User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
Was this review helpful to you?
or
প্রতিভা প্রকাশ এর বই মানেই নির্বাচিত বই। অসাধারণ একটি উপন্যাস।
Was this review helpful to you?
or
এই বইটি আমার কাছে অসাধারণ লেগেছে আপনি ও পড়তে পারেন
Was this review helpful to you?
or
এ সময়ের সুন্দর একটি উপন্যাস
Was this review helpful to you?
or
কালো বুটের বার বার লাথি খেয়েও যে চোখ কখনো বিন্দুমাত্র লাল হয়নি, সেই চোখ কত সহজেই ভিজে উঠলো। মার সিঁথির কাছে এক গাছি চুল পেকে গেছে! চোখের নিচে কালো দাগ, চামড়া যেন মাংস থেকে ছেড়ে দিয়েছে। দীর্ঘ পাঁচ বছর তিন মাস পর বাড়ি ফিরছি। ব্যস্ত শহর, তবুও কি শূন্য মনে হচ্ছে। পরিবর্তনহীন নগরের এই গলিতে হাঁটছি আমি। সেই একই এঁকে বেঁকে যাওয়া পিচঢালা পথ ধরে বাড়ি ফেরা। কত বছর পর বাড়ি ফিরছি! বহুদিন পর বাড়ি ফিরছি আমি। অনেক বদলে গেছে বাড়িটা। হাঁটতে হাঁটতে চোখে পরল দেয়াল ঘেঁষে যে আম গাছটা আকাশ ছোয়ার স্পর্ধা নিয়ে বড় হয়েছিল, বহু প্রাচীন এই গাছটা কোন এক কাল বৈশাখীর ঝড়ের রাতে ভেঙ্গে গেছে। দরজার ওপাশে কেউ একজন আমার অপেক্ষার প্রহর গুনছে। দরজায় টোকা দিয়েই ডেকে উঠলাম, মা! যে দরজায় এতদিন আমার স্পর্শ ও মা ডাকের মধুর কণ্ঠস্বর ছিল না। যে দরজার শিকলে, কব্জায় মরচে পরে গেছে, আজ কত সহজেই ক্যাঁচ ক্যাঁচ শব্দে খুলে গেলো। যেন একটি অবুঝ সন্তান দাঁড়িয়ে আছে মায়ের সামনে!
Was this review helpful to you?
or
জনপ্রিয় ধারায় বইটি লেখা হলেও বেশ টান টান মায়া আছে লেখার প্রতিটি লাইনে।
Was this review helpful to you?
or
দীর্ঘ পাঁচ বছর তিন মাস পর বাড়ি ফিরছি আমি। ব্যস্ত শহর তবুও কী শূন্য মনে হচ্ছে। যখন বাড়িতে পৌঁছেছি তখন সন্ধ্যা। রাস্তায় হলুদ লাইটপোস্ট জ্বলে উঠেছে। শো শো বাতাস বইছে। পরিবর্তনহীন নগরের এই গলিতে হাঁটছি আমি। সেই একই এঁকে বেঁকে যাওয়া পিচঢালা পথ ধরে বাড়ি ফেরা। কত বছর পর বাড়ি ফিরছি! দরজার ওপাশে কেউ একজন আমার অপেক্ষার প্রহর গুনছে। দরজায় টোকা দিয়ে ডেকে উঠলাম, মা! যে দরজায় আমার স্পর্শ ও মা ডাকের মধুর কণ্ঠস্বর ছিল না। যে দরজার শিকলে, কবজায় মরচে পরে গেছে, আজ কত সহজেই ক্যাচ ক্যাচ শব্দে খুলে গেল। যেন একটি অবুঝ সন্তান দাঁড়িয়ে আছে মায়ের সামনে। কালো বুটের বারবার লাথি খেয়েও যে চোখ কখনো বিন্দুমাত্র লাল হয়নি, সেই চোখ কত সহজেই ভিজে উঠলো। মা’র সিঁথির কাছে একগাছি চুল পেকে গেছে! চোখের নিচে কালো দাগ। চামড়া যেন মাংস থেকে ছেড়ে দিয়েছে। বহুদিন পর বাড়ি ফিরছি আমি। অনেক বদলে গেছে বাড়িটা। হাঁটতে হাঁটতে চোখে পড়ল দেয়াল ঘেঁষে, যে আমগাছটা আকাশ ছোঁয়ার স্পর্ধা নিয়ে বড় হয়েছিল। শ্যাওলা পড়েছিল। বহু প্রাচীন সেই গাছটা কোনো এক কালবৈশাখী ঝড়ের রাতে ভেঙে গেছে।