User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
Was this review helpful to you?
or
‘ত্রিচারিণী’ বইটির লেখক শাহীন চৌধুরী । লেখক এর জন্ম ১৯৬৮ সালের ১ মে । তিনি মানিকগঞ্জ জেলার উত্তর আড়া গ্রামে জন্মগ্রহন করেন । ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় এর থেকে তার শিক্ষা জীবন এর শুরু হয় । সবশেষে তিনি ১৯৯২ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা ভাষা ও সাহিত্য বিষয়ে সন্মানসহ এম এ পাশ করেন । ১৯৯১ সাল থেকে তিনি সাংবাদিকতার সাথে যুক্ত আছেন । দৈনিক জনপদ ,আল মুজাদ্দেদ , দৈনিক আজকের কাগজ , দৈনিক যায় যায় দিন সহ অসংখ্য স্থানে চাকরি করেছেন । পেশাগত দায়িত্বের জন্য তিনি আমেরিকা , ইউরোপ, মধ্যপ্রাচ্য সহ ৩৫ টি দেশে শতাধিক বার ভ্রমন করেছেন । তিনি ছাত্রজীবন থেকেই লেখালেখির সাথে জড়িত আছেন । তার রচিত কাব্য , উপন্যাস , ভ্রমন কাহিনী , প্রবন্ধ সহ প্রায় সব ধরনের লেখালেখিই প্রচলিত রয়েছে । তার লেখা ত্রিচারিণী বইটি প্রথম প্রকাশিত হয় ২০১৭ সালের ফেব্রুয়ারি মাসে । বইটি প্রকাশিত হয় ছায়াবীথি প্রকাশনী থেকে এবং এর প্রকাশক মোঃ জাহাঙ্গীর আলম । প্রচ্ছদ করেছেন আনিসুর বুলবুল । ত্রিচারিনী বইটি একটি চতুর্ভুজ প্রেম কাহিণীর উপরে ভিত্তি করে লেখা উপন্যাস । উপন্যাসের নায়িকা তার জীবন এ প্রতিষ্ঠা লাভ করার জন্য বেপরোয়া জীবন যাপন করে যাচ্ছে, এমনকি যে কোন ধরনের চ্যালেঞ্জ গ্রহন এর জন্য সে প্রস্তুত । তার এই চ্যালেঞ্জ বাস্তবায়ন করতে গিয়ে ঘটে মারাত্মক দুর্ঘটনা । ঝড়ে যায় তিনটি মুল্যবান প্রান । এ ঘটনায় শেষ পর্যন্ত নায়ক ও নায়িকা কে করতে হয় কারাভোগ । মর্মস্পর্শী এ উপন্যাস এর কাহিনী পাঠকদের নিকট অনেক ভালো লাগবে তা নিঃসন্দেহে বলা যায় ।
Was this review helpful to you?
or
উপন্যাসটা বেশ সহজ ভাষায় লেখায়,এক বসাতেই পড়ে শেষ করে ফেলেছি। উপন্যাসের প্রধাণ চরিত্র একজন মেয়ে এবং তাকে ঘিরে যৌনতা।। লেখক সবকিছুই খোলা-মেলা করে লিখেছেন; তার লেখনি দেখে বার বার মনে হচ্ছিল- এ যেন বাংলার খুশবুন্ত সিং।।