User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
Was this review helpful to you?
or
‘ফার্স্ট গার্লের সেলফি কান্ড’ বইটির লেখক রণজিৎ সরকার । বইটি রণজিৎ সরকার এর লেখা একটি কিশোর উপন্যাস । লেখক এর জন্ম ১৯৮৪ সালের ১২ মে । তিনি সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলার সরাইদহ গ্রামে জন্মগ্রহন করেন । ক্লাস নাইন থেকে ডেবিট ক্রেডিট পড়তে পড়তে শেষ করেছেন হিসাববিজ্ঞান এ অনার্স ও মাস্টার্স । লেখক পত্র পত্রিকায় লেখালেখির মাধ্যমে লেখালেখি শুরু করেন । লেখালেখির নেশা থেকেই পেশা হিসেবে বেছে নিয়েছেন সাংবাদিকতা । আমাদের সময় পত্রিকার সম্পাদকীয় বিভাগে কর্মরত আছেন । নিয়মিত লিখে চলেছেন জাতীয় দৈনিক , সাপ্তাহিক , মাসিক পত্রিকা সহ অনলাইনে । বাংলা একাডেমীর তরুন লেখক প্রশিক্ষন কোর্সে থাকাকালীন সানিধ্য পেয়েছেন খ্যাতিমান অনেক লেখক লেখিকার । তার প্রথম বই স্কুল ছুটির পর বের হয় ২০১২ সালের বইমেলায় , যা ব্যপক সাড়া ফেলেছিল । এর পরে তিনি লিখেই যাচ্ছেন । মোট প্রকাশিত বইয়ের সংখ্যা ৩২ । ফার্স্ট গার্লের সেলফি কান্ড বইটি প্রথম প্রকাশিত হয় ২০১৭ সালের ফেব্রুয়ারি মাসের একুশে বইমেলায় । বইটি প্রকাশিত হয় রূপ প্রকাশন প্রকাশনী থেকে এবং এর প্রকাশক কাজী আবদুল হক । প্রচ্ছদ করেছেন নিয়াজ চৌধুরী তুলি । কমলিকা , একটি মেয়ে । এই গল্পের প্রধান চরিত্র । তাকে নিয়েই প্রবর্তিত হয়েছে বইয়ের কাহিনী । সে মোবাইল নিয়ে সেলফি তোলে । তার মায়ের কাছে জিজ্ঞাসা করে তার সাথে সেলফি তোলে । ক্লাসে মোবাইল নিয়ে যায় । ক্লাসে সবাই অবাক হয় মোবাইল দেখে । কারো কোন কথার উত্তর দেয় না সে । সকলে যখন চলে আসে , তখন সে সকলের উদ্দেশ্যে বলে তার দিকে তাকাতে , সে গুরুত্বপুর্ন একটা কিছু করবে । তাকে নিয়েই প্রবর্তিত হয়েছে এই বইয়ের কাহিনী । সমকালীন কিশোর উপন্যাসটি সকলেরই অনেক ভালো লাগবে তা নিঃসন্দেহে বলা যায় ।