User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
Was this review helpful to you?
or
‘রঙ্গিন উপদেশমুলক ঈশপের গল্পসমগ্র’ বইটি ইতিহাস বিখ্যাত ঈশপ এর লেখা কয়েকটি শিক্ষামুলক গল্প নিয়ে লেখা একটি বই । ঈশপ খ্রিস্ট-পূর্ব ৬০০ সালে তিনি জীবিত ছিলেন। ঈশপ এর জন্মস্থান নিয়ে বেশ বিতর্ক রয়েছে। থ্রেস, ফ্রিজিয়া, এথিওপিয়া, সামোস, এথেন্স এবং সার্দিস - শহরগুলোর প্রত্যেকেই তাঁর জন্মস্থানের সম্মাননার দাবীদার । মনে করা হয় যে, তিনি দক্ষিণ-পূর্ব ইউরোপের থ্রেস অঞ্চলে জন্মগ্রহণ করেছেন যা বর্তমান গ্রিস ও তুরস্কের মধ্যবর্তী অংশে অবস্থিত। তিনি জীবনের অধিকাংশ সময়ই এশিয়া মাইনর উপকূলের নিকটবর্তী সামোস দ্বীপে দাসত্বজীবনে আবদ্ধ ছিলেন। সচরাচর জান্থাস নামীয় এক ব্যক্তিকে তাঁর প্রভু হিসেবে মনে করা হয় । রাজা ক্রোইসাস এসপের ব্যক্তিত্বের প্রখরতা ও বুদ্ধিমত্তা যাঁচাই করে আশ্চর্যান্বিত হন এবং তাঁকে বিভিন্ন জায়গায় প্রেরণ করেন। ডেলফি গমনের একপর্যায়ে স্থানীয় পুরোহিতদের নিজস্ব মনগড়া আইনের মাধ্যমে তাঁকে নির্মমভাবে হত্যা করা হয়। ঈশপ এর উপ-কথাগুলোকে সংরক্ষিত রাখা হয়েছে। এ উপ-কথাগুলো অদ্যাবধি জনপ্রিয় হয়ে আছে ও শিশুদেরকে নৈতিক শিক্ষা দিয়ে থাকে। অনেক গল্প ঈশপ এর উপ-কথায় স্থান পেয়েছে । এসপের উপ-কথাগুলো আজো নৈতিক শিক্ষা প্রদান করে থাকে। বিভিন্ন বিনোদনধর্মী ব্যবস্থা বিশেষতঃ শিশুদের খেলাধূলায় ও কার্টুনের বিষয়বস্তু হিসেবে এ উপ-কথাগুলো প্রয়োগ করা হয় । তার এ উপকথা আ গল্পগুলো নিয়ে এই বইটি প্রকাশিত হয় ২০১৭ সালের ফেব্রুয়ারি মাসে ।বইটি সম্পাদনা করেছেন সালমা আক্তার । বইটি প্রকাশিত হয় শিশু কিশোর প্রকাশন প্রকাশনী থেকে এবং এর প্রকাশক মোঃ জসিম উদ্দিন । প্রচ্ছদ করেছেন দেলোয়ার রিপন । ঈশপের গল্প আমাদের দেশের শিশু কিশোরদের অনেক আগে থেকেই নৈতিকতা শিক্ষা দেওয়ার জন্য পড়ানো হয়েছে , তার লেখা প্রতিটি গল্পই শিক্ষনীয় । অসাধারন কিছু শিক্ষনীয় গল্পের স্বাদ পেতে চাইলে পড়তে হবে অসাধারন এ বইটি ।