User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
Was this review helpful to you?
or
‘শান্তি সমৃদ্ধি এবং সৌভাগ্যের পরশমনি’ বইটি গোলাম মওলা রনি এর লেখা একটি বই । গোলাম মওলা রনি বাংলাদেশের একজন অতি পরিচিত নাম । তিনি বাংলাদেশ জাতীয় সংসদের নবম সংসদে এমপি নির্বাচিত হন । তিনি তার খোলামেলা বক্তব্য, সাবলীল উপস্থাপনা ও পত্র পত্রিকায় প্রকাশিত ব্যতিক্রমী কলামের জন্য বাংলাদেশের সর্বত্রই ব্যপকভাবে পরিচিতি লাভ করেছেন । তিনি অনেক আলোচনা সমালোচনার মধ্য দিয়ে গেলেও তার চিরচায়িত ভঙ্গিতে লেখালেখি চালিয়ে গিয়েছেন । তার কোন বক্তব্য অথবা লেখালেখি অনেক সময়েই বাংলাদেশের টক অব দ্য কান্ট্রিতে পরিনত হয়েছে । এইসকল কারনে তিনি বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে অন্যতম আলোচিত ব্যক্তিত্ব । পেশাগত জীবনের বিচিত্র অভিজ্ঞতা , আধুনিক শিক্ষা ও প্রকৃতি প্রদত্ত মেধা ও মননশীলতা নিয়ে তিনি তার মনের ভাব বিভিন্নভাবে ব্যক্ত করেছেন বিভিন্ন সময়ে । ব্যবসা-বাণিজ্যে সফলতা লাভের পাশাপাশি বিভিন্ন জনকল্যাণ কর্মকাণ্ড শুরু এবং সেই পথ ধরেই জাতীয় রাজনীতিতে প্ৰবেশ। পটুয়াখালী জেলার দশমিনা-গলাচিপা উপজেলাদ্বয় নিয়ে গঠিত সংসদীয় আসনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়নে তিনি এমপি হন । তার লেখা এই বইটি প্রথম প্রকাশিত হয় ২০১৭ সালের ফেব্রুয়ারি মাসে । বইটি প্রকাশিত হয় অনন্যা প্রকাশনী থেকে এবং এর প্রকাশক মনিরুল হক । প্রচ্ছদ করেছেন ধ্রুব এষ । লেখক নিজে তার কর্মকান্ডের পাশাপাশি অনেক বিষয়ে চিন্তা ভাবনা করে থাকেন , আর সে চিন্তা থেকে আসে তার বই । এই বইটি তে তিনি বিভিন্ন বিষয়ে লিখেছেন , আছে ধর্মীয় লেখালেখি , সাম্প্রতিক রাজনীতি সহ অনেক কিছুই । এই বইটির সকল প্রবন্ধই পাঠকদের ভাবাবে , বুঝাবে অনেক কিছুই । অসাধারন কিছু শিক্ষামুলক প্রবন্ধের স্বাদ পেতে চাইলে অবশ্যই পড়তে হবে গোলাম মওলা রনী এর লেখা শান্তি সমৃদ্ধি এবং সৌভাগ্যের পরশমনি বইটি ।