User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
Was this review helpful to you?
or
‘শামসুর রহমানের সেরা ৩০০ কবিতা’ বইট বাংলাদেশের প্রখ্যাত কবি শামসুর রহমানের লেখা অসংখ্য কবিতার মাঝ থেকে বাছাই করে ৩০০ কবিতা নিয়ে প্রকাশ করা একটি বই । শামসুর রহমান এর জন্ম তারিখ ১৯২৯ সালের ২৩ অক্টোবর।জন্মেছিলেন ঢাকা শহরের ৪৬ নম্বর মাহুতটুলির বাড়িতে।নরসিংদী জেলার রায়পুরা থানা থেকে আরেকটু ভেতরে মেঘনাপাড়ের গ্রাম পাড়াতলী কবি শামসুর রাহমানের পৈতৃক নিবাস।১৯৪৮ সালে যখন তার বয়স মাত্র ১৯ বছর তখন মননের গহীন তল্লাটে কবিতার যে আবাদভূমি গড়ে উঠেছিল, তা কেবল উর্বরই হয়েছে। যার ফলশ্রুতিতে নলিনী।কিশোর গুহের সম্পাদনায় প্রকাশিত হয় প্রথম কবিতা। তারপর দে ছুট। আর পেছনে ফিরে তাকাতে হয়নি। পেয়েছেন আদমজী পুরস্কার , বাংলা একাডেমি পুরস্কার , একুশে পদক, সাংবাদিকতার জন্যে পেয়েছেন জাপানের মিৎসুবিশি পদক , ভারতের আনন্দ পুরস্কার ছাড়াও বহু পুরস্কার। ডিলিট উপাধিতেও ভূষিত হয়েছেন। ‘মর্নিং নিউজ’-এ সাংবাদিকতার মধ্য দিয়ে ১৯৫৭ সালে যে চাকরি জীবন শুরু করেছিলেন, একই পেশায় থেকে ১৯৮৭ সালে দৈনিক বাংলার সম্পাদক পদ থেকে তিনি চাকরিতে ইস্তফা দেন । বইটি প্রথম প্রকাশিত হয় ২০১৭ সালের ফেব্রুয়ারি মাসে । বইটি প্রকাশিত হয় বিভাস প্রকাশনী থেকে এবং এর প্রকাশক রামশংকর দেবনাথ । প্রচ্ছদ করেছেন ধ্রুব এষ । শামসুর রহমান আমাদের দেশের সাহিত্যের এক উজ্জ্বল নক্ষত্র । তিনি তার কবিতা লেখার প্রতিভা দিয়ে আমাদের সাহিত্য অঙ্গন কে ভরিয়ে দিয়ে গেছেন । তার লেখা কিছু অমর কবিতা রয়েছে যা আমাদের মুখে মুখ থাকে সবসময় । তিনি লিখেছেন সকল বিষয় নিয়েই , মানুষ এর আবেগ, রাজনৈতিক বিক্ষোভ কিছুই বাদ পড়েনি তার লেখা থেকে । তিনি যা দিয়ে গিয়েছেন আমাদের সাহিত্য অঙ্গনে তা আমাদের সকলেরই জানা দরকার । এই বইটি তে পাওয়া যাবে শামসুর রহমান এর লেখা তিন শত কবিতা , যা কবিতা প্রেমী পাঠকদের নিকট অনেক ভাল লাগবে তা নিঃসন্দেহে বলা যায় ।