User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
Was this review helpful to you?
or
‘চাঁদের পাহাড়’ বইটি লেখক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় । লেখক একজন অতি পরিচিত লেখক । তার নাম শুনেনি এমন পাঠক কাউকে পাওয়া যায় না । লেখক এর জন্ম ১৮৯৪ সালের ১২ সেপ্টেম্বর বাংলা ১৩০১ সনের ২৮শে ভাদ্র। তিনি তার মামার বাড়ি কঁচরাপাড়ার কাছাকাছি মুরাতিপুর গ্রামে জন্মগ্রহন করেন । শিক্ষাগ্রহন করেছেন নিজের গ্রামে ও অন্য গ্রামের পাঠশালায়। পরে বনগ্রাম উচ্চ ইংরেজি বিদ্যালয়ে। ১৯১৪ খ্রি. ম্যাট্রিক, ১৯১৬-তে আই.এ. এবং ১৯১৮ খ্রি. ডিস্টিংশনে বি.এ. পাশ করে এম.এ. এবং ল্য-ক্লাসে ভর্তি হন। কিন্তু পড়া অসমাপ্ত রেখে প্রথমে জাঙ্গীপাড়ার স্কুলে ও পরে সোনারপুর হরিনাভি স্কুলে শিক্ষকতা করেন। মাঝে কিছুদিন গোরক্ষিণী সভার প্রচারক, পরে খেলাৎ ঘোষের বাড়িতে সেক্রেটারি, গৃহশিক্ষক এবং এস্টেটের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার-রূপে কাজ করলেও আমৃত্যু শিক্ষকতা করেন।একুশ বছরের দিনলিপি, ছোটোগল্প, ভ্ৰমণকাহিনি এবং কিশোর-সাহিত্য রচনা করেন। তার লেখা “দৃষ্টিপ্ৰদীপ’, ‘আরণ্যক’, ‘ইছামতী’, ‘কিন্নরদল, প্রভৃতি অন্যতম প্রশংসিত গ্রন্থ । তার লেখা চাঁদের পাহাড় বইটি প্রথম প্রকাশিত হয় ১৯৩৭ সালে । পরবর্তীতে উৎস প্রকাশনী থেকে প্রকাশিত হয় ২০১৭ সালের অমর একুশে বইমেলায় । বইটির প্রকাশক মোস্তফা সেলিম ও এর প্রচ্ছদ করেছেন মোস্তাফিজ কারিগর । চাঁদের পাহাড় লেখক এর লেখা একটি বহুল প্রকাশিত বই । লেখক এর এই বইটি তার লেখা মৌলিক বই ,অর্থাৎ কোন অনুবাদ বা কিছু নয় । তবে অনেকে এটিকে অনুবাদ মনে করে ফেলেন কারন বইটির কাহিনী সাজানো হয়েছে আফ্রিকার বিভিন্ন অঞ্চল এ এবং এর জন্য সাহায্য নেওয়া হয়েছে কয়েকজন জনপ্রিয় ভ্রমনকারীর নানান তথ্যের । লেখক এর লেখা উপন্যাসটি বহুদিন ধরেই পাঠকদের মন জয় করে আসছে । এখন ও এটি এর ব্যতিক্রম হবে না তা নির্দিধায় বলা যায় ।