User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
Was this review helpful to you?
or
‘গণনায়ক’ রচনায় সৈয়দ শামসুল হক উইলিয়ম শেঙ্পিয়ারের বিখ্যাত নাটক ‘জুলিয়াস সিজারে’র আশ্রয় নিয়েছেন। এ নাটকের মূলভাব প্রকাশের ক্ষেত্রে লেখকের আর কোনো বিকল্প ছিল বলে মনে হয় না। রাজনৈতিক সংস্কৃতি ও পটপরবির্তনের ক্ষেত্রে শেঙ্পিয়ারের জুলিয়াস সিজার নাটকটি যুগে যুগে ফিরে আসবে। জুলিয়াস সিজার তার অন্যতম বিশ্বস্ত সেনাপতি ব্রুটাস ও তার সহর্মীদের হাতে নির্মমভাবে নিহত হন। তারা জনগণকে বোঝাতে চেষ্টা করে, সিজারের প্রতি তাদের কম ভালোবাসা ছিল না; কিন্তু বিজয়গর্বে সিজার দিনে দিনে মারাত্মক স্বৈরাচারী হয়ে পরেন, তার হাত থেকে রোমকে রক্ষার জন্য এই হত্যাকা- ছাড়া আর কোনো বিকল্প ছিল না। কিন্তু প্রথম দিককার এই চক্রান্তকারীরা সফল হতে পারেনি তার বন্ধু ও সেনাপতি এ্যান্টনি পরিস্থিতির নাটকীয় পরিবর্তন ঘটান এবং জনগণকে বোঝাতে সক্ষম হন হত্যাকারীদের উদ্দেশ্য ভালো ছিল না; সিজারের মতো একজন জনদরদী সম্রাটকে তারা হত্যা করেছেন মূলত তাদের লোভ চরিতার্থ করার জন্য। অবশ্য এই নাটকে এ্যান্টনির ভূমিকা নিঃসন্দেহে প্রমাণ করে না যে, তিনি চক্রান্তকারী ছিলেন না। প্রতিদ্বন্দ্বীকে নির্মূল করার মাধ্যমে ক্ষমতা সুদৃঢ় করা ছিল তার প্রধান উদ্দেশ্য। গণনায়ক রচনার মূল আবলম্বন এতবেশি লেখকের সমসায়িক কালের যেখানে শেঙ্পিয়ারের মতো তিনি সরাসরি চরিত্রসমূহের নাম উল্লেখ করতে পারেননি। সিম্বলের মধ্যে কাহিনীর সত্যকে প্রকাশ করেছেন। এ নাটকে জুলিয়াস সিজারের প্রতিফলনের কথা লেখক নিজেই স্মরণ করে দিয়েছেন।কারণ শেঙ্পিয়ারের এই নাটকের আধারের মধ্যে তিনি বাংলাদেশের ইতিহাসে ঘটে যাওয়া জঘন্য ঘটনাটি তুলে ধরতে চেয়েছেন। দেশকাল ভিন্ন হলেও এ ধরনের ঘটনা যে কালে কালে এক_ তিনি তা জানাতে চেয়েছেন। আর এই আঙ্গিক ব্যবহারের ফলে নাটকটি আরো বেশি আবেদন তৈরি করতে পেরেছে। এ ক্ষেত্রে উল্লেখ করা যায়, পোস্টকলোনিয়াল চিন্তাশীলদের অন্যতম গুরু এইমে সিজায়ের শেঙ্পিয়ারের দ্য টেম্পেস্ট নাটকটি নতুন করে রচনা করেন উনেটেম্পে নামে। তিনি এই নাটকের মাধ্যমে শেঙ্পিয়ারের সৃষ্ট চরিত্রগুলোকে তার দেশকালের মধ্যে এক নতুন করে ব্যাখ্যা আরোপ করেন। সঙ্গত কারণেই সৈয়দ হকের এ নাটকের ভাষাশৈলি আগের দুটি নাটকের চেয়ে সম্পূর্ণ আলাদা; কারণ কেন্দ্রের সঙ্গে প্রান্তের ভাষা এবং রাজনীতির মৌল পার্থক্য রয়েছে।