User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
Was this review helpful to you?
or
‘সাঁঝের ভোগ’ বইটির লেখক দীনেশচন্দ্র সেন । তিনি জন্মগ্রহণ করেন ১৮৬৬ সালের ৩ নভেম্বর মানিকগঞ্জ জেলার বগজুরি গ্রামে। তাঁর পৈতৃক নিবাস ঢাকা জেলার সুয়াপুর গ্রামে । দীনেশচন্দ্র সেন জগন্নাথ স্কুল থেকে এনট্রান্স, ঢাকা কলেজ থেকে এফ.এ পাস করেন। ১৮৮৯ সালে বি.এ ডিগ্রি লাভ করেন।তিনি কর্মজীবন শুরু করেন সিলেটের হবিগঞ্জ স্কুলে । পরে তিনি কুমিল্লার শম্ভুনাথ ইনস্টিটিউশন ও ভিক্টোরিয়া স্কুল এর প্রধান শিক্ষকের পদে যোগদান করেন। ১৮৯০-এ কুমিল্লা ভিক্টোরিয়া স্কুলের প্রধান শিক্ষকের দায়িত্ব পালন কালে গ্রামবাংলার বিভিন্ন অঞ্চল ঘুরে প্রাচীন বাংলার পুঁথি সংগ্রহ করেন এবং সেসব উপকরণের সাহায্যে ১৮৯৬-এ "বঙ্গভাষা ও সাহিত্য" শিরোনামে বাংলা সাহিত্যের ইতিহাস রচনা করেন। ১৯১১ সালে তাঁর সুবিখ্যাত গ্রন্থ "হিস্ট্রি অব বেঙ্গলি লিটেরেচার" প্রকাশিত হলে তা সর্বমহলের ভূয়সী প্রশংসা অর্জন করে। ১৯১৩ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় তাঁকে "রামতনু লাহিড়ী রিসার্চ ফেলোসিপ" প্রদান করে এবং এর আওতায় তিনি মৈমনসিংহ গীতিকা ও পূর্ববঙ্গ গীতিকা সম্পাদনা করেন। তার লেখা সাঁঝের ভোগ বইটি উৎস প্রকাশনী থেকে প্রথম প্রকাশিত হয় ২০১৭ সালের ফেব্রুয়ারি মাসের অমর একুশে বইমেলায় । বইটির প্রকাশক মোস্তফা সেলিম ও প্রচ্ছদ করেছেন মোস্তাফিজ কারিগর । লেখক এর মতে শিশুদের বিজ্ঞান ও তাদের পাঠ্যপুস্তক পড়া যেমন জরুরী , ভূত ও পরী নিয়ে বই ও তাদের পড়া উচিৎ । কারন এই সকল বই পড়লে মনের কল্পনা শক্তি বাড়বে বলে লেখক এর আশাবাদ । আবার এর মানে এই না যে শিশুকে একদম কল্পনার রাজ্যে ছেড়ে দেওয়া । সকল কিছুই তাদের পড়তে হবে , হিসেব করে । বিজ্ঞান এর কথা তো আছেই , তাই বলে এই কল্পনার দ্বার কখনো যেন বন্ধ না হয় লেখক তাই লিখেছেন কিশোরদের জন্য এই কাল্পনিক সব গল্প । প্রতিটি গল্পই আলাদা ও তা আলাদাভাবে পাঠক এর মনে স্থান করে নিবে তা নিঃসন্দেহে বলা যায় । বইটিতে স্থান পেয়েছে লেখক এর লেখা ছয়টি গল্প । অসাধারন ছয়টি ভূত ও পরীর গল্প পেতে চাইলে অবশ্যই পড়তে হবে সাঁঝের ভোগ বইটি ।