User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
Was this review helpful to you?
or
‘মুরগীর ছানা’ বইটির লেখক দীপু মাহমুদ । আসল নাম রেজা মাহমুদ আল হুদা । লেখকের জন্ম ১৯৬৫ সালের ২৫ মে। শৈশব ও বাল্যকাল কেটেছে মাথাভাঙ্গা নদীর তীরে চুয়াডাঙ্গা জেলার হাট বোয়ালিয়া গ্রামে। বেড়ে ওঠা স্নেহময়ী, কালিশংকরপুর, কুষ্টিয়া। পড়াশুনা করেছেন কুষ্টিয়া জিলা স্কুল, কুষ্টিয়া সরকারি কলেজ, রাজশাহী বিশ্ববিদ্যালয় ও রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়, কলকাতায়। আহছানউল্লা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষা বিষয়ে উচ্চতর ডিগ্রি অর্জন করেছেন। পিএইচডি করেছেন যুক্তরাষ্ট্রের আমেরিকান ওয়ার্ল্ড ইউনিভার্সিটিতে । উপন্যাস, ছোটগল্প, কবিতা, নাটক, ইতিহাস, প্রবন্ধ, শিশুসাহিত্য, সাহিত্যের বিভিন্ন শাখায় তিনি সক্রিয়। প্রকাশিত গ্রন্থ সংখ্যা পঞ্চাশ। এরমধ্যে আছে উপন্যাস- স্বপ্নযাত্রা ১৯৭১, ফেরা হয় না, তবু ভালোবেসো এবং ফিরে এসো কমেলা। ছোটগল্প সংকলন- উত্তরপুরুষ, মেঘ জড়ানো দিন ও তরব আলির চাদর। লেখালেখির স্বীকৃতিস্বরূপ পেয়েছেন শিশুসাহিত্যিক মোহাম্মদ নাসির আলী স্বর্ণপদক, সুনীতি অ্যাওয়ার্ড ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পক্ষে উপানুষ্ঠানিক শিক্ষা অধিদপ্তরের বিশেষ সম্মাননা। তার লেখা এই বইটি প্রথম প্রকাশিত হয় ২০১৭ সালের ফেব্রুয়ারি মাসে ।বইটি প্রকাশিত হ্য শিশু কিশোর প্রকাশন প্রকাশনী থেকে এবং এর প্রকাশক মোঃ জসিম উদ্দিন । প্রচ্ছদ ও অলংকরন করেছেন তুষার আতিক । শিশু কিশোরদের জন্য বইটি লিখেছেন লেখক । আমাদের দেশের একদম ছোটদের জন্য নেই তেমন লেখালেখি , কিন্তু তাদের জন্য দরকার এমন গল্প । এই সকল গল্প পড়া ও শোনার মাধ্যমে তাদের মনজগত তৈরি হবে সেইভাবে । লেখক এই জন্য লিখেছেন সেই ছোট ছোট সোনামনিদের জন্য এই বইটি , যার কাহিনী এর মাঝে রয়েছে একটি মুরগী , একটি মুরগীর ছানা ও এক বিড়াল । বইটিতে শিশুকে বিনোদন দেওয়ার জন্য প্রতিটি পৃষ্ঠায় কাহিনীর সঙ্গে দেওয়া হয়েছে ছবি , যা শিশুদের অনেক পছন্দের জিনিস । দারুন এ বইটি শিশুদের নিকট অনেক ভালো লাগবে তা নিঃসন্দেহে বলা যায় ।