User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
Was this review helpful to you?
or
‘পশ্চিমবঙ্গের বাউল’ বইটির লেখক সোমব্রত সরকার । তিনি বয়সে নবীন হলেও তার পশ্চিমবঙ্গের লোকায়ত চর্চায় এখন সুপরিচিত একটি নাম । তিনি একজন অনুসন্ধিৎসু গবেষক , বাউল ফকির, সাধুসন্ত, ভৈরব অঘোরী, পীর দরবেশদের সাথে তার গড়ে উঠেছে অনেক সখ্যতা । বাউল গানের কথকতা , দেহসাধনার যৌনতা, ভৈরব ভৈরবীর সঙ্গে তন্ত্র জিজ্ঞাসায় , নারী সাধনার ভাষা বইগুলোতে উঠে এসেছে সেই রহস্যময় লোকায়ত সাধনার কথা । এছাড়া কবি ও প্রাবন্ধিক হিসেবেও তিনি ব্যপকভাবে পরিচিত । লিখেছেন অসাধারন সকল লেখা , পেয়েছেন মানুষ এর ভালোবাসা । লিখেছেন নদিয়ার রবীন্দ্রনাথ নামক রবীন্দ্রচর্চার অনবদ্য এক বই । তিনি অনেক বিষয়ে গবেষনা করে যাচ্ছেন । লিখেছেন বাংলা বইয়ের বিজ্ঞাপন , বাংলা বই ও তার প্রচ্ছদ বৃত্তান্ত । তার লেখা পশ্চিমবঙ্গের বাউল বইটি প্রথম প্রকাশিত হয় ২০১৭ সালের অমর একুশে গ্রন্থমেলায় । বইটি প্রকাশিত হয় উৎস প্রকাশন প্রকাশনী থেকে এবং এর প্রকাশক মোস্তফা সেলিম । প্রচ্ছদ করেছেন মোস্তাফিজ কারিগর । নদিয়া, মুর্শিদাবাদ, বর্ধমান , বাকুড়া , বীরভূম সহ পশ্চিমবঙ্গের বিভিন্ন অঞ্চলের বাউল সাধনা ,আচার , জীবনপ্রবাহটা আসলে কেমন , আখড়ায় গুরু মুর্শিদ দীক্ষা পেয়ে সঙ্গিনী বা বাউলিনীর সহায়তায় কিভাবে এই যুগল ভজনা, কায়াবাদী সাধনা এখনো দাঁড়িয়ে আছে মাথা তুলে স্ব মহিমায় । এই সকল নিয়েই বিস্তারিতভাবে লিখা হয়েছে এই বইয়ের সাতটি রচনার মাধ্যমে । আর লেখক দীর্ঘ ষোল বছর ধরে এইসব দেখে আসছেন আর জ্ঞান অর্জন করে আসছেন । পশ্চিমবঙ্গের বাউল সাধনার সম্পর্কে জানার জন্য এই বইটি একটি অকট্য দলিল । পশ্চিমবঙ্গের বাউল সাধনা সম্পর্কে জানতে চাইলে পড়তে হবে অসাধারন এ বইটি ।