User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
Was this review helpful to you?
or
A great book about the war of independence. One should read it if they wish to know about war from an eye witness.
Was this review helpful to you?
or
বই: ফিরে দেখা ১৯৭১ জনরা: অাত্মজীবনি লেখক: মেজর অালী ওয়াকিউজ্জামাস (অব.) প্রকাশনী: বাংলার কবিতা প্রকাশন প্রকাশ কাল: বইমেলা ২০১৭ পৃষ্ঠা: ৭২ প্রচ্ছদ: রাজিব রায় মুদ্রিত মূল্য: ২০০ টাকা কাহিনী সংক্ষেপ: বাঙালিরা পাকিস্তান সৃষ্টির জন্য অনেক করেছেন কিন্তু পাকিস্তান সৃষ্টি হওয়ার পর পূর্ব ও পশ্চিম পাকিস্তানের মধ্যে বৈষম্য ছিল চোখে পরার মত। ১৯৭০ এর নির্বাচনে বাঙালিদের জয়ে পাকিস্তান সরকার যেন অারো হিংস্র হয়ে উঠল। অাস্তে অাস্তে সেই হিংস্রতা রূপ নেয় সেই ভয়াল মুক্তিযুদ্ধে। ১৯৭১ সালের মার্চ মাস, অালী ওয়াকিউজ্জামান তখন সিলেট সরকারি কলেজের ছাত্র। তার বাবা দীর্ঘ ২৮ বছর সামরিক বাহিনীতে থাকার সুবাদে তিনি দুই বাংলার মানুষের জীবনের তফাৎ দেখেছেন নিজ চোখে। ৭ মার্চের সে ঐতিহাসিক ভাষণের পর থেকে তাদের পরিবারেও ভয়াবহ দুর্যোগের দিন শুরু হয়। পাকিস্তানী সেনাদের হাত থেকে বাঁচার জন্য শুরু হয় পলাতক জীবন। একসময় সীমানা পেরিয়ে অাশ্রয় নেয় ভারতের এক শরণার্থী শিবরে। সেখান থেকে সীমান্তরক্ষাকারীরা তাদের তুলে দেয় করিমগঞ্জের এক বাসে। করিমগঞ্জের একটা মাদ্রাসায় তাদের অাশ্রয় মিলে। সেখানে অবস্খানকালে প্রচন্ড ঘৃণা থেকে জন্ম নেয়া প্রতিশোধের অভিপ্রায় হানাদারের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর সীদ্ধান্ত নেয়। পড়ন্ত এক বিকেলে মা-বাবার কাছ থেকে বিদায় নিয়ে করিমগঞ্জের বাইরে এক রিক্রুটিং সেন্টারে অাসেন। যেখানে ছাত্র- যুবকদের রিক্রুট করা হচ্ছে হায়েনাদের মোকাবিলা করার জন্য। নিজেও সেই লাইনে দাঁড়িয়ে যায়। এরপর একের-পর এক সংগ্রাম অার যুদ্ধের মধ্যে কাটে ন'মাস। যেখানে নিজ জীবন বাজি রেখে এক একটা অপারেশন করেছেন। কখনো সাহসিকতা দেখাতে গিয়ে লিডারের ধমক খেয়েছেন। অাবার একই সাথে বাহবা পেয়েছেন। সে সব ভয়াবহ দিনের স্মৃতিচারণ করে লেখা তার ফিরে দেখা ১৯৭১..! নিজস্ব মতামত: মুক্তিযুদ্ধের নানা গল্প কেবল লেখকের কল্পনাপ্রূসত ফল। বাস্তবতার অালোকে লেখা হলেও সেসব গল্পে থাকে বেশির ভাগই কল্পনার অাশ্রয়। স্বাধীনতার ৪৭ বছর পর এসে সরাসরি মুক্তিযোদ্ধাদের কাছ থেকে গল্প শোনা খুবই দূরহ ব্যাপার। কিন্তু কোন লেখক যিনি সরাসরি যুদ্ধে অংশ নিয়েছেন তার নিজের মুখের স্মৃতিচারণা জানার সুযোগ নষ্ট করতে না চাইলে বইয়ের পাতায় লেখকের সাথে ঘুরে অাসতে পারেন বাস্তব অভিজ্ঞতার ভয়াল '৭১ এর দিনগুলোতে। মুক্তিযুদ্ধ মানেই অামার অতি পছন্দের জনরা। অার বাস্তব কাহিনী নির্ভর এ বইটা তাই একটু বেশিই প্রিয়।