User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
Was this review helpful to you?
or
‘অপেক্ষা’ বইটির লেখক সেলিনা হোসেন । লেখিকারজন্ম ১৯৪৭ সালের ১৪ই জুন ।তিনি বাংলাদেশের একজন প্রখ্যাত কথাসাহিত্যিক। তিনি বাংলা একাডেমির সাবেক পরিচালক। অবসর নেন ২০০৪ সালে। বর্তমানে শিশু একাডেমির চেয়ারম্যান হিসেবে নিয়োগপ্রাপ্ত। তাঁর প্রকাশিত উপন্যাস ২১টি, গল্পগ্রন্থ ৭ এবং প্রবন্ধগ্রন্থ ৪টি। তাঁর লেখা ইংরেজি, ফরাসি, রুশ, জাপানিসহ বিভিন্ন ভাষায় অনূদিত হয়েছে। তিনি সাহিত্যে অবদানের স্বীকৃতিস্বরূপ বাংলা একাডেমি পুরস্কার, একুশে পদক , রবীন্দ্র মেমোরিয়াল অ্যাওয়ার্ডসহ দেশি-বিদেশি বিভিন্ন পুরস্কারে ভূষিত হয়েছেন। তিনি ২০১০ সালে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে সম্মানসূচক ডি.লিট প্রাপ্ত হন তিনি । পশ্চিমবঙ্গের রবিন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে তার যাপিত জীবন ও যাদবপুর বিশ্ববিদ্যালয়ে নিরন্তর ঘন্টাধ্বনি উপন্যাস পাঠ্যসুচি তে অন্তর্ভুক্ত করা । তার লেখা অপেক্ষা বইটি প্রথম প্রকাশিত হয় ২০১৭ সালের ফেব্রুয়ারি মাসের অমর একুশে বইমেলায় । বইটি প্রকাশিত হয় শামীম পাবলিশার্স প্রকাশনী থেকে এবং এর প্রকাশক শামীম আহমেদ ।প্রচ্ছদ করেছেন অরূপ মান্দী । রুমা আর রুবা , ওরা দুই বোন । ওদের মধ্যে ভিষন ভাব । একসাথে স্কুলে যায় , একসাথে খেলে । ওদের মধ্যে ঝগড়া খুব কমই হয় । রুমার বয়স বারো , আর রুবার বয়স ১০ । ভালই চলে ওদের দিনকাল । ওদের বাবা দিনমজুর , সারাদিন কাজ করে । মা কারো কারো বাড়িতে কাজ করে । ভাত রান্না হলে ওর মা ওদের খাইয়ে দিয়ে তারপরে খায় । বেশ সুন্দর সংসার ওদের । ওদের এই সংসার নিয়েই গল্পের কাহিনী এগিয়েছে । এর মাঝে শুরু হয় মুক্তিযুদ্ধ ,ওদের বাবা চলে যায় যুদ্ধে । অসাধারন এক শিক্ষনীয় কাহিনী এই বইটি , যা শিশু কিশোর সকলের নিকটই ভালো লাগবে তা নিঃসন্দেহে বলা যায় ।