User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
Was this review helpful to you?
or
#গল্প_এতটুকু__ বুঝলেন আমি হলাম আনিস, আমি বেশ একটা বাউন্ডুলে টাইপের। ইনকাম সোর্স আমার বড় বোন, নিউ ইয়র্ক থাকে। মিলি, মেয়েটা ভারি অদ্ভুত। রাতের বেলা পুকুরে গোসল করবে। আমাকে বসে বসে পাহারা দিতে হবে। এই এখনো বসে আছি। মিলি একেবারেই আস্তে আস্তে নিঃশব্দে নেমে গেল পানিতে। আমি বসে আছি... আচ্ছা ততক্ষণ একটা গল্প বলি। সময়টা তখনকার, আমি রোজ পার্ককে যেতাম। পার্কে বসে বসে মানুষ দেখতে ভালো লাগে। তিন ক্যাটাগরির মানুষ আসে এখানে। স্বাস্থ্য সচেতন গ্রুপ, কাপল গ্রুপ, আর ফটোগ্রাফার গ্রুপ। হাল যুগে ফটোগ্রাফারের অভাব নেই.. হাতের যন্ত্রটাতে একটা একটা করে ক্যামেরা লাগানোতে আজ শয়ে শয়ে ফটোগ্রাফার! এদের কান্ড কারখানা দেখে সময় ভালোই কাটত আমার । এভাবেই পরিচয় হয় কানা এরশাদের সাথে। চোখ তার ঠিকই আছে, শুধু রাজনীতি করে বলে কানা উপাধি লাগানো। সে একটা মেয়েকে নিয়ে আসত, তবে এরা সিরিয়াস...! একদিন যেচে পরিচিত হতে আসল ওরা। বুঝলেন, তারপর মেয়েটার এতদিন বিয়ে হয়ে গেল। কানা এরশাদের কোনো অনিয়ম নেই রোজ পার্কে আসত, শুধু দার্শনিক টাইপ হয়ে গেল। সময় ভালোই যাচ্ছিল। একদিন কানা এরশাদকে পেলাম না পার্কে। সময়ও বেশ হলো। আরেকটু পরে এখানে নিশিকন্যা দের ভীর জমবে। সেটা মোটেও দেখার দৃশ্য না। কিন্তু সেসময় একটা ধবধবে সাদা বিড়াল লাফিয়ে কোলে এসে বসল। পুরো সাদা, শুধু একটা কান কালো। জানেন বিড়ালটা ঠিক মানুষের মত কথা বলল আমার সাথে, নাম মিস্টার টম। বিড়ালটাকে আমি দেখেছি, একটা ছবির থিম এই বিড়াল.. কিন্তু ছবি থেকে বিড়াল বেড়িয়ে আসবে? আমি ভেবেছিলাম হয়ত কিছুটা সাবকনশিয়াস মাইন্ডের কাজ হবে, কিন্তু পরের ঘটনাগুলো বিপরীতে ইশারা করল। আমার পুর্বের প্রেমিকা প্রিয়ন্তির প্রত্যাবর্তন পহয়েছে। আমি তার প্রতি আর আকর্ষণ অনুভব করছি না। আমকর প্রিয় কবি স্বকৃত ঠাকুর। তার পরবর্তী বই বের হবে কিছু দিনের মাঝে, নাম "স্বকৃত ঠাকুর মারা গেছেন!" নামটা বেশ অদ্ভুত, তার থেকেও অদ্ভুত এই কবি। তার আসল নাম কেউ জানে না। আমি প্রকাশনীতে গিয়ে খোঁজ নিয়েও দেখেছি, উনার সন্ধান পেলাম না। এদিকে এক আজব মানুষের দেখা পেলাম, সব সময় একই জামা কাপড় পরে থাকে, লম্বা লম্বা চুল.. রাস্তায় রাস্তায় ছবি ঘুরে ঘুরে স্কেচ আঁকে। প্রথম দিন দেখি একটা মেয়ের ছবি আঁকছে, মেয়েটাকে আমি আবার দেখি পেপারে। মেয়েটা আত্মহত্যা করেছে। একদিন লোকটা এক ঝালমুড়ি ওয়ালার ছবি আঁকে, সেও আত্মহত্যা করে..... আমি ঠিক বুঝতে পারি, লোকটা যার ছবি আঁকে তারাই আত্মহত্যা করে। এদিকে আমি স্বকৃত ঠাকুরের পরিচয় পেলাম, কিন্তু সেটা আরেকটা রহস্য দিয়ে গেল আমায়। ছবি আঁকার খাতা, বাঁধাই করা। নাম "ৎ".... তারপর আমার আর মিলির কিই বা হলো? কি হলো আমার সাইক্রবয়েটিস্টের. বা মিষ্টার টম নামের বিড়ালটার কাহিনী কি? বলব? থাক...আমার কাহিনী টা নাহয় বই তেই পড়বেন...! #বইটাতে_ভালো_লাগা_যা_কিছু__ বইটা প্রথম পুরুষে লেখা। এধরনের লেখা পড়ার আগ্রহ সবার থাকে!!..সেই হিসেবে বইটা বেশ সুখপাঠ্য। বাচন ভঙ্গি বেশ ভালো। আমার সবচেয়ে ভালো লেগেছে শেষটা.. অনেক লেখকই শেষটা ঠিক সময়মত টানতে পারে না.. এই বইটা একদম সঠিক জায়গাতে ইতি টেনেছে। আরেকটু বাড়ালে হয়ত ভালো লাগত না..(একান্তই নিজস্ব মন্তব্য)। গল্পের প্রবাহ বেশ স্মুথ। বইটাতে যেসব রহস্য টেনেছে তা একেবারেই সহজ সরল ভাষায়। কিছু জায়গাতে হাস্যরসবোধ জাগিয়েছেন... সে জায়গাগুলো ভালো লেগেছে। প্রচ্ছদ টা বেশ সুন্দর.. #বইটার_ভালো_না_লাগা__ চরিত্রগুলোর ওপর আরেকটু করে ফোকাস করলে ভালো হত । প্রথম দিকে গল্পের প্রবাহ যথেষ্ট কম ছিল...এবং ১৭ পেইজে গিয়ে ধুম করে কাহিনী শুরু হয়ে গেল আর থামেনি। এরকম হওয়া উচিত ছিল প্রথম টুকুও! #মতামত____ বইটা পড়তে গিয়ে আমার বারবার মনে হয়েছে হুমায়ূন আহমেদের কথা। উনার লেখায় হুমায়ূন স্যারের প্রভাব লক্ষ্যনীয়। অনেকের মনে হতে পারে লেখার স্টাইলটা কপি করা, তারা ভেবে দেখুন, হুমায়ূন স্যারের অধিকাংশ বই ই চরিত্র নির্ভর, সাথে অসাধারণ গল্পের প্রবাহ। এখানেও অনেকটা সেরকম প্রতিফলন হলেও এটাতে লেখক ইশতিয়াক প্রতিফলিত। তবে কেন হুমায়ূন স্যারের প্রসঙ্গ টানা হলো? বড় ব্যাপার লেখকদের প্রায় সবাই স্যারের ভক্ত। তার প্রভাব তাদের লেখায় প্রতিফলিত হয়। অন্যদিকে আমরা পাঠকরা হুমায়ূন স্যারের লেখনীকে একটা স্ট্যান্ডার্ড ধরে নিয়েছি আর সেটা দিয়েই বিচার করি লেখকের লেখা.... সে হিসেবে এই বইটার বেশ কিছুটাই স্যারের লেখার সাথে তুলনাযোগ্য! অতএব বেশি বাক্যব্যয় না করে বসে পড়ুন পড়তে.... এক বসাতে শেষ করার উপর্যুক্ত একটা বই।