User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
Was this review helpful to you?
or
সুন্দর প্রচ্ছদে অনবদ্য একটি কবিতার বই।
Was this review helpful to you?
or
এই কাব্যগ্রন্থে অনুভব ও ভাবনার গভীরতা মুগ্ধ করে। প্রেম, নিঃসঙ্গতা ও আত্মিক যন্ত্রণার সূক্ষ্ম প্রকাশ পাওয়া যায়। ভাষা সহজ অথচ কবিত্বপূর্ণ, পাঠক হৃদয়ে দাগ কাটে। সমকালীন কবিতার ভক্তদের জন্য এক অনন্য সংযোজন।
Was this review helpful to you?
or
Nice book
Was this review helpful to you?
or
বইয়ের প্রচ্ছদ টা মারাত্মক সুন্দর হয়েছে।
Was this review helpful to you?
or
কবিতা র বই মানে ই রাত জাগানিয়া
Was this review helpful to you?
or
কবিতা প্রেমি মানে ই রাত জাগানিয়া
Was this review helpful to you?
or
রাত জেগে রাত জাগানিয়া পড়ার থেকে মজা আর কিছু তে নাই। সেররা একটি বই।
Was this review helpful to you?
or
রাত জাগানিয়া। রাতে বসেই পড়েছি। অনবদ্য সুন্দর কবিতা। এই দেশে একদিন কবিতা খাওয়া হবে ্
Was this review helpful to you?
or
দুর্দান্ত বই।
Was this review helpful to you?
or
খুব সুন্দর কবিতা র বই
Was this review helpful to you?
or
আমার পছন্দের কবিতা র বই। বইয়ের নাম টা সুন্দর। এবং এটার কাভার বা প্রচ্ছদ টা আমার খুব ভালো লেগেছে।
Was this review helpful to you?
or
নামের মতো চমৎকার বইটি, আমি রাত জাগানিয়া নাম দেখে রাতে বসছিলাম পড়তে, পড়তে পড়তে শেষ করলাম। অনেক ভালো লাগলো
Was this review helpful to you?
or
চমৎকার একটি কবিতার বই, গদ্য ও পদ্য মিলিয়ে খুবই ভালো লাগলো
Was this review helpful to you?
or
nice
Was this review helpful to you?
or
রাত জাগানিয়া, রাত জেগে পড়ার মতো কবিতার বই।
Was this review helpful to you?
or
ভালোই। কিন্তু দু একটা কবিতা ব্যক্তিগত হয়ে গেছে কবির। তবে ভালো।
Was this review helpful to you?
or
কবিতাগুলো ভালো লেগেছে।
Was this review helpful to you?
or
দারুণ প্রকাশ।
Was this review helpful to you?
or
জাস্ট অসাম!
Was this review helpful to you?
or
নেশা লাগা কবিতা। দু'একটা কবিতা ছাড়া বাকি কবিতাগুলো খুবই উন্নতমানের।
Was this review helpful to you?
or
রাতের কবিতা। রাত জাগানিয়া কবিতা।
Was this review helpful to you?
or
কবিতাগুলো সুন্দর।
Was this review helpful to you?
or
রাতের মতই রাত জাগানিয়া কবিতা।
Was this review helpful to you?
or
কবিতা আমার ভালো লাগে। কার কাছে কেমন লাগে জানি না। রাতজাগানি ৩টা কবিতা খুব সুন্দর হয়েছে।
Was this review helpful to you?
or
বইয়ের নামটা যেমন কবিতাগুলোও তেমন। রাতময় কবিতা।
Was this review helpful to you?
or
কবিতাগুচ্ছ সুন্দর।
Was this review helpful to you?
or
সুন্দর কবিতা। মানুষ এ ধরনের কবিতা পড়ুক।
Was this review helpful to you?
or
বেশ সুন্দর কবিতা।
Was this review helpful to you?
or
কবিতাগুলো সুন্দর। কিন্তু কবিতায় কবির ব্যক্তিগত বিষয়গুলো ওঠে এসেছে। তাছাড়া সবগুলো কবিতাই সুন্দর।
Was this review helpful to you?
or
এ লেখক এর কবিতাগুলো আসলেই দারুণ।
Was this review helpful to you?
or
আমি ভাইয়ের সবগুলো বই পড়ার চেষ্টা করি। এই বইটাতে বেশ কিছু সুন্দর প্রেম ও দ্রোহের কবিতা রয়েছে। ভালো লেগেছে।
Was this review helpful to you?
or
এই লেখকের কবিতা ও অন্যান্য বই খুব ভালো লাগে।
Was this review helpful to you?
or
বেশ চমৎকার একটি কাব্য গ্রন্থ। কবিতাগুলো খুব সুন্দর।
Was this review helpful to you?
or
খুব সুন্দর একটি বই বলার মত♥
Was this review helpful to you?
or
"রাত জাগানিয়া" বইটির লেখক আখতার উজ্জামান সুমন । লেখক এর জন্ম ১৯৮৩ সালের ১৯ ফেব্রুয়ারি । বাবার চাকুরির সুবাদে শৈশব কেটেছে নিজ গ্রামের বাহিরে। বিজ্ঞান শাখা থেকে ১ম বিভাগ প্রাপ্ত হয়ে এসএসসি পাশ করেন ১৯৯৮ সালে। ২০০০ সালে ব্যবসায় ব্যবস্থাপনা শাখা থেকে ১ম বিভাগ প্রাপ্ত হয়ে এইচএসসি পাশ করার পর জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে স্বনামধন্য কুমিল্লা ভিক্টোরিয়া বিশ্ববিদ্যালয় কলেজ থেকে ইংরেজি সাহিত্যসহ ডিগ্রী অর্জন করেন। ইংরেজি সাহিত্যে পড়ালেখা করলেও বাংলা সাহিত্যের প্রতি তার অনুরাগ শৈশব থেকেই। কুমিল্লা মিশন স্কুল এন্ড কলেজে শিক্ষকতা দিয়ে তিনি পেশাগত জীবন শুরু করেন। তারপর কুমিল্লা ন্যাশনাল ক্যাডেট স্কুল এন্ড কলেজেও শিক্ষকতা করেন কিছুদিন। বর্তমানে তিনি ‘বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড উচ্চ বিদ্যালয়, জাঙ্গালিয়া, কুমিল্লা’-য় কর্মরত আছেন। রাত জাগানিয়া কাব্যগ্রন্থটি তার প্রথম প্রকাশিত গ্রন্থ । বইটি প্রথম প্রকাশিত হয় ২০১৭ সালের একুশে বইমেলায় । বইটি প্রকাশিত হয় বাংলার কবিতা প্রকাশক প্রকাশনী থেকে এবং এর প্রকাশক আহসান আল আজাদ । প্রচ্ছদ করেছেন সাজিদুল ইসলাম সাজিদ । কবিতা আমাদের সাহিত্যের একটি অন্যতম প্রাচীন শাখা । কবিতা ছাড়া সাহিত্য কল্পনাও করা যায় না । কবি দের ভাব প্রকাশ এর মাধ্যমই হচ্ছে কবিতা , তাদের মনে কোন কবিতা এসে পড়লে তা না লিখা পর্যন্ত তারা ছটফট করেন । কবিতা প্রেমী পাঠকেরা কবিতা পড়লে তাদের মনের অন্তঃস্থল থেকে অনুভব করতে পারেন কবির আবেগ । তেমনি রাত জাগানিয়া বইটির কবিতা গুলো কবি আখতার উজ্জামান সুমন এর মনের ভাব এর বহিঃপ্রকাশ । অসাধারন কিছু কবিতার স্বাদ পেতে চাইলে অবশ্যই পড়তে হবে আখতার উজ্জামান সুমন এর লেখা রাত জাগানিয়া বইটি ।