User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
Was this review helpful to you?
or
বুক রিভিউ বই:অরোরা টাউন লেখক:নুরুন নাহার লিলিয়ান শিখা প্রকাশনী চিত্রকল্প,এক কথায় অসাধারণ কথাসাহিত্য।তিনি লিখেছেন অরুনিমা আযাদকে নিয়ে।উপন্যাসের প্রধান চরিত্র অরুনিমা।পড়ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে।অনার্স শেষ করার পর জাপানের হোক্কাইডো বিশ্ববিদ্যালয়ে মাস্টার্স করার সুযোগ হয় অরুনিমার।বাংলাদেশের সামাজিক প্রেক্ষাপটে একজন অবিবাহিত মেয়ের জন্য যা অনেক কঠিন!পিছনে লোকে কত কথা বলে।অরুনিমা থেমে থাকেন নি।লোকের কথায় কি আসে যায়!জীবন আমার, বেঁচে থাকার আদিম নেশায় পৃথিবীতে মানুষের বসবাস।অরুনিমা এগিয়ে চলেন সামাজিক প্রতিবন্ধকতা কে দূর করে।জাপানে পাড়ি দিয়ে পড়াশুনা শুরু করেন। প্রবাস জীবন,ভিন্ন সংস্কৃতির সাথে পরিচয় হয় অরুনিমার।জীবন যুদ্ধের নিয়তির সাথে নিজেকে জয়ী করার ইচ্ছাই;অরুনিমার পথ চলা এগিয়ে চলতে থাকে জীবনের পথে।লেখক চমৎকারভাবে গেঁথেছেন শব্দ দিয়ে অরুনিমাকে।বাঙালি প্রবাসীদের হৃদয়ে দেশের জন্য যে হাহাকার তা উঠে এসেছে এই উপন্যাসে।পাপন নামের একটি চরিত্রের মাধ্যমে লেখক বুঝিয়েছেন মুখোশের আড়ালে লুকিয়ে থাকা নষ্ট মানুষদের।পিংকির স্ট্রাগল,যাপিত জীবনের যত বিরহ-বেদনা, সুখ-দুঃখ, মানুষের নিঃসঙ্গতা নান্দনিকতায় ছুঁয়েছে হৃদয়।অরুনিমাকে অনেক ভাল লেগেছে। মুগ্ধতা নিয়ে পড়েছি প্রতিটি লাইন।পড়তে শুরু করলে শেষ না করে উঠতে ইচ্ছে হবে না!শব্দচয়ন মনের ভাবনাকে নাড়িয়ে দিয়েছে। অরুনিমাকে নিয়ে অনেক কিছুই লিখার আছে।কিন্তু লিখছি না!অরুনিমার অদ্ভুত শূন্যতার জীবন নিয়ে জানতে হলে আপনাকে অরোরা টাউন পড়তে হবে।এই উপন্যাসে যেমন রয়েছে শিক্ষণীয় বিষয়,তেমনি রয়েছে বিরহ-বেদনা, রোমান্টিকতা।সবচেয়ে মজার বিষয় হলো ৯৫ পৃষ্ঠার এই বইটি পড়ে আপনি বাংলাদেশে থেকেও তিন ঘন্টার জন্য জাপান ভ্রমণ করতে পারবেন।নতুন নতুন অভিজ্ঞতা অর্জন করতে পারবেন।দশ নাম্বার থেকে ৮ পাবার যোগ্যতা রাখে এই "অরোরা টাউন''।চলুন পাঠক আমরা জাপান ভ্রমণ করে আসি!অরুনিমার সাথেও দেখা হয়ে যাবে জাপানের অন্যরকম পরিবেশে! ~সাইফুল ইসলাম ১৫.১২.২০১৭
Was this review helpful to you?
or
একজন বাঙ্গালী মধ্যবিত্ত পরিবারের মেয়ে অরুণিমা সমস্ত বাঁধা বিপত্তি অতিক্রম করে একা সুদূর জাপান পাড়ি দেয় উচ্চশিক্ষার উদ্দেশ্যে। সম্পূর্ণ নতুন এক পরিবেশে একাকিত্ব ঘিরে ধরে তাকে ,সাথে থাকে নানা প্রতিকূলতা,।আর যুক্ত হয় অর্থনৈতিক সমস্যা। এরই মধ্যে এক জাপানী যুবক মাসাহিকোর বন্ধুত্ব প্রবাস জীবনের সংকটকে কিছুটা লাঘব করে অরুণিমার। আরও যুক্ত হয় ইশিকাওয়া, আকিকো নানা চরিত্র।কতটা ধৈর্য, সাহস আর বুদ্ধির অধিকারী এই মেয়ে তা এই উপন্যাস না পড়লে জানা অসম্ভব।উপন্যাসের শেষ দিকে নাদভী নামক বাঙ্গালী এক যুবকের সাথে অরুণিমার বিয়ে এক চমকপ্রদ মাত্রা যোগ হয়েছে।
Was this review helpful to you?
or
"অরোরা টাউন" অসাধারণ একটি উপন্যাস। ধন্যবাদ লেখক Nurun Nahar Lilian আপনাকে এত সুন্দর একটি উপন্যাস লেখার জন্যে!!!!
Was this review helpful to you?
or
বই একজন পাঠকের মনের খোরাক। একজন লেখকের দিন রাত্রি এক করে হাজারো কষ্টকে মেনে নেওয়ার ফসল একটি বই। সেই লেখক যদি একজন মহিলা হোন তাহলে তাঁর স্বামী সংসার সামাল দিয়ে পুরুষ লেখকদের চাইতে দশগুণ কষ্টভোগ করে তারপর একটি উপন্যাসকে বইয়ে রূপ দেন। একজন সম্মানিত মানুষ কখনও একজন লেখকের লেখাকে অসম্মান করবেন না । কটুক্তি করে তাঁকে ছোট করার চেষ্টা করবেন না। এখানে লেখা কিছু রিভিউ আমাকে খুবই মর্মাহত করেছে। একজন লেখক অনেক সম্মানের সমাজ , দেশ ও পৃথিবীর কাছে। কারণ এই লেখালেখির মুরোদ আল্লাহ্ সবাইকে দেননি। তবে কারো অধিকার নেই রিভিউ লেখার বক্সে তাঁকে , তাঁর লেখাকে অসম্মান করার।তাঁর লেখা ভাল না লাগলে ইগনোর করুন।কটুক্তি করা কোন ভাল মানুষের লক্ষণ নয়। যে একজন লেখক তথা নারীদের সম্মান করতে জানে সে নিজের পরিবার আর দেশের মানুষদের সম্মান করতে জানে।