User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
Was this review helpful to you?
or
‘লালপরি নীলপরি’ বইটির লেখক সুসেন কান্তি দাশ । তিনি বাংলাদেশ এর একজন অন্যতম উদীয়মান কথা সাহিত্যিক । লেখক এর লেখা সকল গল্পেই নতুনত্ব পাওয়া যায় । তিনি গতানুগতিক ধারার বাইরে গিয়ে লেখালেখি করার মনভাবাপন্ন একজন লেখক । তার জন্ম ২৫ জুলাই । তিনি চট্রগ্রামের সাতকানিয়া থানার নলুয়া গ্রামে জন্মগ্রহন করেন । তিনি স্থানীয় ও জাতীয় দৈনিক এর একজন নিয়মিত লেখক । ছোটদের জন্য মায়া ভালবাসায় সাজানো গল্প লিখতে তিনি পছন্দ করেন , কারন ছোট বাচ্চারা মায়া ভালোবাসারই দাবিদার । লেখক তার লেখালেখির স্বীকৃতি হিসেবে পেয়েছেন নানান পুরষ্কার । ঢালী দেলোয়ার সন্মাননা পদক, অবসর সাহিত্য পুরষ্কার , যুবক ফোন ইলশে ছড়া পুরষ্কার সহ পেয়েছেন নানান পুরষ্কার । তার লেখা লালপরি নীলপরি বইটি প্রথম প্রকাশিত হয় শিশুপ্রকাশ প্রকাশনী থেকে এবং এর প্রকাশক ফারজানা কাইয়ুম । প্রচ্ছদ করেছেন আজিজুর রহমান । ছোট ছোট ছেলেমেয়ে বাচ্চাদের মনে ফুটে ওঠে নানান ধরনের কাল্পনিক চরিত্র , যা কখনো তারা দেখেনি , কিন্তু কল্পনায় তাদের মনে ভেসে আসে সেইসব চরিত্র , যার মাঝে রয়েছে ডানাকাটা পরি, রাজপ্রাসাদ, ব্যাঙ্গমা ব্যাঙ্গমী । আবার কখনো আসে রাক্ষস, খোক্কস । এই সকল চরিত্রের মাঝে লুকিয়ে থাকে দারিদ্রতা , ক্ষুধা, অশিক্ষার হাত থেকে বেরিয়ে আসার আকুলতা । লেখক এই বইটির গল্পগুলোর মাঝে রেখেছেন এই সবকিছুই । এতে যেমন হয়েছে গল্পকথার নানান কথা , আবার তেমনি রয়েছে আদর্শ পৃথিবীতে ছোটদের সম্ভাবনার কথা । লেখক খুব সহজ সরল ও প্রাঞ্জল ভাষায় লিখেছেন সব গল্প , যা শিশু কিশোরেরা বেশ ভালোভাবেই গ্রহন করতে পারবে । বইটি তে ছোটবড় মোট একুশ টি গল্প রয়েছে যা পাঠকদের নিকট অনেক বেশী ভালো লাগবে তা নিঃসন্দেহে বলা যায় । অসাধারন কিছু শিশু কিশোর গল্প একত্রে পাওয়া যাবে বইটি তে তা নিঃসন্দেহে বলা যায় ।
Was this review helpful to you?
or
Great book for kids