User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
Was this review helpful to you?
or
So good
Was this review helpful to you?
or
হুমায়ূন স্যার এর বইয়ের কখনো রেটিং হয় না এক কথায় অসাধারণ
Was this review helpful to you?
or
বইটি আমার পড়া বেস্ট বইগুলোর মধ্যে একটা। highly recommended ??
Was this review helpful to you?
or
বই টা খুবই সুন্দর
Was this review helpful to you?
or
খুব ভালো লাগলো। হুমায়ূন আহমেদ সেরা।❤️
Was this review helpful to you?
or
ajkei boita hate pelam, matro 1.5 gontay porlam, very good
Was this review helpful to you?
or
ভাল একটা বই অনেকটা হরর টাইপের তবে হরর ও না, এখন আবার মিসির আলি পড়তে মন চাইবে।
Was this review helpful to you?
or
অসাধারণ একটা গল্প ছিল। হুমায়ুন আহমেদ এর প্রশংসা করার মতো আমার কোনো বাক্য জানা নেই। মিসির আলী এক অসাধারণ চরিত্র।
Was this review helpful to you?
or
two months
Was this review helpful to you?
or
great story ending was beautiful.. humayun Ahmed sir make his appearance as a character.. and that was awesome to experience ?
Was this review helpful to you?
or
??
Was this review helpful to you?
or
হুমায়ূন সাহেব যে তার মামাতো ভাইয়ের বিয়ের দাওয়াতে একটি মফস্বল শহরে যায়। কিন্তু যেদিন বিয়ে হওয়ার কথা সেদিন মেয়ের চাচাতো ভাই মারা যাওয়ায় বিয়ে হয়না পরেরদিন বিয়ে হবে বলে ঠিক হয়। তো বর পক্ষের অনেক লোক হওয়ায় একটা সিদ্ধান্ত নেওয়া হয় এলাকার লোকেদের বাড়ি একেকজনকে নিয়ে যাবে তারা। তো হুমায়ূন সাহেব যায় সুধাকান্তবাবু নামের একজন ষাটোর্ধ বয়সের মাষ্টারের সাথে যে গ্রামের এককোনে একাই থাকে একটি বাড়িতে। তো সে রাতে কথা প্রসঙ্গে হুমায়ূন সাহেবকে সুধাকান্তবাবু তার জীবনে ঘটে যাওয়া একটি অশরীরী ঘটনা বলে। তো এই ঘটনা হুমায়ূন সাহেব কখনো ভুলেনা এবং সে তার পরিচিত মানুষদের সবসময় এই ঘটনা বলতে পছন্দ করে। একদিন তার বাসায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের পার্টটাইম শিক্ষক মিসির আলি নামের এক ব্যাক্তি আসে যে অ্যাবনর্মাল সাইকোলজি বিষয় নিয়ে পড়াশুনা করে এবং রহস্য ভেদ করার চেষ্টা করে। সে তার এক ছাত্রের কাছে হুমায়ূন সাহেব এর বলা সুকান্তবাবুর ঘটনাটা শুনেছে। আর তার কাছে এই ঘটনায় অনেক ফাঁকফোকর আছে বলে মনে হয়েছে তাই সে এর প্রকৃত রহস্য উদঘাটন করতে চায়। বৃহন্নলা গল্পটি এক বসায় পড়ার মত গল্প। অন্যরকম একটি মিস্ট্রি থ্রিলার। এবং শেষ পর্যন্ত গল্পে আটকে রাখে। অন্যান্য মিসির আলির বইয়ের মত ওতো ডিটেইলস এ রহস্য উদঘাটনের বর্ণনা না দিলেও আমার কাছে খাপছাড়া মনে হয়নি। সবমিলিয়ে বইটা আমার কাছে ভীষণ ভালো লেগেছে।
Was this review helpful to you?
or
সুন্দর বই
Was this review helpful to you?
or
অসাধারণ
Was this review helpful to you?
or
Good Book
Was this review helpful to you?
or
Good
Was this review helpful to you?
or
হুমায়ুন স্যারের বই এর আগে পড়া হয়নি। এই উপন্যাসটি পড়ে তার বাকি বইগুলো পড়ার ইচ্ছা ১০০ গুণ বেড়ে গেছে!!
Was this review helpful to you?
or
ভালো একটা বই।
Was this review helpful to you?
or
পুরস্কার পাওয়ার মত একটা বই ?
Was this review helpful to you?
or
বইটা পড়ে ভালই লাগছে। আর এখানে থার্ড জেন্ডার নিয়া কিছু বলেনি। তবে কাহিনীটা মজার।
Was this review helpful to you?
or
very nice
Was this review helpful to you?
or
অসাধারণ একটি বই । অসাধারণ ।।। আনন্দদায়ক ।
Was this review helpful to you?
or
হুমায়ূন স্যার এর লেখা আর একটি সুন্দর বই। ধন্যবাদ রকমারি।
Was this review helpful to you?
or
Decent
Was this review helpful to you?
or
অসম্ভব ভালো একটা বই
Was this review helpful to you?
or
আলহামদুলিল্লাহ!
Was this review helpful to you?
or
অনেক ভালো বই।যারা বাংলা সাইকোলোজিক্যাল ডিটেকটিভ গল্প পড়তে চান বইটা তাদের জন্য।
Was this review helpful to you?
or
খুবই সুন্দর গল্প
Was this review helpful to you?
or
Great
Was this review helpful to you?
or
good
Was this review helpful to you?
or
ভালো বই।
Was this review helpful to you?
or
বই কিভাবে কিনবো। কোথা থেকে আনবো।কোথায় টা জমা দেব।please SMS এ বল দিন
Was this review helpful to you?
or
I honestly don't care about where this supposed-to-be creepy story is heading. The part where the so-called scary story was (perhaps) supposed to freak me out actually left me eye-rolling several times. I was so excited when I heard this story is going to have a proper ending but...meh, I'm not into it anymore. Probably, this is where my journey with the Misir Ali series (thankfully) ends! ©Fairoozs
Was this review helpful to you?
or
Interesting ?
Was this review helpful to you?
or
মিসির আলী পড়েন নি বা পছন্দ করেন না এমন হুমায়ূন ভক্ত হয়তো নেই-ই। বৃহন্নলাই প্রথম বই যেখানে মিসির আলী আর লেখক হুমায়ূন আহমেদ পারস্পরিক পরিচয় থেকে পাঠক সমাজে ডুকেন। নামকরণের সাথে প্লটের প্রাথমিক কিছু অমিল থাকলেও সম্পূর্ন আমার যা মনে হয়েছে ব্যাক্তিগত ভাবে এই যে এখানে লেখক তা নপুংসক অর্থেই হয়তো ব্যবহার করেছেন যা শেষের দিকে বোঝা যায়।গল্পটি শুরু হয় লেখকের মামাতো ভাইয়ের বিয়ে দিয়ে। সেই বিয়েতে গিয়েই লেখকের পরিচয় হয় গ্রামের এক শিক্ষক সুধাকান্তবাবুর সাথে। ধীরে ধীরে ভয়ানক যে ভৌতিক পরিবেশের উপস্থিতি হয় কী করে সেটা মিসির আলী স্রেফ একটি সাজানো ঘটনা বলে প্রমাণ করেন তা জানার জন্যে পড়তে হবে সুন্দর এই বইটি
Was this review helpful to you?
or
বইয়ের নামঃ বৃহন্নলা লেখকঃ হুমায়ূন আহমেদ প্রকাশকঃ প্রতীক প্রকাশনা সংস্থা ক্যাটাগরিঃহরর উপন্যাস মূল্যঃ ৬৩ টাকা বইটি অনেক সুন্দর। মিসির আলির সব বই ই অনেক সুন্দর। এইবইটিও এর বাইরে নয়। বইটিতে হুমায়ুন আহমেদ বোঝিয়েছেন কিভাবে একজন অপরাধী (বিশেষত যারা ধর্ষন জাতীয় কাজে লিপ্ত)তারা কিভাবে ভুল গল্প তৈরী করে। বইটি পড়ে আশা করি সবার অনেক ভালো লাগবে।
Was this review helpful to you?
or
হুমায়ন আহমেদ এর এক অনবদ্য সৃষ্টি মিসির আলী।।মিসির আলী সিরিজ এর বই গুলোর মধ্যে এ বইটি আমি শুরুতে রাখবো।।এই বইতে হুমায়ন আহমেদ নিজেকে পরিচয় করিয়ে দেয় মিসির আলীর সাথে।।এই বই এর শেষ টা যেকোনো পাঠক কে চমকিয়ে দিবে।।আমি মিসির আলী চরিত্রের ভক্ত কিন্তু এ বই টি পড়ে আমার মিসির আলী চরিত্রের প্রতি ভালবাসা আর বেড়ে যায়।।
Was this review helpful to you?
or
কাহিনীর শুরু হয় কয়েক বছর আগে।লেখকের মামাতো ভাই এর বিয়ে।সেই বিয়েতে গিয়ে লেখক সুধাকান্তবাবুর কাছে তার জীবনে ঘটে যাওয়া এক অতিপ্রাকৃত গল্প শুনে আসেন।গল্পটি এতোটাই প্রভাব ফেলে হুমায়ূন আহমেদকে যে উনি সুধাকান্তবাবুর এই গল্প অনেকের কাছেই করেন।এই গল্প কারো কাছে শুনে সরাসরি হুমায়ূন আহমেদের কাছ থেকে শুনতে চলে আসেন মিসির আলী।যার নেশা অবাস্তব কিংবা অতিপ্রাকৃত গল্পের রহস্যের জট খোলা।কীভাবে যুক্তি দিয়ে এই রহস্যের জট খোলা যায় জানতে হলে পড়ে ফেলুন বইটি।
Was this review helpful to you?
or
মিসির আলী সিরিজের বইগুলোর মধ্যে বৃহন্নলা বইটি অন্যতম। কাহিনী শুরু হয়েছিলো বলতে গেলে বেশ কয়েক বছর আগে। স্বয়ং হুমায়ূন আহমেদ গল্পটি বলছেন। নিজের মামাতো ভাইয়ের বিয়েতে যখন তিনি যান একটি অজপাড়া গায়ে। কোন একটা সমস্যার জন্য বিয়ে পরেরদিন হওয়ার কথা থাকে।সে রাতে বরপক্ষ কে রাখার জন্য সব বাড়িতে ভাগ করে দেওয়া হয়। আর গল্প কথকের যে বাড়িতে থাকার ব্যাবস্থা হয় সেখানেই ঘটনার বর্ননা করেন বাড়ির লোক সুধাকান্তবাবু। এবং সেই সমস্যার কোন যুক্তি না খুজে পেয়ে ঢাকা ফেরার পরে মিসির আলীর কাছে সমাধান এর জন্য যান। কি হয় তারপর?
Was this review helpful to you?
or
আপনি কি জানেন গ্রামের মানুষজনের ঝুলিতে থাকে হাজারো রকমের ভুতের গল্প। কিছু ভুতের গল্প আপনাকে ভয় পাইয়ে দেয় বর কিছু ভুতের গল্প আপনাকে হাসায়। আসলে গ্রামের মানুষ জন ভুতে একটু বেশিই বিশ্বাস করে। কিন্তু সব সময় যে বিশ্বাস টা মিথ্যা হয় তা কিন্তু না। লেখক ঘটনাচক্রে একটি গ্রামে গিয়ে উপস্থিত হন। লোকজন সংখ্যা অনেক হওয়াতে লেখককে আশ্রয় নিতে হয় ঐ গ্রামেরই এক হিন্দু বাড়িতে। হিন্দু বাড়িতে লোক বলতে শুধু বাড়ির কর্তাকে ই দেখতে পান তিনি। কিন্তু ঘটনা চক্রে জানতে পারে বাড়িতে অশরীরীর বাস আছে। লেখককে সেই অশরীরীর গল্পও শোনান বাড়ির কর্তা। লেখক গল্পটি শুনে খুব ভয় পেয়ে যান। আর তার এই রহস্য গল্প শহরে ফিরে এসে অনেকের কাছেই করেন। এক সময় ঘটনা চক্রেে মিসির আলি তার এই রহস্য গল্প সম্পর্কে জানতে পারেন৷ আর সিদ্ধান্ত নেন রহস্যের জট খোলার। 'বৃহন্নলা ' বইয়ের শেষ টা কল্পনাতীত। গল্পের শেষ টা যে কারও কাছে চমকপ্রদ। ৬৩ টাকার বইটি আপনাকে নিরাশ করবে না। তাই চিন্তা না করে পড়ে ফেলুন বৃহন্নলা।
Was this review helpful to you?
or
মিসির আলি সিরিজের অন্যতম বই । কাহিনী ভাল লেগেছে । মনে রাখার মত
Was this review helpful to you?
or
বইয়ের নামঃবৃহন্নলা লেখকের নামঃহুমায়ূন আহমেদ প্রকাশনীঃপ্রতীক প্রকাশনা মূল্যঃ৬৩ টাকা মাত্র হুমায়ুন আহমেদের মিসির আলির অন্যতম সেরা সংযোজন বৃহন্নলা। লেখকের মামাতো ভাইয়ের বিবাহ দিয়ে কাহিনী শুরু হয়, কিন্তু সে বিয়ে আর হয় না, পাত্রী পালিয়ে যাওয়ায় ভেস্তে থাকেন। গ্রামে অত্যধিক বরযাত্রীর জায়গা সংকুলান হওয়ায় বাধ্য হয়ে লেখক থাকেন এক সাধুসন্ত টাইপ মানুষ সুধাকান্তবাবুর সাথে। এই সুধাকান্তবাবু, লেখককে এক ভৌতিক গল্প শুনালো, গল্পটি ছিল মোপামুটিভাবে এরকম, সুধাকান্তবাবুর সাথে এক সময় একটি মেয়ের বিবাহ ঠিক হয়। কিন্তু সে সাপের কামড়ে মারা যায়। এতে সুধাকান্তবাবুকে তীব্র বৈরাগ্য এসে ভর করে। তিনি আর বিয়ে শাদী করেন না। তারপর একদিন হঠাৎ করেই সুধাকান্তবাবু একটা ডেডবডি পান, তার মনে হলো এর সাথে বিবাহ ঠিক হওয়া, মরে যাওয়া মেয়েটির সাথে মিল রয়েছে। তার মনে হল রাস্তায় পরে থাকলে শিয়াল কুকুরে এসে খেয়ে ফেলবে। তাই তিনি ডেডবডি কে তুলে তার ঘরে নিয়ে আসেন। পরবর্তীতে শবদাহ করবেন এই ভেবেএবং তারপরই ঘটে নানান ভৌতিত কর্মকাণ্ড। লেখক এসে মিসির আলীকে পুরো ঘটনা খুলে বলেন। মিসির আলী কী পারবেন, রহস্য মীমাংসা করতে? নাকি তার অমীমাংসিত রহস্যে যুক্ত হবে আরো একটি রহস্য। মিসির আলীর কেস সলভ করার জন্য যেভাবে ধাপে ধাপে এগোন, তা যে অসাধারণ, তা বলার অপেক্ষা রাখে না। এখানেও হয় নি তার ব্যতিক্রম। তারপরেও মিসির আলী এ রহস্য সমাধান করতে পেরেছিলেন কি না তা পাঠক পড়লেই জানবেন।
Was this review helpful to you?
or
#রকমারি_রিভিউ_প্রতিযোগ_এপ্রিল বইয়ের নামঃ বৃহন্নলা লেখকঃহুমায়ুন আহমেদের ধরনঃসমকালীন উপন্যাস প্রকাশনীঃপ্রতীক প্রকাশন সংস্থা মূল্যঃ৪৫ টাকা লেখক পরিচিতিঃ হুমায়ূন আহমেদ (১৩ নভেম্বর, ১৯৪৮ – ১৯ জুলাই, ২০১২) ছিলেন একজন বাংলাদেশী ঔপন্যাসিক, ছোটগল্পকার, নাট্যকার এবং গীতিকার, চিত্রনাট্যকার ও চলচ্চিত্র নির্মাতা। তিনি বিংশ শতাব্দীর জনপ্রিয় বাঙালি কথাসাহিত্যিকদের মধ্যে অন্যতম। তাঁকে বাংলাদেশের স্বাধীনতা পরবর্তী অন্যতম শ্রেষ্ঠ লেখক বলে গণ্য করা হয়। বাংলা কথাসাহিত্যে তিনি সংলাপপ্রধান নতুন শৈলীর জনক। অন্য দিকে তিনি আধুনিক বাংলা বৈজ্ঞানিক কল্পকহিনীর পথিকৃৎ। নাটক ও চলচ্চিত্র পরিচালক হিসাবেও তিনি সমাদৃত। তাঁর প্রকাশিত গ্রন্থের সংখ্যা তিন শতাধিক। তাঁর বেশ কিছু গ্রন্থ পৃথিবীর নানা ভাষায় অনূদিত হয়েছে, বেশ কিছু গ্রন্থ স্কুল-কলেজ বিশ্ববিদ্যালয়ের পাঠ্যসূচীর অন্তর্ভুক্ত। বই আলোচনাঃ অতিপ্রাকৃত গল্পে গল্পের চেয়ে ভূমিকা বড় হয়ে থাকে। গাছ যত-না বড়, তার ডালপালা তার চেয়েও বড়। এই গল্পেও তাই হবে। একটা দীর্ঘ ভূমিকা দিয়ে শুরু করব। পাঠকদের অনুরোধ করছি তাঁরা যেন ভূমিকাটা পড়েন। এর প্রয়োজন আছে। আমার মামাতো ভাইয়ের বিয়ে।বাবা-মার একমাত্র ছেলে, দেখতে রাজপুত্র না হলেও বেশ সুপুরুষ। এম এ পাস করেছে। বাবার ব্যবসা দেখাশোনা করা এবং গ্রুপ থিয়েটার করা–এই দুইয়ে তার কর্মকাণ্ড সীমিত। বাবা-মার একমাত্র ছেলে হলে যা হয়-বিয়ের জন্যে অসংখ্য মেয়ে দেখা হতে লাগল। কাউকেই পছন্দ হয় না। কেউ বেশি লম্বা, কেউ বেশি বেঁটে, কেউ বেশি ফর্সা, কেউ বেশি কথা বলে, আবার কেউ-কেউ দেখা গেল। কম কথা বলে। নানান ফ্যাকড়া। শেষ পর্যন্ত যাকে পছন্দ হল, সে-মেয়ে ঢাকা ইডেন কলেজে বিএ পড়ে— ইতিহাসে অনার্স মেয়ের বাবা নেই। মার অন্য কোথায় বিয়ে হয়েছে। মেয়ে তার বড়চাচার বাড়িতে মানুষ। তিনিই তাকে খরচপত্র দিয়ে বিয়ে দিচ্ছেন। আমার মামা এবং মামী দু জনের কেউই এই বিয়ে সহজভাবে নিতে পারলেন না। যে-মেয়ের বাবা নেই, মা আবার বিয়ে করেছে–পাত্রী হিসেবে সে তেমন কিছু না। তা ছাড়া সে খুব সুন্দরীও না। মোটামুটি ধরনের চেহারা। আমার মামাতো ভাই তবু কেন জানি একবারমাত্র এই মেয়েকে দেখেই বলে দিয়েছে—এই মেয়ে ছাড়া আর কাউকে সে বিয়ে করবে না। মেয়ের বাবা নেই তো কী হয়েছে? সবার বাবা চিরকাল থাকে নাকি? মেয়ের মার বিয়ে হয়েছে, তাতে অসুবিধাটা কী? অল্প বয়সে বিধবা হয়েছেন, তাঁর তো বিয়ে করাই উচিত; এমন তো না যে, দেশে বিধবাবিবাহ নিষিদ্ধ। বছর তিনেক পরের কথা।সন্ধ্যা সাতটার মতো বাজে। একটা সেমিনার টক তৈরি করছি। বিষয়– পরিবেশ দূষণে পলিমারের ভূমিকা। চারদিকে কাগজপত্র, চাট, গ্রাফ নিয়ে বসেছি। সব এলোমেলো অবস্থায় আছে। ঠিক করে রেখেছি, কাজ শেষ না করে উঠব না।মার্ফি’স ল বলে একটা ব্যাপার আছে। মার্ফি’স ল বলে— Anything that can go wrong, will go wrong—আমার বেলাও তাই হল। একের পর এক সমস্যা হতে লাগল। লিখতে গিয়ে দেখি বলপয়েন্টে কালি আসছে না। কালির কলম নিয়ে দেখা গেল ঘরে কালি নেই। একের পর এক টেলিফোন আসতে লাগল। আমার আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব সবাই এত দিন থাকতে আজই ব্যস্ত হয়ে উঠলেন আমার সঙ্গে কথা বলার জন্য। তাঁদের কথাও দেখি অনেক জমে আছে, কিছুতেই শেষ হয় না। আমি টেলিফোন রিসিভার উঠিয়ে রাখলাম। দোকান থেকে এক ডজন বলপয়েন্ট আনিয়ে বসলাম, আর তখন আমার বড় মেয়ে বলল, বাবা, এক জন লোক তোমার সঙ্গে দেখা করতে এসেছেন। পাঠ প্রতিক্রিয়াঃ মিসির আলি, বাংলাদেশের প্রখ্যাত ঔপন্যাসিক হুমায়ূন আহমেদ সৃষ্ট একটি জনপ্রিয় রহস্যময় চরিত্র। মিসির আলি কাহিনীগুলো রহস্যমাত্রিক। মিসির আলির কাহিনীগুলো ঠিক গোয়েন্দা কাহিনী নয়, কিংবা 'ক্রাইম ফিকশন' বা 'থ্রিলার'-এর মতো খুনি-পুলিশের ধাওয়া-পাল্টা-ধাওয়া নয়, বরং মনস্তাত্ত্বিক, বিজ্ঞাননির্ভর এবং প্রচন্ড যুক্তিনির্ভর কাহিনীর বুনটে বাঁধা। বরং অনেক ক্ষেত্রে একে রহস্যগল্প বলা চলে। চারিত্রিক দিক দিয়ে মিসির আলি চরিত্রটি হুমায়ূন আহমেদের আরেক অনবদ্য সৃষ্টি হিমু চরিত্রটির পুরোপুরি বিপরীত। তরুণ হিমু চলে প্রতি-যুক্তির তাড়নায়, অপরপক্ষে বয়োজ্যেষ্ঠ মিসির আলি অনুসরণ করেন বিশুদ্ধ যুক্তি। এই যুক্তিই মিসির আলিকে রহস্যময় জগতের প্রকৃত স্বরূপ উদঘাটনে সাহায্য করে। সেসব কাহিনীর প্রতিফলন ঘটেছে মিসির আলি সম্পর্কিত প্রতিটি উপন্যাসে। তাই প্রতিটি গল্প অসাধারণ এক কথায়।
Was this review helpful to you?
or
কিছু গল্প আছে যার ধারা পাঠককে বইয়ের ভেতর টেনে নিয়ে যায়। যে বইটি সম্পর্কে বলতে চলছি তা এমনি একটি গল্প যার ধারা আপনাকে মোহিত করবে। হৃদয়ের কোণে লুকিয়ে থাকা মুক্ত সত্তাকে নাড়া দেবে, নিঃশব্দে বলে যাবে অনেক কিছু ।
Was this review helpful to you?
or
Nice
Was this review helpful to you?
or
br #রকমারি_বইপোকা_রিভিউ_প্রতিযোগিতbr বইয়ের নামঃ বৃহন্নলাbr লেখকঃহুমায়ুন আহমেদেরbr ধরনঃসমকালীন উপন্যাস br প্রকাশনীঃপ্রতীক প্রকাশন সংস্থাbr মূল্যঃ৪৫ টাকাbr br br br br .br মিসির আলির সেরা গল্পের মধ্যে অন্যতম বৃহন্নলা। লেখকের মামাতো ভাইয়ের বিবাহ দিয়ে গল্পটা শুরু হয়, কিন্তু সে বিয়ে আর হয় না,প্রথমে তাদের শুনা গেল পাত্রীর চাচাত ভাই মারা গেছে তবে বিয়ে হবে ।স্থানীয় লোকজন ঠিক করলেন প্রত্যেকেই তাঁদের বাড়িতে একজন দু
Was this review helpful to you?
or
লেখক এর কাহিনী দিয়ে শুরুটা। লেখক এর মামা তো ভাইয়ের বিয়ে। তার এই ভাইয়ের জন্য অনেক পাত্রী দেখা হয়েছে কিন্তু কোন পাত্রীইই পছন্দ হয় না। শেষ পর্যন্ত একজন পাত্রী পছন্দ হলো। মেয়ের বাবা নাই, মা অন্য কোথাও বিয়ে হয়েছে। মেয়ে তার চাচার কাছে বড় হয়েছে। লেখকের ভাই এই মেয়েকেই বিয়ে করবে কিন্তু ছেলের বাবার পছন্দ না। ছেলের এক কথা বিয়ে করলে সে এই মেয়েকেই বিয়ে করবে আর কাউকে সে বিয়ে করবে না। শেষ পর্যন্ত বিয়ে ঠিক হল। মেয়ের বাড়ি এক মফস্বল শহরে।তেত্রিশ জন বরযাত্রী নিয়ে ছেলে বিয়ে করতে গেলো। সবাই অনেক হৈ চৈ আনন্দ করতে করতে বিয়ে বাড়িতে আসলো। কিন্তু বিয়ে বাড়ি দেখে সবাই হতাশ একে কোন ভাবে বিয়ে বাড়ি বলা যায় না। শেষে জানা গেলো মেয়ের চাচাতো ভাই মারা গেছে।মেয়ের চাচা বলল যে ভাবে হক বিয়ে হবে, পরের দিন বিয়ে হবে ঠিক হল। রাতে বরযাত্রীদের গ্রামের সবাই এক দুই জন নিজেদের বাড়ি নিয়ে গেলো। লেখক একজনের সাথে গেলো, তার নাম সুধাকান্ত।বাড়িতে তিনি একা থাকেন।তার আর কেই নেই। রাতে তিনি এক ভৌতিক গল্প বলেন লেখককে। সেই গল্প আবার মিসির আলি তার এক ছাত্রের কাছে শোনেন। মিসির আলি এক দিন লেখকের সাথে দেখা করতে আসেন,তার কাছ থেকে গল্পটা শুনতে।মিসির আলি সেই গল্প শুনে তিনি আবার সুধাকান্ত বাবুর কাছে যান, এই ভৌতিক গল্পের রহস্য ভেদ করতে।
Was this review helpful to you?
or
বই টা খুবই ভালো। মিসির আলি প্রেমীদের জন্য ভালো একটি বই।কিন্তু আমার বই টার কভার টার রঙটা অনেক মলিন??
Was this review helpful to you?
or
সত্যিই বইটি মুগ্ধ করার মতো।জ্ঞ্যানের তৃষ্ণা মেটানোর জন্য বইটি যথেষ্ট উপযোগী।শুধু এই বিষয়ের ছাত্র না, সবাই এই বইটি সমানভাবে উপভোগ করতে পারবে।শিখতেও পারবে অনেক কিছু।বইটি পড়ার পর ভালো লাগা কাজ করবেই।অনেক চিন্তার খোরাক যোগাবে বইটি।আমি সবাইকে রেফার করবো বইটি পড়ার জন্য।
Was this review helpful to you?
or
বইটির নাম বৃহন্নলা এই বইটি হচ্ছে হরর উপন্যাস বই হয়তো হরর উপন্যাস বই মোটামুটি সবারই ভালো লাগে কিন্তু আশাকরি আপনার এই বইটি অনেক ভালো লাগবে আর বই পড়া সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে আপনি একটা বই পড়ে শেষ করবেন দেখবেন অন্য আরেকটা বই পড়ার ইচ্ছা আপনার নিজের দিকে চলে আসছে
Was this review helpful to you?
or
#রকমারি_বইপোকা_রিভিউ_প্রতিযোগিতা রিভিউ: হুমায়ুন আহমেদের মিসির আলির অন্যতম সেরা সংযোজন বৃহন্নলা। লেখকের মামাতো ভাইয়ের বিবাহ দিয়ে কাহিনী শুরু হয়, কিন্তু সে বিয়ে আর হয় না, পাত্রী পালিয়ে যাওয়ায় ভেস্তে থাকেন। গ্রামে অত্যধিক বরযাত্রীর জায়গা সংকুলান হওয়ায় বাধ্য হয়ে লেখক থাকেন এক সাধুসন্ত টাইপ মানুষ সুধাকান্তবাবুর সাথে। এই সুধাকান্তবাবু, লেখককে এক ভৌতিক গল্প শুনালো, গল্পটি ছিল মোপামুটিভাবে এরকম, সুধাকান্তবাবুর সাথে এক সময় একটি মেয়ের বিবাহ ঠিক হয়। কিন্তু সে সাপের কামড়ে মারা যায়। এতে সুধাকান্তবাবুকে তীব্র বৈরাগ্য এসে ভর করে। তিনি আর বিয়ে শাদী করেন না। তারপর একদিন হঠাৎ করেই সুধাকান্তবাবু একটা ডেডবডি পান, তার মনে হলো এর সাথে বিবাহ ঠিক হওয়া, মরে যাওয়া মেয়েটির সাথে মিল রয়েছে। তার মনে হল রাস্তায় পরে থাকলে শিয়াল কুকুরে এসে খেয়ে ফেলবে। তাই তিনি ডেডবডি কে তুলে তার ঘরে নিয়ে আসেন। পরবর্তীতে শবদাহ করবেন এই ভেবে। এবং তারপরই ঘটে নানান ভৌতিত কর্মকাণ্ড। যা আজো সুধাকান্তবাবুকে তাড়া করে বেড়ায়। সুধাকান্তবাবুর সাথে থাকাকালীন লেখক নিজেও অনেক ধরনের আওয়াজ টের পান। লেখক এসে মিসির আলীকে পুরো ঘটনা খুলে বলেন। মিসির আলী কী পারবেন, রহস্য মীমাংসা করতে? নাকি তার অমীমাংসিত রহস্যে যুক্ত হবে আরো একটি রহস্য। পাঠপ্রতিক্রিয়া: মিসির আলীর কেস সলভ করার জন্য যেভাবে ধাপে ধাপে এগোন, তা যে অসাধারণ, তা বলার অপেক্ষা রাখে না। এখানেও হয় নি তার ব্যতিক্রম। তারপরেও মিসির আলী এ রহস্য সমাধান করতে পেরেছিলেন কি না তা পাঠক পড়লেই জানবেন। কিন্তু এ উপন্যাসের নাম লেখক বৃহন্নলা কেন রেখেছেন, তা উপন্যাস পড়ে আমি বুঝি নি। যদিও নামকরণ বাদ দিলে পুরো কেসটাই চিত্তাকর্ষক। এর রেটিং আমার কাছে 4.5/5।
Was this review helpful to you?
or
অসাধারণ। হুমায়ুন আহমেদ মানেই সহজাত সুন্দর।এই বই গুলো আমার অনলাইনে আগেই পড়া, কাজেই বই গুলো নিয়েছিলাম গিফট করতে। নিঃসন্দেহে রকমারি ঘরে বসে বই ক্রয় করার খুব ই ভালো মাধ্যম। ধন্যবাদ সেলার এন্ড সোহাগ ভাইয়াকে।
Was this review helpful to you?
or
It’s really good ?? I just love it.??
Was this review helpful to you?
or
আমি 'রকমারিতে ' নতুন সদস্য তাই বেশি বড় করে কি ভাবে রিভিউ টা লিখব ঠিক বুঝতে পারছি না। কিন্তু আমার কাছে এই উপন্যাস টা পড়ে খুবই ভালো লেগেছে,আমার এই উপন্যাস টা এতই ভালো লেগেছে যে, আমি এখন পর্যন্ত এই উপন্যাস টা প্রায় ১১বার পড়েছি,,, আপনারা ও অবশ্যই এই বই টা পড়ে দেখন,, আপনাদের কাছে ও ভালো লাগবে।
Was this review helpful to you?
or
"আমার অধিকাংশ গল্পের শেষ থাকেনা বলে পাঠক পাঠিকা আপত্তি তোলেন। এই গল্পের আছে।" গল্পে হুমায়ুন আহমেদ নিজেও আছেন বলে আরেকটু বেশি ভালো লেগেছে। ভৌতিক গল্প, গ্রাম্য পরিবেশ, খাটাশের ডাক, সব মিলিয়ে মনে দাগ কাটার মতো। মিসির আলির রহস্যের জট খোলার ধরণ অসাধারণেরও উর্ধ্বে। এক বসাতেই পুরো বই পড়া শেষ করে উঠেছি।
Was this review helpful to you?
or
বৃহন্নলাঃ বুক মিভিউ “আমার অধিকাংশ গল্পের শেষ থাকেনা বলে পাঠক পাঠিকা আপত্তি তোলেন। এই গল্পের আছে” গল্পের লেখক চরিত্র এবারে স্বয়ং হুমায়ুন আহমেদ। মিসির আলী যখন পিছন থেকে ডাক দেন-হুমায়ুন আহমেদ, হুমায়ুন আহমেদ। তখন বুঝলাম এতদিনে মিল হল। যাই হোক মিসির আলীকে অনেকে হুমায়ুন আহমেদ এর ই মনের এক রুপ ভাবতে পছন্দ করেন। নিলু নেই হয়ে গেল কেন জানি। এই গল্পের সিনেমা করা যাবেনা। সিনেমা করলে বইয়ের আসল মজা শেষ। তবে সুধাকান্ত বাবুর কথার আদলে করে দিলে পরে আবার আসল টাও রিমেক করতে হবে। সে যাই হোক-গ্রামের বাশবাগানের ভুত, পুকুরের ভুত নিয়ে কিন্তু অনেক মজার মজার গল্প আছে। যে পুকুরের শুকিয়ে যাওয়া অংশে ইদুর পুতে রাখলে পুর্নিমার রাত্রে পরী এসে খায়, আর বাশবাগানের হিম করা শব্দ ত আছেই। পর্ব বা পর্ব মিসির আলী আরো পরিপুর্ন রুপ পাচ্ছেন। অমনিবাস চলছে। রকমারি রিভিউ প্রতিযোগিতা
Was this review helpful to you?
or
গ্রামের মানুষেরা সাধারনত সহজ-সরল হয়। সেজন্য যে যা বলে তারা সেটাই বিশ্বাস করে ফেলে। আর তাদের সেই সরলতার সুযোগ নেয় কিছু অসাধু ব্যক্তি তাদের অসামাজিক কার্যকলাপকে লুকিয়ে রাখার জন্য। তৈরী করে বিভিন্ন ধরনের গাল-গল্প। আর সেসব বানানো গল্পের আড়ালে ঢেকে যায় তাদের আসল চরিত্র। হুমায়ূন আহমেদ বৃহন্নলা গল্পের কথক। পেশায় যিনি একজন অধ্যাপক। একবার মামাতো ভাইয়ের বিয়ের জন্য ঢাকা থেকে নব্বই মাইল দূরে মফস্বল শহরে একরাত কাটাতে হয় তাকে। সেখানে তার সাথে পরিচয় ঘটে সুধাকান্ত বাবু নামের এক সাধুর। হুমায়ূন আহমেদরা যখন গ্রামে বিয়ের জন্য উপস্থিত হন তখন হঠাৎ করেই এক দুর্ঘটনায় ভেঙে যাওয়ার উপক্রম হয় ঐ বিয়ের। কিন্তু সর্বশেষে সিদ্ধান্ত নেওয়া হয় বিয়েটা নির্দিষ্ট দিন না হয়ে পরদিন হবে। যেহেতু গ্রাম তাই জায়গা সংকুলান না হওয়ায় অতিথিদের বিভিন্ন বাড়িতে থাকার ব্যবস্থা করে দেওয়া হয়। এবং ঘটনাক্রমে সুধাকান্তবাবুর বাড়িতে একরাত অতিথি হয়ে থাকার সুযোগ হয় হুমায়ূন আহমেদের। সেই রাতে সুধাকান্তবাবু কথককে তার জীবনের গল্প বলেন! তার সাধু পরিচিতির গল্প এবং একটি অতিপ্রাকৃত ঘটনার আদ্যোপন্ত! ঘটনাটা হলো, সুধাকান্তবাবু একরাতে বাড়িতে ফেরার সময় একপাল কুকুর তাকে একটি জায়গায় তাড়িয়ে নিয়ে যায়! এবং তিনি সেখানে একটি মেয়ের লাশ দেখতে পান। তিনি সেই লাশ বাড়িতে নিয়ে এসে তার বিছানায় শুইয়ে রাখেন। এবং একসময় দেখতে পান সেই লাশ হঠাৎ করে উঠে বসে পড়ে। তিনি যখন ভয়ে সম্মোহিত হয়ে সেখানে দাঁড়িয়ে রইলেন তখন তিনি তার সকল মৃত আত্মীয়ের ঐ ঘর থেকে বেরিয়ে যাওয়ার জন্য বিলাপ শুনতে পান! এবং একসময় যখন তিনি ঐ ঘর থেকে বেরিয়ে যান তখন একপাল নেকড়ে মেয়েটাকে ছিন্নভিন্ন করে খেয়ে ফেলে। কনের একগুয়ে স্বভাবের জন্য রিক্তহস্তে ফেরত আসতে হয় বরযাত্রীদের। শেষতক ভেঙে যায় মামাতো ভাইয়ের বিয়ে। কিন্তু সুধাকান্তবাবুর বাড়িতে একরাত থাকার বদৌলতে এক ভয়াবহ এবং রোমাঞ্চকর অভিজ্ঞতা নিয়ে ঢাকা ফেরেন হুমায়ূন আহমেদ। শহরে ফিরে এসে বিভিন্ন জনকে এক অদ্ভুত গল্প শোনান হুমায়ূন সাহেব। এক সাধুর গল্প। সুধাকান্তবাবুর গল্প। কিন্তু গল্পটি স্বাভাবিক না হওয়ায় অনেকে বিশ্বাস করলেও সেই গল্প বেশিরভাগ মানুষ-ই বিশ্বাস করে না। এভাবে কাটতে থাকে দিন। কয়েকবছর পর সময়ের পরিক্রমায় সেই গল্প যখন প্রায় ভুলতে বসেছেন হুমায়ূন সাহেব ঠিক তখন তার দরজায় কড়া নাড়েন মিসির আলী সাহেব। হুমায়ূন সাহেবকে সুধাকান্তবাবু যে অদ্ভুত গল্প বলেছেন তা লোকেমুখে শুনে সেই রহস্যের কিনারা করতেই এই গল্পে আবির্ভাব ঘটে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাবনর্ম্যাল সাইকোলজির পার্টটাইম শিক্ষক মিসির আলীর। মিসির আলীর পরিচয় সম্পর্কে নতুন করে বলার কিছু নেই। পৃথিবীর যে সকল রহস্যময় ঘটনা নিজেকে রহস্যের জালে আটকে রাখে এবং সাধারন মানুষ স্বাভাবিক রহস্যময় ঘটনা হিসেবে সেগুলো বিশ্বাস করে বসে সেসব ঘটনার মূল উৎপাটন করাই মিসির আলীর চিরায়ত বৈশিষ্ট্য। এই ঘটনার মিসির আলী কী করবেন? যেখানে তিনি গল্পের কথকের বদমেজাজি ও অহংকারী হওয়ার দরুন বলতে গেলে তেমন কোনো সহায়তা পাচ্ছেন না।! হাল ছেঁড়ে দেবেন? অমীমাংসিত ঘটনা হিসেবে ফেলে দিবেন? নাকি এই অতিপ্রাকৃত ঘটনাকে স্বাভাবিক প্রমাণ করেই ছাড়বেন? আমি অতিপ্রাকৃত কোনো বিষয়ের উপর রচিত বই সাধারনত এড়িয়ে চলি। মূলত ভালো লাগেনা বলেই এড়িয়ে চলি। কিন্তু বৃহন্নলা বইটিকে সে হিসেবে ভালো লাগার উর্দ্ধে বলা যায়! এক বসায় শেষ না করে উঠতে মন চাইবে না। মিসির আলী সিরিজের অন্যসব বইয়ের পাশাপাশি এই বইটিও নিঃসন্দেহে অন্যতম সেরা। বিশেষ করে উত্তম পুরুষে লেখায় বইটি পড়তে অন্যরকম এক ভালোলাগা কাজ করবে।