User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
Was this review helpful to you?
or
নৈর্ঋত! নৃ!! নায়ক বাংলাদেশ সিভিল সার্ভিসের কর্মকর্তা, গল্পের পার্শ্বচরিত্র গুলোও তেমনই। গল্প গুলোও দেশের এখান-সেখানের। থ্রিলার, দেশী, কিন্তু দাঁতভাঙা না, আবার দুর্বল গাঁথুনিও নেই। সহজ ভাষায় সহজ বিষয়, আর গল্প শেষে বিস্ময়!! বাংলা থ্রিলার প্রেমীদের জন্য সুখপাঠ্য। এই লেখকের আরও নতুন লেখার অপেক্ষায় থাকাই যায়।
Was this review helpful to you?
or
নৈর্ঋত। থ্রিলার? বৈজ্ঞানিক কল্পকাহিনী? গোয়েন্দাকাহিনী? অ্যাডভেঞ্চার ফ্যান্টাসি? চাইলে যেকোন ক্যাটাগরিতে ফেলে দেয়া যায়। সেদিন ঘুমানোর সময় মোবাইলে ফ্লাশলাইট জ্বেলে ঢুলুঢুলু চোখে যেই না প্রথম গল্পটা শেষ করলাম, ঘুমটুম সব কই গিয়ে লুকালো আল্লাহ মালুম! নেহায়েতই সকালে উঠতে হবে বলে দুচোখের পাতা এক করেছিলাম। তারপর যখন সিলেটগামী কালনী এক্সপ্রেসে চেপে বসলাম, হাতে সময় নিদেনপক্ষে সাত ঘন্টা, আমাকে আর পায় কে! আশেপাশের মনোমুগ্ধকর দৃশ্যভেদ করে ট্রেন এগিয়ে চলে, আমি এগিয়ে চলি বইয়ের পাতায়! নড়াইল থেকে বগুড়া হয়ে সুন্দরবন! খাগড়াছড়ির পার্বত্য এলাকা থেকে সিলেট, কিংবা টাংগুয়ার। কখনো কোন সাইকো, কখনোবা হাজার বছরের পুরানো কোন প্রত্বতত্ত, কোন পৌঢ় বিজ্ঞানী কিংবা দৈত্যাকৃতি ভয়াল কোন সৃষ্টি, গোগ্রাসে গিলেছি! বই কিংবা লেখকের নাম নয়, লেখাই যে আসল জিনিস ২০১১/১২ তে কেনা নাজিমউদ্দিন-এর "নেমেসিস", ২০১৫/১৬ তে কেনা প্রদীপ দেব-এর "প্রথম দেখা আমেরিকা"র পর তা আবার প্রমাণিত! Jason Billam নামের এক ব্রিটিশ ট্রাভেলারের সাথে সেদিন সুনামগঞ্জ থেকে ফিরছিলাম। একথা সেকথা হয়ে হঠাৎ জেসন বলে উঠল "Your democracy is too young, way young compared to other countries like ours. Give it some time, you guys are doing ok!" জেসনের "ডেমোক্রেসি" শব্দটা আমি মেটাফরিক্যালি নিয়েছি। অন্য যে কোন মানদন্ড দিয়ে সেটাকে প্রতিস্থাপিত করে ফেলা যায়। এবং আমার মনে হয় অনেকাংশে আমাদের "ডুয়িং ওকে" পার করে ম্যাচিউরিটিও শুরু হয়ে গিয়েছে! উদাহরণ দিয়ে বলি, বাচ্চাকাল থেকে থ্রিলার টাইপ বইপত্রের ভক্ত আমি। তিন গোয়েন্দা থেকে মাসুদ রানা কিংবা ফেলুদা, যদি কখনো তারা বাংলাদেশে আসত, তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করতাম সে সময়গুলো! আর খুব করে মিস করতাম বাংলাদেশের প্রেক্ষাপটে লেখা এমন আরো গল্প। দেশের দক্ষিণ ভাগ তেমন একটা যাওয়া পরেনি। তবে গত ছয় বছরে নিজের মতন করে চষে বেড়িয়েছি সিলেট বিভাগ, আর বড় হয়েছি বগুড়া শহরে। "নৃ" কে অনেকাংশেই তাই কল্পনা করে নিতে পেরেছি নিজের মাঝে। আমার মতন মোটামাথার মানুষকেও কল্পনা করতে বাধ্য করেছেন, লেখকের বড় সার্থকতা বইকি! যে কারো বই পড়বার অভ্যাস থাকলে মাস্ট রিকমান্ডেড। বইটার যে কিছু জিনিস এক্সেপশনাল লেগেছে তার মাঝে আছে, -বইয়ে থাকা ৬টা গল্পের মাঝে অনলি একটাতে "খুন" বিষয়টা ছিল। গোয়েন্দা কাহিনী কিংবা থ্রিলার মানুষ খুন ছাড়া লেখাটা ঠিক সহজ কাজ নয়! -এখন পর্যন্ত একটা কাহিনীতেও মেইন ক্যারেক্টার ঢাকায় আসে নাই! -লেখায় বোরিংনেস নাই বললেই চলে। -অনেক আজগুবি ঘটনাকেও ফিনিশিং দিয়ে বিশ্বাসযোগ্য করে তোলা হয়েছে। মোহাম্মদ তালুত একজন বিসিএস ক্যাডার। দেশের সিভিল সার্ভিসে যখন এমন ভার্সেয়াটাইল মানুষজন থাকে, সুড়ঙ্গ শেষে কেউ ক্ষীণ আশার আলো দেখলে আমি দোষ দিতে পারিনা তাকে!!