User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
Was this review helpful to you?
or
দর্শনের কিচ্ছুই নাই। স্বীয় মস্তিষ্কপ্রসুত ভাবনামলের ডায়রিয়া... বাতুলপ্রলাপ.. কেউ পড়লে পড়ে দেখতে পারেন, তবে তার আগে বা পরে অবশ্যই ভারতীয় ও বিদেশী দার্শনিক ও লেখকদের লেখা পড়ে নেবেন। নিতান্তপক্ষে শারীরিক বা মানসিক অন্ধ না হলে পার্থক্যটা বুঝতে পারবেন।
Was this review helpful to you?
or
বিজ্ঞানের বিভিন্ন শাখা যেমন— পদার্থবিদ্যা, জীববিদ্যা, জ্যোতির্বিদ্যা, রসায়ন, গণিত, আইসিটি ইত্যাদির উপর বাংলাদেশে প্রচুর বই লেখা হয়েছে। বলা যায়, গত দুই দশকে আলী ইমাম, জাফর ইকবাল, কায়কোবাদ স্যারদের থেকে শুরু করে হাল আমলের চমক ভাইয়ারা এখনো এইসব বিষয়ে মৌলিক ও অনূদিত বই প্রকাশ করে চমক দেখিয়েই চলেছেন। কিন্তু যেগুলো মানবাত্মার খোরাক—চিত্রকলা, সাহিত্য, সংগীত কিংবা সামাজিক বিজ্ঞানের আর অন্য শাখা—ইতিহাস, রাজনীতি, অর্থনীতি সেইসব বিষয়ে কি লিখিত হয়েছে কোনো বই? সোজাসুজি উত্তর—না। হলেও তা টেক্সটবুক, যা একঘেয়ে এবং সর্বসাধারণের উপযোগী নয়। ফলে, এইসব বিষয়ে প্রাথমিক ধারণার জন্য যুগ যুগ ধরে পশ্চিমবঙ্গের লেখকদের কাছেই হাত পাততে হয়েছে আমাদের। মনে হয় এই অভাববোধ থেকেই পিনাকী ভট্টাচার্য এগিয়ে এসেছেন। ভারতীয় দর্শন, বাংলার ইতিহাস, পশ্চিমা চিত্রকলার উপর বই লিখে তিনি চমকে দিচ্ছেন আমাদের। তাঁর এই বইগুলো— 'মন ভ্রমরের কাজল পাখায়', 'সোনার বাংলার রূপালী কথা', 'ভারতীয় দর্শনের মজার পাঠ' সর্বস্তরের উপযোগী করে লেখা। সহজ-সাবলীল ভাষা এবং যতিচিহ্নের মারপ্যাঁচমুক্ত স্পষ্ট বাক্য। ফলে, একেবারে তরলও নয় আবার কাষ্ঠকঠিনও নয়। বারো বছরের কিশোর থেকে সত্তর বছরের বৃদ্ধ—আগ্রহী সকল পাঠকের চাহিদা মেটায় এই ধারার বইগুলো। আর তাঁর ভাষায় 'এক বসাতেই' সত্যি সত্যিই পড়ে ফেলা যায় বইগুলো। আমি চাই, তিনি এই ধারার আরো বই লিখুন। অন্য লেখকেরাও এগিয়ে আসুক এই ধরনের রচনায়। এখনো অনেক বিষয় যেমন— সঙ্গীত, অর্থনীতি, রাজনীতির মতো অনেক শাখাতে আমাদের কোনো পরিচয়মূলক বই-ই নেই। এবং যেসব বিষয়ে আছে তা-ও খুব সীমিত —হাতেগোনা দুই-একটা। কামনা করি, মানবিক/কলা এবং সামাজিক বিজ্ঞানের বিভিন্ন শাখায় বই রচনার রেনেসাঁ ঘটে যাক বাংলাদেশে।