User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
Was this review helpful to you?
or
‘ভ্রমনসমগ্র-১’ বইটির লেখক কাজী জহিরুল ইসলাম । লেখক এর জন্ম ১৯৬৮ সালের ১০ ফেব্রুয়ারি । লেখক ব্রাহ্মণবাড়িয়া জেলারখাগাতুয়া গ্রামে মাতুলালয়ে জন্মগ্রহন করেন । তার ছেলেবেলা কেটেছে পুরান ঢাকায় । ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে তিনি ব্যবস্থাপনায় করেছেন স্নাতকোত্তর । তার লেখা প্রকাশিত গ্রন্থ সমুহের সংখ্যা ৩৯ । কাব্যগ্রন্থ রয়েছে ১৪ টি । সাহিত্যে বিশেষ অবদানের জন্য তিনি কবি জসিম উদ্দিন পুরষ্কার ও ডঃ দীনেশ চন্দ্র সেন পরকে ভুষিত হন । ভ্রমনপিপাসু একজন মানুষ তিনি , ভ্রমন করেছেন অর্ধ শতাধিক দেশ । বর্তমানে জাতিসংঘের একজন আন্তর্জাতিক কর্মকর্তা হিসেবে কাজ করছেন নিউ ইয়র্ক এর সদর দফতরে । তার ভ্রমন পিপাসু মন সবসময় ভ্রমন এর উপরে থাকে , ভ্রমন করেন , আর লিখেন ভ্রমন কাহিনী । বিভিন্ন দেশে ভ্রমন করে অর্জন করেছেন নানান অভিজ্ঞতা , যার সবসময় একরকম ছিলো না । তার লেখা ভ্রমনসমগ্র ১ বইটি প্রথম প্রকাশিত হয় ২০১৭ সালের ফেব্রুয়ারি মাসে । বইটি প্রকাশিত হয় রূপ প্রকাশনী থেকে এবং এর প্রকাশক কাজী আবদুল হক । প্রচ্ছদ করেছেন তাজুল ইমাম । লেখক তার সারাজীবনে ছুটে চলেছেন এক মহাদেশ থেকে আরেক মহাদেশ । দু চোখ ভরে দেখেছেন এই পৃথিবীকে । একজন কবি যখন পর্যটক , তিনি দেখেন তখন অন্য চোখ দিয়ে । কখনো দেখেছেন সবুজ এ ঘেরা আইভরি কোস্ট , কখনো দেখেছেন ধুসর দারফুরে । কখনো দেখেছেন আবার যুদ্ধে আক্রান্ত কসোভোকে । এই সিরিজের প্রথম খন্ডে রয়েছে যুদ্ধাহত কসোভো কে নিয়ে লেখা । এখানে ভ্রমন করার রোমহর্ষক কাহিনী । এর সাথে রয়েছে প্রকৃতির হঠাত বদলে যাওয়া । আরো রয়েছে আফ্রিকা ও ইউরোপ এর কিছু মজার অভিজ্ঞতা । অসাধারন কিছু ভ্রমন কাহিনী পড়তে চাইলে পড়তে হবে অসাধারন এ বইটি ।