User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
Was this review helpful to you?
or
যারা মূঘল ইতিহাস পছন্দ করেন, তাদের জন্য অসাধারণ বই
Was this review helpful to you?
or
নিকোলাও মানুচি, বাড়ি থেকে পালিয়ে এক জাহাজে করে চলে এসেছিলেন ভারতবর্ষে। তখন তিনি কিশোর। তারপর থেকে গেলেন এই ভূখন্ডে, অনেকগুলো দিন। সফর করেছেন প্রায় পুরো ভারত, করেছেন বিভিন্ন কাজ। সেই সবের স্মৃতিচারণ করে লেখা এই বই। মানুচি যখন ভারতবর্ষে আসেন, তখন সিংহাসনে সম্রাট শাহ্জাহান। তিনি তখন বৃদ্ধ। শাহজাদা দারাশুকো যেন পিতার ছায়া। সেই দারার গোলন্দাজ বাহিনীতেই চাকরী নেন মানুচি। বই শুরু হয় মানুচির বাড়ি ছাড়া, পারস্য পেরিয়ে মোগল ভারতে আসার বয়ানে। তারপরেই তিনি দারার গোলন্দাজ বাহিনীতে অন্তর্ভুক্ত হন। দারার বিরুদ্ধে আওরঙ্গজেবের যুদ্ধের বিস্তারিত বর্ণনা দিয়েছেন মানুচি যা ছিল তার নিজের জীবনের প্রথম যুদ্ধ। দারা পরাজিত এবং নিহত হলে আওরঙ্গজেব মানুচিকে চাকরী দিতে চাইলে তিনি অস্বীকৃতি জানান। এবং চিকিৎসা শাস্ত্র শিখতে শুরু করেন। ঘুরে বেড়ান পুরো ভারত। তার নিজস্ব অভিজ্ঞতা লিপিবদ্ধ করেছেন তার স্মৃতিকথায়। এখানে আছে সেকালের ভারতের মানুষের কথা, মোগলদের কথা, পর্তুগীজ কলোনির কথা এবং ধীরে ধীরে বেড়ে ওঠা ইংরেজ আগ্রাসনের কথা।
Was this review helpful to you?
or
‘মানুচির চোখে মোঘল ভারত’ ইতালীয় বিখ্যাত পর্যটক নিকোলাও মানুচি এর লেখা ভারতের মোঘল সম্রাজ্যের কিছু সময়ের উপর লেখা অসাধারন একটি বই । পর্যটক নিকোলাও মানুচি ১৬৩৯ সালে ভেনিসে জন্মগ্রহন করেন । তিনি তার ছোটবেলা থেকেই ছিলেন কৌতুহলী আর উদ্যমী । তিনি অনেক অল্প বয়সেই ভারতে আসেন । তিনি ভারতে আসার পর বিভিন্ন সময়ে বিভিন্ন পদমর্যাদায় ছিলেন মোঘল দরবারের সাথে যুক্ত । তিনি তার এই মোঘলদের সাথে জড়িত থাকা সময়ে লিখেছিলেন এই বইটি তখনকার মোঘল সম্রাজ্যের খুটিনাটি ও চক্রান্তের বিশদ ব্যাপার নিয়ে । তার এই পান্ডুলিপি থেকে প্রকাশিত বইটি বাংলাতে অনুবাদ করেছেন আনোয়ার হোসেইন মঞ্জু । বইটি প্রকাশিত হয় ২০১৭ সালের ফেব্রুয়ারি মাসে । বইটির প্রকাশনা সংস্থা নালন্দা প্রকাশনা সংস্থা এবং এর প্রকাশক রেদওয়ানুর রহমান জুয়েল । প্রচ্ছদ করেছেন এ কে আজাদ । নিকোলাও মানুচি চৌদ্দ বছর বয়সে তার ভেনিস এর বাড়ী থেকে পালিয়ে যান , একটি জাহাজে উঠে পড়েন সকলেও দৃষ্টি এড়িয়ে । সেই জাহাজে করেই তিনি ভারতের মাটিতে পা রাখেন একদম একা । তিনি ছিলেন প্রচন্ড মেধাবী এবং তার ভাগ্য ও তার অনুকুলে ছিল , তিনি শাহাজাদা দারা এর বাহিনীতে গোলন্দাজ হিসেবে কাজ শুরু করেন । তিনি দারার মৃত্যু পর্যন্ত তার বাহিনী তে কর্মরত ছিলেন ,পরবর্তীতে তাকে আওরঙ্গজেব এর বাহিনী তে যোগদানের কথা বলা হলেও সে অস্বীকৃতি জানান এবং সেনাবাহিনীর চাকরি ছেড়ে দিয়ে চিকিৎসা পেশায় যুক্ত হন । এভাবেই তিনি বিভিন্ন সময়ে চতুরতার সাথে মৃত্যুমুখ থেকে ফিরে এসেছেন এবং জীবনযাপন করেছেন । তার এই কাহিনী নিয়েই তিনি লিখেছেন এই বইটি । মোঘল ভারত সম্পর্কে জানতে আগ্রহী পাঠকদের কথা চিন্তা করেই প্রকাশ করা হয়েছে বইটি , যা পাঠকদের মন জয় করে নিতে সক্ষম হবে বলে নিশ্চিতভাবে বলা যায় ।