User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
Was this review helpful to you?
or
আব্দুল মান্নান সৈয়দ সাহেবের ২৮ টি গল্প সংকলিত হয়েছে গল্প সমগ্র বইটিতে। সম্পূর্ণ বইটিকে মূলত দুটি ভাগে বিভক্ত করা যায় - গ্রন্থিত এবং অগ্রন্থিত। দুটি অংশেই ১৪ টি করে গল্প আছে। প্রতিটি গল্পই আলাদা আলাদা করে আলোচনা করার মতো বৈশিষ্ট্যে ভরপূর। আজকের আলোচনা বইটার প্রথম অংশ অর্থাৎ অগ্রন্থিত গল্পগুলো নিয়ে। পাঠ সংক্ষেপ প্রথমেই যে গল্পটি আছে তার নাম "রুমু রানি রোজি"। অবসরপ্রাপ্ত আফজাল সাহেবের স্ত্রী তিন তিনটে বিবাহযোগ্য মেয়ে থাকা সত্বেও পুত্র সন্তানের জন্ম দিতে গিয়ে পৃথিবীর পাঠ চুকিয়েছেন। তরুণ চিকিৎসক সালাহউদ্দিন কে তার মৃত্যুর জন্য দায়ী করে তিন মেয়ে। সালাহউদ্দিন নিজেও অদ্ভুত দ্বন্দ্বে ভোগে। অপরাধবোধ থেকে মুক্তি পেতে আফজাল সাহেবের কোনো একটি মেয়েকে বিয়ে করতে চায় সে। কি হয় তারপর? দ্বিতীয় গল্পটির নাম ছবির মতো। জামান সাহেবের স্ত্রী বুলবুল এক লম্বা দাম্পত্য জীবনের পর ক্যানসারের কাছে হার মেনে বিদায় নিয়েছেন। নিজের মায়ের সাজানো সংসারে পুতুল নিয়ে আসে শরিফকে জামান সাহেবের স্ত্রী হিসেবে। কিন্তু গল্পটাকি শুধু এতটুকুই? আশ্বিন কার্তিক গল্পের প্লট গড়ে উঠেছে এক সফল গল্পকারকে নিয়ে। শামীম রেজা চমৎকার গল্প লেখেন, তার পাঠকের সংখ্যা নেহাত কম নয়। তবুও তিনি পালাতে চান, চান হুট করে হারিয়ে যেতে। যখন ফুটে উঠল তারা গল্পটি এক ষাটোর্ধ সফল ব্যবসায়ীর গল্প। সবকিছু যেনো ঠিকই আছে কিন্তু তবুও কেনো যেনো জীবন নদীতে হাবুডুবু খাচ্ছেন তিনি। ছবি ও মানবী গল্পটি গড়ে উঠেছে এক চিত্রশিল্পী মনস্তাত্বিক টানাপোড়েনের কাহিনী নিয়ে। গল্প ১৯৭৩ কে বলা যায় একটি প্রবন্ধ মুখর গল্প। সাধারণ গল্পের মতো নয়। তবুও কি অসাধারণ নৈপুণ্য বর্ণনায়। জোৎস্নায় ভূত গল্পটি অদ্ভুত এক সম্পর্ককে কেন্দ্র করে আবির্ভূত হয়েছে। আজীবনের বিশ্বস্ত চাকর ইদ্রিস হুট করেই কেনো খুন করলো তার প্রিয় নাজমা আপাকে? পঞ্চেন্দ্রিয় গল্পটি একজন প্রবীণ অধ্যাপকের গল্প। ভদ্রলোক হটাৎ করেই তার ইন্দ্রিয়গুলো কর্মহীন করতে চান। আবার হটাৎ করেই হয়ে ওঠেন ইন্দ্রিয় সচেতন। পুরনো কবিতা গল্পটিও যেনো কিছুটা এরকমই। প্রফেসর আলী আকবরের একটি দিন গল্পটির মূল চরিত্র প্রফেসর আলী অবসরের পর একজন ঘরকুনো মানুষে। এক কলেজের ইন্টারভিউ বোর্ডে গিয়ে তার ভেতরে টানাপোড়েনের সৃষ্টি হয়। মনে পরে কিছু পুরনো কথা। বিকেলের নক্ষত্র গল্পটিতে ও আছে এমন এক নিঃসঙ্গ মানুষের কিছুটা অন্য রকম গল্প। "গল্পকার কে নিয়ে গল্প" তে ফুটে উঠে অবক্ষয়ী এক গল্পকারের সমাজের সাথে মিশে যাওয়ার এক গল্প। এই গল্পগুলো ছাড়াও এই অগ্রন্থিত অংশে ভাদ্রের একটি দিন এবং আত্মতাড়িতেরা নামক আরো দুটো গল্প আছে। তবে সেগুলো একটু এডাল্ট টাইপ। তাই অগুলো স্কিপ করে গেছি। ব্যাক্তিগত অভিমত আব্দুল মান্নান সৈয়দ সাহেবের গল্পগুলোর প্লট আপাত দৃষ্টিতে বেশ সাধারণ মনে হলেও প্রতিটি গল্পই অসাধারণ। প্রতিটি গল্পের বর্ণনা শৈলী অদ্ভুত আকর্ষনীয়। মানব মনের অলিগলির সন্ধান পাওয়া যায় তার গল্পগুলোতে। প্রতিটি গল্পের মোড় ঘুরিয়েছেন কি অসাধারণ নৈপুণ্যে। এতো সাধারণ প্লটের গল্পগুলো কিভাবে যে মনের মধ্যে এতটা হাহাকার, এতটা আকাঙ্ক্ষা সৃষ্টি করতে পারে তা ভদ্রলোকের লেখা না পরলে আমি বোধ হয় বুঝতে পারতাম না। নতুন পাঠকেরা ওনার লেখা খুব একটা বুঝতে না পারলেও সাহিত্য বোদ্ধাদের বেশ পছন্দ হবে ওনার লেখা।
Was this review helpful to you?
or
গল্পসংগ্রহ।। আবদুল মান্নান সৈয়দ।। প্রচ্ছদঃ সাঈদ বারী।। মূল্যঃ ৪৯৫.০০টাকা মাত্র।। প্রকাশকঃ সূচীপত্র।। প্রথমবারের মতো আবদুল মান্নান সৈয়দ-এর ‘গল্পসংগ্রহ’ প্রকাশিত হল সূচীপত্র থেকে, যেখানে স্থান পেয়েছে আঠাশটি গল্প। সংগ্রহটি গ্রন্থিত ও অগ্রন্থিত দুটি পর্বে বিভক্ত। গ্রন্থিত অংশে ‘জলপরি’, ‘কে তুমি’, ‘চোখ’ ইত্যাদিসহ তাঁর বিভিন্ন প্রকাশিত গল্পগ্রন্থ থেকে ১১টি গল্প নেয়া হয়েছে। আর অগ্রন্থিতভাগের গল্প- যেগুলো এই প্রথম মলাটবন্দি হচ্ছে। তাই পুরোনো বিখ্যাত গল্পগুলোর পাশাপাশি একগুচ্ছ অগ্রন্থিত গল্পে পাঠক নতুনত্বের আস্বাদ পাবেন। তবে গল্পের বয়ানে ও বুননে নিজস্ব অন্তরবাস্তবিক কুশলতা চিরচেনা মান্নান সৈয়দকে মনে করিয়ে দেয়।