User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
Was this review helpful to you?
or
‘মুজতবা কথা’ বইটির লেখক সৈয়দ মুর্তাজা আলী । লেখক এর জন্ম ১৯০২ সালের ১ জুলাই সিলেটের করিমগঞ্জ শহরে জন্মগ্রহন করেন । তিনি তার সুদীর্ঘ জীবনে রাজশাহী বিভাগের ডিভিশনার কমিশনার হিসেবে কর্মরত ছিলেন । অবসর গ্রহন এর পরেও তিনি নানান কর্মকান্ডের সাথে জড়িত ছিলেন । তিনি ডিস্ট্রিক্ট গেজেটিয়ার উপদেষ্টা পরিষদের প্রথমে সদস্য ও পরে সভাপতি পদে আসেন । তিনি দুইবার বাংলা একাডেমীর সভাপতি পদে ছিলেন । মৃত্যুকালে তিনি ছিলেন বাংলাদেশ প্রেস ইন্সটিটিউটের চেয়ারম্যান । তিনি বাংলা একাডেমী পুরষ্কার পেয়েছেন । মৃত্যুর পরে তিনি মরণোত্তর স্বাধীনতা পদক পান । তার লেখা মুজতবা কথা বইটি প্রথম প্রকাশিত হয় ২০১৭ সালের অমর একুশে গ্রন্থমেলায় উৎস প্রকাশনী থেকে । বইটির প্রকাশক মোস্তফা সেলিম । প্রচ্ছদ করেছেন মোস্তাফিজ কারিগর । মুজতবা আলী ছিলেন বাংলা সাহিত্যের একজন উজ্জ্বল নক্ষত্র । তিনি জন্মগ্রহন করেন ১৯০৪ সালের ১৪ সেপ্টেম্বর । তিনি বাংলা সাহিত্যে প্রায় এককভাবে তুলে দিয়েছেন রসের পাত্র । অন্য ধারার লেখক দের সাথে তার পার্থক্য অনেক । অন্যরা শুধু পরিবেশন করেছেন রস , অপরদিকে তিনি সৃষ্টি করেছেন । তার লেখালেখির ভান্ডার বিশাল । তিনি লিখেছেন অনেক শাখায় । কিন্তু তিনি এত লেখালেখি করে থাকলেও আত্মজীবনী লিখেন নি কখনোই । যার ফলে তার জীবন সম্পর্কে নানান জিজ্ঞাসা অজানাই ছিল পাঠকদের । এর জন্যই তার অগ্রজ এই বিষয়ে আগ্রহী হয়ে লিখেছেন এই বইটি । তিনিও বাংলার সাহিত্যের সাথে জড়িয়ে ছিলেন ওতপ্রোতভাবে । লেখক এর নিজের ভাই ছাড়া তার জীবন সম্পর্কে আর কে বেশী ভালো বলতে পারবে । তাই সৈয়দ মুজতবা আলী এর ভাই সৈয়য় মুর্তজা আলী এর লেখা এই অসাধারন জীবনী মুলক বইটি যারা মুজতবা আলী সম্পর্কে জানতে চান তাদের জন্য অসাধারন একটি বই তা নিঃসন্দেহে বলা যায় ।