User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
Was this review helpful to you?
or
‘দ্য ট্রু স্টোরি অব রবিন হুড’ বইটি অনুবাদ করেছেন এস এম রহমান । বইটি প্রকাশিত হয় ২০১৭ সালের একুশে বইমেলায় । বইটি প্রকাশিত হয় রূপ প্রকাশন প্রকাশনী থেকে এবং এর প্রকাশক কাজী আবদুল হক । প্রচ্ছদ করেছেন কাজী ঈশরাক । রবিন হুড , একটি অতি পরিচিত নাম । রবিন হুডের নানান কিংবদন্তী কাহিনি শুনেনাই এমন মানুষ পাওয়া দুষ্কর । সে একজন দক্ষ তীরন্দাজ ও তলোয়ার চালনার লোক । রবিনহুড আর ওর আরো কিছু সহযোগীরা ইংল্যান্ডের লিংকন এলাকায় জনপ্রিয় সবুজ রঙ্গের পোশাক পড়ে থাকত । ইংল্যান্ডের প্রাচীন উপকথাগুলো তে রবিন হুড কে জনমানুষ এর পরম বন্ধু ও অসাধারন একজন বীর হিসেবে চিহ্নিত করা হয় । প্রচলিত আছে যে রবিন হুড মধ্যযুগের শেষ ভাগে সম্পদশালীদের নিকট থেকে সম্পদ কেড়ে নিয়ে তা বিলিয়ে দিতেন দরিদ্রদের মাঝে । রবিন হুড সম্পর্কে জানা যায় ১৩৭৭ সালের লেখা Rhymes of Robin Hood বইটির মাধ্যমে । এর পরে আরো অনেক স্থানে অনেক বইয়ের লেখালেখির মাঝে রবিন হুড এর সম্পর্কে জানা যায় । সকল বইয়ের মাঝেই রবিন হুড কে গরীব ও দরিদ্র মানুষের পরম বন্ধু হিসেবে চিহ্নিত করা হয়েছে । রাজার দুঃশাসনে অতিষ্ট হয়ে রবিন হুড একজন বিদ্রোহী হয়ে ওঠে । এই রবিন হুড কে নিয়ে একেক স্থানে একেক রকমের লেখালেখি করা হলেও সবখানেই তাকে নিয়ে লেখা হয়েছে তার উদার মানষিকতা ও দরিদ্রদের প্রতি তার ভালোবাসা নিয়ে । বইটি তে এই মহাবীর রবিন হুড কে নিয়ে লেখা হয়েছে অনেক বিস্তারিতভাবে , তার জীবনের শুরু থেকে তার মৃত্যু পর্যন্ত । অসাধারন এ কিংবদন্তী কে নিয়ে লেখা এই বইটি সকলেরই ভালো লাগবে ।