User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
Was this review helpful to you?
or
Nice, but price should be slightly low!
Was this review helpful to you?
or
‘রঙ্গিন ঠাকুরমার ঝুলি’ বইটি দক্ষিনারঞ্জন মিত্র মজুমদার এর লেখা বিখ্যাত ঠাকুরমার ঝুলি এর গল্প নিয়ে সালমা আক্তার এর সম্পাদনায় প্রকাশিত একটি অসাধারন বই । দক্ষিনারঞ্জন মিত্র মজুমদার একটি অতি পরিচিত নাম , বিশেষ করে শিশু কিশোরদের নিকট নামটি অত্যন্ত পছন্দের নাম । হবেই বা না কেন , তিনি তার যুগে শিশুদের জন্য যা লিখে গিয়েছেন তা এখনো শিশু কিশোরদের কাছে সমানভাবে চলে আসছে । প্রখ্যাত বাংলা ভাষার রূপকথার রচয়িতা এবং সংগ্রাহক। তার সংগ্রহিত জনপ্রিয় রূপকথার সংকলনটি চারটি খন্ডে প্রকাশিত যথা ঠাকুরমার ঝুলি, ঠাকুরদাদার ঝুলি, ঠানদিদির থলে ,এবং দাদামাশয়ের থলে । দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার বাংলা ১২৮৪ সালের (১৮৭৭ ইং) ২ রা বৈশাখে ঢাকা জেলার সাভার উপজেলায় উলাইল এলাকার কর্ণপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন। তার মাতার নাম কুসুমময়ী ও পিতার নাম রমদারঞ্জন মিত্র মজুমদার। দক্ষিণারঞ্জনের বাবা রমদারঞ্জন ১৯০২ সালে মারা যান। পিতার মৃত্যুর পর তিনি পিসিমা রাজলক্ষ্মীর কাছে টাঙ্গাইল বসবাস শুরু করেছিলেন। তিনি বাংলা ১৩৬৩ সালের (১৯৫৬ ইং) ১৬ই চৈত্র কলিকাতায় মৃত্যুবরণ করেন। । বইটি প্রথম প্রকাশিত হয় ২০১৭ সালের ফেব্রুয়ারি মাসে । বইটি প্রকাশিত হয় শিশু কিশোর প্রকাশন প্রকাশনী থেকে এবং এর প্রকাশক মোঃ জসিম উদ্দিন । ঠাকুরমার ঝুলি অসাধারন শিশু কিশোর গল্প । অনেকগুলো ছোট কচিকাচাদের নিয়ে এক ঠাকুমা বলে থাকেন নানান অদ্ভুত অদ্ভুত সকল গল্প , এই গল্পগুলোই ঠাকুরমার ঝুলি এর গল্প। গল্পের মধ্যে রয়েছে রাক্ষস, পেত্নী থেকে শুরু করে সকল ধরনের গল্প , যা শিশু কিশোরদের বহুকাল ধরে আনন্দিত করে আসছে । অসাধারন কিছু ঠাকুরমার ঝুলি এর গল্প পড়তে চাইলে ও সাথে কিছু দারুন চিত্র সংযোজন করা গল্প চাইলে পড়তে হবে অসাধারন এই বইটি ।