User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
Was this review helpful to you?
or
#রকমারি_বইপোকা_রিভিউ_প্রতিযোগিতা বইঃ ফোড়া ফাটাইতে চাই ধরণঃ ছড়া-কবিতা লেখকঃ মোহাম্মদ কামরুজ্জামান প্রচ্ছদঃ ধ্রুব এষ প্রকাশনীঃ অন্যপ্রকাশ রকমারি মূল্যঃ ২১৩ বইটির উৎসর্গ পত্রঃ "আমার মা-কে। মা শিখিয়েছেন, যে সহে সে রহে। আর আমার প্রয়াত বাবা-কে। ছেলেবেলায় যখন খুব রাগ উঠত বাবা তা নিয়ে হাসিঠাট্টা করতেন। রাগে গা জ্বলে যেত। শেষটা হতো এমন যে কাঁদতে কাঁদতে হাসছি।" রিভিউ নং- ০৫ঃ প্রথমেই বলতে হয় কবিতার বইয়ের রিভিউ দেওয়াটা মোটামুটি একটা ভয়ংকর ব্যাপার। ঠিক কোথা থেকে শুরু করা হবে তা নির্ধারণ করাটা বেশ মুশকিল। উপন্যাসের বইগুলো নিয়ে খুব সুন্দর করে গুছিয়ে রিভিউ লেখা যায়, ঔপন্যাসিক স্বয়ং এই কাজটা সহজ করে দেন। কিন্তু কবিতার রিভিউ... প্রচুর ভাবতে হয়.!! কবি তার কল্পনার চিত্র নিজের মত করে সবার কল্পনায় ঢুকিয়ে দিতে চান, যারা পারেন তারাই সফল.!! আজাইরা কথা না বলে বই প্রসঙ্গে যাওয়াটাই ভালো; , "ফোড়া ফাটাইতে চাই" বইটা কিনেছিলাম শুধুমাত্র নাম দেখে। এটা যে কবিতার বই সেটাও আমার জানা ছিলো না... ব্যাপারটা অনেকটা এমন, দেখলাম-ধরলাম-কিনলাম-বাড়ি নিয়ে এলাম.!! , বইটাতে ছোটবড় সব মিলিয়ে ৯৮ টি ছড়া-কবিতা রয়েছে। এক একটি ছড়ার ভাব সেকি! বিস্তর বর্ণনা... বইটি হাসির ছড়া ও ছড়া-কবিতার বই হলেও ছোটদের জন্য নয়। বড়দের জন্য.!! বই কখনো কাউকে খারাপ বানায় না, প্রতিটা খারাপ বইয়েও কম করে একটা ভালো বার্তা থাকে.!! সেই বার্তাটাকে ধরতে পারলেই বই পাঠ সফল.!! আর হ্যা, আমার মতো বাচ্চারা দূরে থাকো দাম্পত্য জীবনের টানাপোড়ন, স্বামী-স্ত্রীর খুনসুটি, চলতি ঘটনা, সমাজের অসঙ্গতি, রাজনৈতিক ভুলক্রুটি, বিভিন্ন পেশাজীবী মানুষের সুখ দুঃখ, বিচিত্র জীবনবোধ, সমাজের হালচাল, নারী অধিকার কি নেই বইটিতে সেটাই শুধু আমাকে ভাবায়.!! নির্মল হাস্যকৌতুকের মাধ্যমে আবার তীর্যক শ্লেষ ও ব্যাঙ্গের মাধ্যমে বইটিতে কর্মব্যস্ত একঘেয়ে জীবনে একপশলা নির্মল বিনোদনের যোগান দিয়েছেন বইটির লেখক/কবি.!! ফোড়া ফাটাইতে চাই ছড়া-কবিতাটির নামানুসারে বইটির নামকরণ করা হয়েছে। প্রত্যেকটি কবিতাই পাঠকের কল্পনাকে জীবন বোধের চরম পর্যায়ে পৌঁছে দেওয়ার ক্ষমতা রাখে.!! "বিয়েশাদি এই জীবনে কর নি তো ভায়া, কেমন করে বুঝবে তবে দুনিয়াদারির মায়া.? কষ্টে আছ.? তবে শুনো প্রাণিবিদ্যায় অনার্স করা মাইনুদ্দিন জানায়, সম্প্রতি সে জব পেয়েছে ঢাকা চিড়িয়াখানায়। জবটা তাকে বেকারত্বের গ্লানি থেকে বাঁচায়, কাজ কিছু না- বাঘ সেজে তার থাকতে হবে খাঁচায়। ঘুসের হয়রানি.? ঘুস খেয়ে যেই প্রশ্ন করি একা একা আয়নাকে, জবাব আসে ওপাশ থেকে এই দেশে ঘুস খায় না কে.! জীবনের ভুল, মেয়েদের গল্প, আরো সমস্যাদের চক্র! আদু মিয়ার ঘুম আসেনা রাতের বেলা শুলে ছয় বছরেও পরিবারের হয়না ছেলেপুলে। পরিবারকে পিরের কাছে নিয়ে গেল আদু, অমনি ঘরে বাচ্চা এল- দেখ পিরের জাদু। আবার আদুর মনটা খারাপ, যেমন ছিলো আগে ছেলেটা তার দেখতে কেমন পিরের মতই লাগে। (বই থেকে কিছু ছড়া-কবিতার একত্রে কাটছাঁট ভার্সন) এমন বিচিত্র সব ছড়া-কবিতায় বইটি এক্কেবারে ঠেসেঠুসে রয়েছে। আপস করবে বইয়ের সাথে.? এমন নয়কো কোনো পাঠক, পড়া শেষে বইয়ের মেসেজ হৃদয়ে করে ধারণ.!! এই বইয়ে ছড়িয়ে-ছিটিয়ে থাকা বার্তাগুলো কী কী.? জানতে হলে পড়ুন... হেপি রিডিং :)