User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
Was this review helpful to you?
or
‘দ্বিতীয় মৃত্যু’ উৎপল সরকার এর লেখা একটি বই । লেখক এই সময়ের একজন জনপ্রিয় লেখক । লেখক এর জন্ম ১৯৯০ সালের ২৫মার্চ ।তিনি সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলার ঘোষগাতী গ্রামে জন্মগ্রহন করেন । তিন লেখাপড়া করেছেন বস্ত্র প্রকৌশল বিষয়ে । বর্তমানে একটি বেসরকারী প্রতিষ্ঠানে কর্মরত আছেন । তার ছোটবেলা থেকেই সাহিত্যের প্রতি অনুরাগ ছিল। লেখালেখির সুবাদে তার বিভিন্ন লেখা বিভিন্ন পত্র পত্রিকায় ছাপা হয়েছে । তিনি তার জীবনে সবসময় লেখালেখি চালিয়ে যেতে চান । লেখালেখির স্বপ্ন বুকে ধারন করেন সবসময় । দ্বিতীয় মৃত্যু তার প্রথম প্রকাশিত উপন্যাস । বইটি প্রথম প্রকাশিত হয় ২০১৭ সালের অমর একুশে গ্রন্থমেলায় । বইটি প্রকাশিত হয় বাংলার কবিতা প্রকাশন প্রকাশনী থেকে এবং এর প্রকাশক আহসান আল আজাদ । প্রচ্ছদ করেছেন আল নোমান । গ্রামের এক মেধাবী তরুণ আবির সাহা।উচ্চ শিক্ষার স্বপ্ন নিয়ে শহরে পা রাখে।অত্যন্ত দরিদ্র ঘরের সন্তান সে।এক দূরসম্পর্কের মামার সাহায্যে ভর্তি হয় ভার্সিটিতে।বাবা গ্রাম থেকে অনেক কষ্টে অল্পে টাকা পাড়ায়,আর মাঝেমধ্যে দূরসম্পর্কের মামা অল্প সাহায্য করে।এই নিয়ে কোনরকম চলে সে। তাকে নিয়েই রচিত হয়েছে উপন্যাসটি । ক্যাম্পাসে ভর্তি হওয়ার পর একদল উচ্চ বিত্ত ছেলেমেয়ের সাথে পরিচয় হয় তার।যারা প্রতিদিন নিত্যনতুন দামী জামা কাপড় পরে আসে ও দামী গাড়িতে চড়ে,ক্লাসের ফাঁকে নানান আড্ডা খুনসুটি ও ঝগড়াতে মেতে থাকে।আবির প্রতিদিন কমদামী একটাই জামা পরে আসে এবং বন্ধুদের খাবারের বিল দিতে পারেনা বলে সকলে মিলে তাকে চরম অপমান করে।সুযোগ পেলেই তারা আবিরকে যেখানে সেখানে অপমান করতে থাকে আর তাকে নিয়ে হাসাহাসি করতে থাকে । সেখানে তার পরিচয় হয় চারুলতা নামের এক মেয়ের সাথে । ধীরে ধীরে পরিবর্তন হতে থাকে তাদের জীবন এর গতিপথ, যার শেষ বুঝতে চাইলে পড়তে হবে এই উপন্যাসটি । উপন্যাসের মাঝে রয়েছে আবেগ, প্রেম, হতাসা বাস্তবতা সহ সকল কিছুই । অসাধারন এ উপন্যাসটি সকলেরই ভালো লাগবে তা নির্দ্বিধায় বলা যায় ।
Was this review helpful to you?
or
#রকমারি_বইপোকা_রিভিউ_প্রতিযোগিতাঃ #ডিসেম্বরঃ (২) #বইঃ দ্বিতীয় মৃত্যু #লেখকঃ উৎপল সরকার #প্রকাশনীঃ বাংলার প্রকাশন। #প্রচ্ছদঃ আল নোমান #ধরণঃ সমকালীন উপন্যাস #পৃষ্ঠাঃ ৪৮ #রকমারি_মূল্যঃ ১০৬ গ্রামের এক মেধাবী তরুণ আবির সাহা।উচ্চ শিক্ষার স্বপ্ন নিয়ে শহরে পা রাখে।অত্যন্ত দরিদ্র ঘরের সন্তান সে।এক দূরসম্পর্কের মামার সাহায্যে ভর্তি হয় ভার্সিটিতে।বাবা গ্রাম থেকে অনেক কষ্টে অল্পে টাকা পাড়ায়,আর মাঝেমধ্যে দূরসম্পর্কের মামা অল্প সাহায্য করে।এই নিয়ে কোনরকম চলে সে। ক্যাম্পাসে ভর্তি হওয়ার পর একদল উচ্চ বিত্ত ছেলেমেয়ের সাথে পরিচয় হয় তার।যারা প্রতিদিন নিত্যনতুন দামী জামা কাপড় পরে আসে ও দামী গাড়িতে চড়ে,ক্লাসের ফাঁকে নানান আড্ডা খুনসুটি ও ঝগড়াতে মেতে থাকে।আবির প্রতিদিন কমদামী একটাই জামা পরে আসে এবং বন্ধুদের খাবারের বিল দিতে পারেনা বলে সকলে মিলে তাকে চরম অপমান করে।সুযোগ পেলেই তারা আবিরকে যেখানে সেখানে অপমান করতে থাকে আর তাকে নিয়ে হাসাহাসি করতে থাকে।তাদের মধ্য থেকে চারুলতা নামের অসম্ভব সুন্দরী একটি মেয়ে প্রতিবারই আবিরের পক্ষ নেয় এবং বন্ধুদের ভৎসনা দেয়।আস্তে আস্তে আবির ও চারুর মাঝে ভাল সম্পর্ক গড়ে উঠে।একসময় আবির জানতে পারে চারুর মনের মাঝে লুকিয়ে আছে এক দুর্বিষহ কষ্ট,হাহাকার।সে কষ্টের অনুসন্ধান করতে গিয়ে তারা একে অপরের আরো কাছে চলে আসে।এরপর থেকে পাল্টাতে থাকে আবিরের জীবনের গতিপথ। #পাঠপ্রতিক্রিয়াঃ এই উপন্যাস সমাজের উঁচু ও নিচু স্তরের মানুষগুলোর মধ্য যে বিস্তর ফারাক আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয় তার গল্প।এই বই সত্যিকারের ভালোবাসার এবং এক অসমাপ্ত প্রেমের গল্প।উপন্যাসটির পরতে পরতে রয়েছে গভীর প্রেম,অসীম আবেগ,চরম হতাশা ও বাস্তবতা। প্রিয়জনকে না পাওয়ার অসহ্য যন্ত্রণা। #রেটিং : ৪/৫