User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
Was this review helpful to you?
or
‘আঙুলের কঙ্কাল’ বইটির লেখক সাজ্জাদ হোসেন শিহাব । তার প্রাতিষ্ঠানিক নাম মোঃ সাজ্জাদ হোসেন । তিনি জন্মগ্রহন করেন ১৯৮৮ সালের ১৪ অক্টোবর । তিনি রাজশাহী জেলার বাগমারা এর একডালায় জন্মগ্রহন করেন । তিনি পড়াশোনা করেছেন বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ে । এর পরে পড়েছেন পাবনা টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ , বাগমারা মহাবিদ্যালয় ও একডালা উচ্চ বিদ্যালয় এ । লেখক এর লেখা কয়েকটি বই প্রকাশিত হয়েছে । তার মধ্যে আছে নিশির আঁধার , সহমরনের চিতায় উপন্যাস ও কাব্যগ্রন্থ আছে হৃদয়ের গহিনে বাজে বীন । এছাড়াও তিনি টেক্সটাইল এর উপরেও লিখেছেন বই ,যার মাঝে রয়েছে ইন্ট্রোডাকশন টু টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং , জেনারেল টেক্সটাইলস এন্ড এপারেল মার্চেন্ডাইজিং । তার লেখা গল্পের বই আঙুলের কঙ্কাল বইটি প্রথম প্রকাশিত হয় ২০১৬ সালের ফেব্রুয়ারি মাসের একুশে বইমেলায় । বইটি প্রকাশিত হয় দেশ পাবলিকেশন্স প্রকাশনী থেকে এবং এর প্রচ্ছদ করেছেন মোস্তাফিজ কারিগর । জীবনের বিনির্মাণে বহু পর্যবেক্ষণ দিতে হয় সময়ের কাছে। কিন্তু 'শকুনের কবলে' গল্পটি পড়ে পাঠকের মনে হবে এ কী বলছেন লেখক! অথবা কী বোঝাতে চাইছেন। জটিল এক বাস্তব দাঁতকে ভেঙে গুঁড়িয়ে দিয়েছেন লেখক, পাঠকের স্নায়ু ফুঁড়ে বের হয়ে যাবে গল্পটি। জীবনবোধের ভেতর খ- খ- চিত্র তার অন্য গল্পটিতে দেখা যায় যেমন 'ভেলকি', সত্যিই গল্পকার এক আশ্চর্য 'ভেলকি' পাঠকের সামনে উন্মোচিত করেছেন। মানুষের জীবন থেকে ক্রমাগত বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে অন্য মানুষ। অথবা আমরাই দেয়াল তুলে দিচ্ছি সম্পর্কের সূত্রগুলোতে। তেমনি একটি গল্প স্বাভাবিকতার অভিপ্রায়। এইরকম কয়েকটি অসাধারন গল্পের সমন্বয়ে প্রকাশিত হয়েছে আঙুলের কঙ্কাল বইটি । অসাধারন কয়েকটি ভিন্ন ধারার গল্পের স্বাদ পেতে চাইলে পড়তে হবে এই বইটি ।
Was this review helpful to you?
or
জীবনের চোরাগলিতে শান্ত এক প্রজাপতির ডানায় ভর করে লেখক সাজ্জাক হোসেন শিহাব তার 'আঙ্গুলের কঙ্কাল' বইটিতে নতুন এক সুর এনেছেন। লেখকের প্রয়াস ছিল সিরিয়াস সাহিত্য করার, কিন্তু কোথায় গিয়ে জানি বার বার মনে হয়েছে অস্থির অথবা সুস্থির নন গল্পকার। জীবনের বিনির্মাণে বহু পর্যবেক্ষণ দিতে হয় সময়ের কাছে। কিন্তু 'শকুনের কবলে' গল্পটি পড়ে পাঠকের মনে হবে এ কী বলছেন লেখক! অথবা কী বোঝাতে চাইছেন। জটিল এক বাস্তব দাঁতকে ভেঙে গুঁড়িয়ে দিয়েছেন লেখক, পাঠকের স্নায়ু ফুঁড়ে বের হয়ে যাবে গল্পটি। জীবনবোধের ভেতর খ- খ- চিত্র তার অন্য গল্পটিতে দেখা যায় যেমন 'ভেলকি', সত্যিই গল্পকার এক আশ্চর্য 'ভেলকি' পাঠকের সামনে উন্মোচিত করেছেন। মানুষের জীবন থেকে ক্রমাগত বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে অন্য মানুষ। অথবা আমরাই দেয়াল তুলে দিচ্ছি সম্পর্কের সূত্রগুলোতে। তেমনি একটি গল্প স্বাভাবিকতার অভিপ্রায়। গল্পকারের নাম গল্পটি আরো ঋদ্ধ হতে পারত। বোদ্ধা পাঠক তরুণের কাজের মূল্যায়ন করবে এমন আশা রাখা যায়। অথচ সময়হীন সময়ে পাঠকই পারবে বইটি পড়ে তার অন্তরে স্থান দিতে। স্রোতের অনুকূলে অথবা প্রতিকূলে বাস করে যেমন সময়কে ধরা যায় না, তেমন সাজ্জাক হোসেন শিহাবের প্রয়াসটুকু খুব ভালো লেগেছে। 'আঙ্গুলের কঙ্কাল' বইটি বর্তমান পাঠকদের এক নতুন বোধের ভেতর দিয়ে অবগাহন করার ক্ষমতা রাখবে বলে আশা করা যায়। গল্পকারের ভাষার এক আশ্চর্য প্রবণতা লক্ষ্য করার মতো। ছোট বাক্যবিন্যাস। সেই সঙ্গে রহস্যময় বাক যা সচেতন পাঠককে তীব্রভাবে নাড়া দেবে। পঠন, পাঠনে ঋদ্ধ করে লেখক যদি আরো প্রয়াস চালান গল্পের জমিনে সেখানে সোনালি ধান ফলবে তাতে সন্দেহ নেই। আশা করা যায় গল্পকার নিজেকে আরো বিনির্মাণ করে আরো কেন্দ্রীভূত গল্প আমাদের উপহার দেবেন। গল্পকারকে সাধুবাদ জানাই। -সালেহ বায়েজীদ,কথাসাহিত্যিক