User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
Was this review helpful to you?
or
‘বিশ্বনবীর শান মান ও মর্যাদা’ বইটির লেখক মোঃ ফরিদ আহমেদ । বইটির নাম থেকেই বোঝা যাচ্ছে এর বিষয়বস্তু । বিষয় আর কিছু নয় আমাদের মহান বিশ্বনবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কে নিয়ে লেখা একটি বই । বইটি প্রথম প্রকাশিত হয় ২০১৬ সালের মার্চ মাসে । বইটি প্রকাশিত হয় ডাকঘর প্রকাশনী থেকে এবং এর প্রচ্ছদ করেছেন এন্টনি ফিরিঙ্গি । কুরআন এ বর্নিত নিয়মে জীবন চালাতে চাইলে মুসলমানদের জন্য সহজ হবে বিশ্বনবী হযরত মুহাম্মদ সাঃ এর জীবন সম্পর্কে জানা । কারন , হযরত মুহাম্মদ সাঃ মানেই কুরআন । তিনি তার জীবনের সকল কিছুই করেছেন এই পবিত্র কুরআন এর উপর ভিত্তি করে , তার মধ্যে ছিল না কোন ব্যক্তিগত রাগ , ক্ষোভ , প্রতিশোধ । তিনি তার জীবন অতিবাহিত করেছেন তার উপর নাজিল হওয়া পবিত্র কুরআন নিয়েই । তাই তার জীবন হচ্ছে কুরআনের প্রতিচ্ছবি । এই জন্য তার জীবনই হচ্ছে মুসলমানদের জন্য অনুকরন করার বিষয় । তার এই পবিত্র জীবনের বিভিন্ন বিষয় নিয়েই এই বইটি । বইটি তে রাসুল সাঃ জীবনের ঘটে যাওয়া অনেক কাহিণী ও তার জীবনের অনেক কর্মকান্ড আমরা জানতে পারবো যা আমাদের জীবনে চলার পথে অত্যন্ত দরকারী বিষয় । স্বয়ং মহান আল্লাহ তায়ালা হজরত মুহাম্মদ সাঃ কে দিয়েছেন সিমাহীন মর্যাদা । বইটি তে আমরা জানতে পারবো এই মহান মানুষটি সম্পর্কে অনেক অনেক কিছু , তার জীবন , তার কর্ম , যা জানলে আমাদের জীবন গঠন করা সোজা হবে । আমরা শিখতে পারবো ত্যাগ কি , মহানুভবতা কি । অসাধারন এ বইটি সকলেরই পাঠ করা উচিৎ ।