User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
Was this review helpful to you?
or
‘উন্নত জীবন’ বইটির লেখক ডঃ মোহাম্মদ লুৎফর রহমান । লেখক এর জন্ম ১৮৯৭ সালে যশোর জেলার পারনান্দুয়ালী গ্রামে । তার শিক্ষাজীবন শুরু হয় হাজীপুর নিম্নমাধ্যমিক বিদ্যালয়ে । এর পরে তিনি মাগুরা শহরে উচ্চ ইংরেজী বিদ্যালয়ে ভর্তি হন । এন্ট্রান্স পাস করেন ১৯১৫ সালে । উচ্চশিক্ষার জন্য তিনি কলকাতায় যান , হুগলী মহসিন কলেজে উচ্চমাধ্যমিকে ভর্তি হন । কলকাতায় টেলর হোস্টেল এ থাকাকালীন অবস্থায় তিনি সাহিত্যের প্রতি মনযোগী হন । এতে তার লেখাপড়ার মধ্যে আকর্ষন কমে যায় যার ফলে তিনি অকৃতকার্য হন ।পরে তিনি কিছুকাল শিক্ষকতা করেন , এর পরে তিনি চিকিৎসা সেবায় নিয়োজিত হন । লেখক তার জীবনে প্রথমে কবিতা লেখা শুরু করলেও তিনি পরে প্রবন্ধ, উপন্যাস , শিশুতোষ সাহিত্য , ছোটগল্প ইত্যাদি সকল কিছুই লেখা শুরু করেন । তার লেখা উন্নত জীবন বইটি প্রথম প্রকাশিত হয় ২০১৭ সালের অমর একুশে বইমেলায় । বইটি প্রকাশিত হয় উৎস প্রকাশনী থেকে এবং এর প্রকাশক মোস্তফা সেলিম । প্রচ্ছদ করেন মোস্তাফিজ কারিগর । মানুষ পৃথিবীতে আসে কিছু নির্দিষ্ট দায়িত্ব পালন করতে । মানুষ এর জীবন বাধা থাকে একটা চক্রের মাঝে । একমাত্র মানুষই পারে পৃথিবীকে সুন্দর রাখতে । মানূষের জীবন এর নানান বিষয় মাথায় রেখে কিভাবে জীবন কে গড়ে তোলা যায় সেই বিষয় সকলেরই জানা দরকার । লেখক এই বইটি তে মানুষ এর সকল ধরনের চারিত্রিক বিষয়ের উপরেই আলোকপাত করেছেন । মহত্ব, ভালোবাসা যেমন স্থান পেয়েছে তেমনি পেয়েছে ক্রোধ ইর্ষা সহ সকল কিছুই । লেখক এছাড়াও ধর্মের নানান বিষয় নিয়েও লিখেছেন কারন চরিত্র গঠন এর জন্য ধর্ম একটি অন্যতম নিয়ামক । লেখক এর এই বইটির দিক নির্দেশন কে অনুসরন করলে সমৃদ্ধ জীবনের অধিকারী হবে মানুষ । মানব জীবন এর বিজয় এর নিশান উড়াতে উন্নত জীবন বইটি অবশ্যই গুরুত্বপুর্ন ভুমিকা পালন করতে পারবে তা নির্দিধায় বলা যায় । পাঠকদের জন্য অত্যান্ত জরুরী ও উপকারী দিক নির্দেশনা দেওয়া হয়েছে বইটি তে যা পাঠকদের জীবনে চলার পথে অনেক কাজে লাগবে ।
Was this review helpful to you?
or
বিখ্যাত লোকের চরিত্রে অমুক গুণটি ছিল না বলে তুমি তাঁদের বদস্বাভাবটি অনুকরণ করো না। তাঁদের যদি এ দোষ না থাকতো, তা হলে জগতে আরো বেশি উপকার করতে পারতেন। সদগুণগুলি অনুসরণ না করে, তাঁদের বদঅভ্যাসগুলি অনুকরণ করাতে গৌরব নাই। চাঁদে কলঙ্ক আছে বলে কে কবে নিজের দেহকে কলঙ্কিত করে? - ডা. মোহাম্মদ লুৎফর রহমান, উন্নত জীবন //রিভউ: এম.এস,আই খান, জানুয়ারি, ২০১৯।//