User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
Was this review helpful to you?
or
‘জীবন থেকে পাওয়া’ কাব্যগ্রন্থটির লেখক আমিনা বেগম । তার জন্ম ১৯৯৮ সালের ১ ফেব্রুয়ারি । তিনি সিলেটের গোলাপগঞ্জ থানার বাঘা গ্রামে জন্মগ্রহন করেন । গোলাপনগর প্রাথমিক বিদ্যালয় থেকে তিনি তার প্রাথমিক শিক্ষা গ্রহন করেন । এর পরে হাজী আবদুল আহাদ উচ্চ বিদ্যালয় ও কলেজ থেকে তিনি ২০১৫ সালে এস এস সি পাশ করেন । বর্তমানে তিনি ঢাকা সক্ষিন বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজে আই এ দ্বিতীয় বর্ষে অধ্যায়নরত আছেন । লেখালেখি করেন পড়াশোনার মাঝেই । জীবন থেকে পাওয়া তার প্রকাশিত প্রথম কাব্যগ্রন্থ । জীবন থেকে পাওয়া বইটি প্রথম প্রকাশিত হয় ২০১৭ সালের ফেব্রুয়ারি মাসের অমর একুশে গ্রন্থমেলায় । বইটি প্রকাশিত হয় বাংলার কবিতা প্রকাশক প্রকাশনী থেকে এবং এর প্রকাশক আহসান আল আজাদ । প্রচ্ছদ করেছেন আল নোমান । কবিতা বাংলা সাহিত্যের একটি অবিচ্ছেদ্য অংশ । অন্যতম প্রধান অংশই বলা যায় । অন্যায়ের বিরুদ্ধে ব্যবহৃত হয় কবিতা । মানুষের অপমান ও মানবতার পতনের বিরুদ্ধে কবিতা প্রতিবাদ হয়ে থাকে । লেখিকার কাছে কবিতা হচ্ছে এক ধরনের সাধনা । কবিতা ততদিন মানুষ এর মাঝে থাকবে যতদিন মানুষ এর মাঝে প্রেম ভালোবাসা স্নেহ মমতা থাকবে । কবিরাই সৈরাচারের বিরুদ্ধে প্রথম প্রতিবাদ করে থাকে । কবিরা তাদের কবিতার মাধ্যমে সমকালীন সমাজের নানান সমস্যা, সংকট ও সে সংকট উত্তরনের ইঙ্গিত দিয়ে থাকেন । কবিরা নানান চিন্তা করে থাকেন , সে চিন্তার বাস্তবায়নে রচিত হয় এক একটি কবিতা । লেখিকা তার জীবনে যা কিছু পেয়েছেন , প্রকাশ করেছেন এই বইয়ের কবিতাসমুহের মাধ্যমে । অসাধারন কিছু জীবনধর্মী কবিতার স্বাদ পেতে চাইলে পড়তে হবে জীবন থেকে পাওয়া বইটি ।