User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
Was this review helpful to you?
or
‘রোবেকুবের রসায়ন রহস্যে’ বইটির লেখক সাঈদ আনোয়ার অনুজ । বইটি প্রথম প্রকাশিত হয় ২০১৬ সালের জুলাই মাসে । বইটি প্রকাশিত হয় অন্যরকম প্রকাশনী থেকে এবং এর সম্পাদনা করেছেন মোঃ মামুনুর রহমান রিপন । প্রচ্ছদ ও চিত্রাঙ্কন করেছেন রুবেল শাহ । উপন্যাসের চরিত্র অরনী । সে অন্যরকম প্রিপারেটরি স্কুলে ক্লাস এইটে পড়ে । ভীষন কৌতুহলী একটা মেয়ে অরনী । তার চেহারায় চশমার আড়ালে উকি দেয় প্রচন্ড উজ্জ্বল দুটি বুদ্ধিদীপ্ত চোখ । চোখেমুখে বুদ্ধির ঝিলিক তার । বাবা মায়ের সাথে বাংলাদেশের ছোট এক শহরে অর বসবাস । কদিন আগে ওর সাথে ঘটে যায় মজার এক ঘটনা । সন্ধাবেলায় সে চা খেতে বসেছিল বারান্দায় । হঠাত করে অদ্ভুত এক শব্দ এলো ওর কানে। সে ধারনা করলো সেটা বাড়ির পেছন থেকে এসেছে। সেখানে কিছুটা স্থান ঝোপঝাড়ের মত। তার পরে মৌন নদী । কৌতুহলের বশে সে একটা টর্চ নিয়ে শব্দ এর উৎস খুজতে যায় । সেখানে গিয়ে একটা অদ্ভুত শব্দ পায় সে । একটু ভয় লাগলেও সে এগিয়ে যায় । সেখানে গিয়ে দেখে যে একটা ছোট রোবট সেখানে বসে রয়েছে । তিন ফুট এর মত লম্বা সে , চেহারা নিও পলিমার এর তৈরী । চেহারায় কেমন কান্না কান্না একটা ভাব । অরনী রোবটটিকে নিয়ে আসে । পরে জানতে পারে যে সুদূর আলফা ২৯ গ্রহ থেকে আশা একটা মহাকাশযান ওকে এখানে ফেলে রেখে গেছে । কারন রোবট এর প্রোগ্রামিং এ কিছু গরমিল আছে ও মানবীয় গুনাবলী আছে , যা রোবট সমাজ এর জন্য অত্যন্ত অপমানজনক ব্যপার । অরনী চায় রোবটটিকে সাহায্য করতে । কি করবে অরনী ? জানতে চাইলে পড়তে হবে অসাধারন এ সায়েন্স ফিকশন বইটি , সকলের নিকটই ভালো লাগবে বইটি তা আশা করা যায় ।