছি সেই অসীম ক্ষমতাধর নিয়ন্ত্রকের কথা? ভাবা হয়েছে কখনো?- "তোমার দেহতে তোমার জীবন তোমাকে দেয়না ধরা বৃথাই জীবন, বৃথাই তুমি কুসুমিতা মনোহরা" 'মারিয়া' কবিতাটা পড়ার পর আমার বিস্মিত হওয়া ছাড়া কিছুই করার ছিল না! আমি কবিতাটা একবার পড়লাম, আবার পড়লাম, বারবার পড়লাম... এবং লক্ষ করলাম, এক প্রেয়সীর মুখ আমাকে অসীম মুগ্ধতা দিয়ে পাল্টে যাচ্ছে এক কবির চোখে দেখা গ্রামে! আমি পড়ছিলাম- "এই প্রথম তোমাকে দেখলাম রুপান্তির কাছে সেই তোমার গল্প শোনা আজ দেখা হলো কী স্নিগ্ধতা! অতলস্পর্শ তুমি অসীম মুগ্ধতা তোমার ক্লান্ত পথিক হেটে যেতে চোখ তুলে চায় মোহময় থমকানো হৃদয়..." 'পাখির গান' কবিতায় আমি অবাক হয়ে লক্ষ করলাম- কবি তার অসাধারণ দর্শন ক্ষমতাকে কি নিপুণভাবেই না উপমায় তুলে এনেছেন! প্রজনন ঋতুতে পুরুষ পাখিরা বাসা বাধে, স্ত্রী পাখিরা তাতে ডিম পারে, দুজনে পালা করে সেই ডিমে তা দেয়... গড়ে উঠে সুখের সংসার। কিন্তু কোকিলের বেলায়...! - "তোমরা বলো কোকিলের গান আহা! কতইনা সুকুমার তুমি কি জান কোকিলা ভেঙেছে কোকিলের সংসার!" ♣বইটা থেকে আমার অসম্ভব প্রিয় কিছু লাইন- ♦ তোমার আমার ভাষার মাঝে ব্যবধান- বিস্ময় ভাষাহীন আমি তাই মেনে নেই আমার এ পরাজয়। ♦ তুমি কেন লুটে খাও গরীবের হক লুট করো নাও দেনা তোমার বিত্ত যত সমস্ত মজুরের ঘামে কেনা ♦ একটা সুখের কবিতা লেখা হবে অপেক্ষার উত্তেজনা নিয়ে বসে আছি কলমের মুখে ভাষা নেই- ভাষাচোর শব্দ বিজ্ঞানী বঙ্গজ কবি- অবাক কবিতায় সুখ বেচে থাক হ্যা, প্রতিটি কবিতায় এরকমই সব আশ্চর্য মোহনবাশির সুর তিনি ছুঁইয়ে দিয়েছেন বানানে, ব্যাকরণে এবং সম্মিলিত শব্দের চেহারায়!!! এই বইয়ের আমার সবচে প্রিয় কবিতাটি হলো "নিষেধাজ্ঞা"। এই কবিতাটি নিয়ে আমি কিচ্ছু বলতে চাইনা, কিচ্ছু লিখতে চাই না। প্রিয় জিনিস লুকিয়ে রাখতেই আমি সুখ পাই। ধ্রুব এষের প্রচ্ছদে বইটা দেখতে যেমন সুন্দর ছিল, তেমনি দৃষ্টিসুখকর ছিল ভার্জিন রেজিন অফসেট পেপারের স্বাদ দেয়া পেইজগুলো। বাইন্ডিং, মুদ্রন আমার কাছে যথেষ্ট মানসম্মত মনে হয়েছে, যাতে এর মূল্যবান লেখাগুলো সংরক্ষিত হবার যোগ্যতা রাখে। লেখক মতিউর রহমান পেশায় বিচারক, তার লেখার সংগে আমার পরিচয় বড় বোনের মাধ্যমে। উনার সর্বাঙ্গীণ মঙ্গল কামনা করি। আমাদের এমন আরো শুভ্রতার বার্তা তার লেখায় তিনি দিয়ে যাবেন- এই কামনা।