User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
Was this review helpful to you?
or
ঐতিহাসিক বৃদরযুদ্ধের ৩১৩ জন এবং আরো ক’জন মহান সাহাবীর সংগ্রামী জীবনী।রাসূলুল্লাহ (সা:) এর মদিনায় হিজরতের দ্বিতীয়বর্ষে বদরপ্রান্তরে সংঘটিত হয় সত্য মিথ্যার প্রথম সংঘাত যা বদর যুদ্ধ নামে খ্যাত। এ যুদ্ধে সাহাবায়ে কেরামের অসামান্য আত্মত্যাগ ও মহান আল্লাহ তাআলার সাহায্যে মিথ্যার পতন ঘটেছে। যেসকল মহান সাহাবি সেই যুদ্ধে অংশগ্রহন করে তাদের বিরত্ব ও সাহসিকতার স্বাক্ষর রেখেছেন তাদের অনেকেরই নাম এবং জীবনী আমাদের অজানা। অথচ আল্লাহ তাআলা এই বদরি সাহাবিদের নামের মধ্যে আশ্চার্য ধরণের বরকত রেখেছেন। তাদের নাম উল্লেখ করে যে দোয়া করা হয় তা কবুল হয়। হযরত বুরহানে হালবির সীরাতগ্রন্থে রয়েছে, হযরত দাওয়ানি বর্ণণা করেন, তিনি হাদীসতত্ত্ববিদদের কাছ থেকে শুনেছেন, “বদরি সাহাবিদের নাম নিয়ে যে সকল দুআ করা হয় তা আল্লাহর দরবারে কবুল হয়। তাছাড়া ইহা অভিজ্ঞতা দ্বারা প্রমাণিত”। হযরত জাফর ইবনে আব্দুল্লাহ রাঃ কে তাঁ পিতা বলেছেন, “সমস্ত গুরুত্বপূর্ণ কাজে আসহাবে বদরের অসিলা নিয়ে দুআ করবে। আসহাবে বদরের আসিলায় যে দুআ করা হয় তা দ্রুত কবুল হয়”। তাঁর পিতা আরো বলেন, “যখন কেউ আসহাবে বদরের নাম নিয়ে দুআ করবে তখন তাঁকে রহমত, মাগফিরাত, বরকত ও আল্লাহর সন্তুষ্টি পরিবেষ্টন করে রাখে”। এ থেকে বুঝা যায় আসহাবে বদরের মর্যাদা কত বেশী। তাই তাদের জীবনী জানা অত্যাবশ্যক । আসহাবে বদরের জীবনী জানার জন্য মাওলানা সিরাজুল ইসলাম এর অনুবাদকৃত ” আসহাবে বদরের জীবনকথা” একটি সুন্দর বই। গ্রন্থটি মূলত প্রখ্যাত আল্লামা সুলায়মান সালমান মানসুরপুরি রঃ এর “আসহাবে বদর” ও মুফতি মুহাম্মদ আসগর কাসেমির “জঙ্গে বদর কে তিনশ তেরাহ মুজাহিদ” এই উর্দু বই দুটির সমন্বিত অনুবাদ। বিশুদ্ধ মতে, বদরযুদ্ধে সাহাবিদের সংখ্যা ৩১৩ জন। তবে কিছু সাহাবির অংশগ্রহন নিয়ে মতভেদের কারণে বদরি সাহাবিদের সংখ্যা চারশ ছাড়িয়ে গেছে। কোন সাহাবি যাতে বাদ না পরে তাই সবার জীবনী আলোচনা করা হয়েছে।
Was this review helpful to you?
or
‘আসহাবে বদরের জীবনকথা’ বইটি মাওলানা সুলায়মান সালমান মানসুরপুরি ও মুফতি মুহাম্মাদ আসগর কাসেমি এর লেখা অসাধারন একটি বই । বইটিতে ইসলামের প্রথম যুদ্ধ বদর এর যুদ্ধ নিয়ে লেখা হয়েছে । ৫৭০ খৃষ্টাব্দে হযরত মুহাম্মদ সাঃ জন্মগ্রহনের পরে তিনি ছিলেন সকলের চেয়ে অন্যরকম । তখন ছিলো পাপে পরিপুর্ন যুগ । চারিপাশের মানুষই ছিলো পাপ পঙ্কিলতায় পরিপুর্ন । সেই সময়ে জন্মগ্রহন করা হযরত মুহাম্মদ সাঃ এর চরিত্র ছিলো সকলের চেয়ে ব্যতিক্রম । তিনি ছিলেন সত্যবাদী । তার চল্লিশ বছর বয়স হওয়ার পরে তিনি নবুওয়াত প্রাপ্ত হন , তিনি যখন আল্লাহর বানী সকলের মধ্যে প্রচার শুরু করেন , গুটিকয়েক মানুষ ছাড়া সকলেই তার বিরোধিতা শুরু করে । তাদের উপরে শুরু হয় প্রচন্ড অত্যাচার । অত্যাচারে একসময়ে তারা সকলে একে একে মক্কা থেকে মদীনা শহরে হিজরত করেন । মদীনা যাওয়ার পরে মুশরিক কাফের দের সাথে যুদ্ধ হয় । মাত্র ৩১৩ জন সাহাবী , পর্যাপ্ত অস্ত্র ও উট ঘোড়া ছাড়াই লড়াই করে হাজার মুশরিকের সাথে । এই যুদ্ধ বদর প্রান্তে সংঘটিত হয়েছিল তাই এটিকে বদরের যুদ্ধ বলা হয় । এই ঐতিহাসিক যুদ্ধ নিয়ে লেখা বইটি প্রথম প্রকাশিত হয় ২০১৭ সালের ফেব্রুয়ারি মাসে । বইটি অনুবাদ করেছেন মাওলানা সিরাজুল ইসলাম । বইটি প্রকাশিত হয় মাকতাবাতুল ইসলাম প্রকাশনী থেকে এবং এর প্রকাশক আবু আনাস মুহাম্মাদ গানীম । প্রচ্ছদ করেছেন কাজী যুবাইর মাহমুদ । বইটি তে বদরের যুদ্ধের প্রথম থেকে পর্যায়ক্রমে সকল কথাই তুলে ধরা হয়েছে , ঠিক কি কি কারনে তা সংঘটিত হয়েছিল তা থেকে শুরু করে যুদ্ধের পরিনতি পর্যন্ত সকল কিছুই লেখা হয়েছে বইটি তে যা পাঠকদের এই ঐতিহাসিক যুদ্ধ সম্পর্কে জানতে সহায়তা করবে ।