User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
Was this review helpful to you?
or
‘নির্বাচিত রম্য-গল্প’ বই টি বাংলাদেশের বিখ্যাত কার্টুনিষ্ট ও রম্য রচনা লেখক আহসান হাবীব এর লেখা অসাধারন একটি বই । আহসান হাবীব বাংলাদেশের একজন সেরা কার্টুনিষ্ট । তিনি জনপ্রিয় সাহিত্যিক হুমায়ুন আহমেদ এবং মুহম্মদ জাফর ইকবালের সর্বকনিষ্ঠ ভাই । তাকে ড্যাড অফ বাংলাদেশী কার্টুন ও গ্র্যান্ডফাদার অফ জোকস সহ আরো নানান নামে ডাকা হয় । অসাধারন ক্ষমতাসম্পন্ন এই রম্য রচনা লেখক ১৯৫৭ সালের ১৫ নভেম্বর সিলেটে জন্মগ্রহন করেন । ছেলেবেলায় তিনি বিভিন্ন স্কুলে বিভিন্ন সময়ে পড়াশোনা করেছিলেন । আহসান হাবীব ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ভূগোলে স্নাতকোত্তর ডিগ্রী নিয়ে পাস করেন । এরপর তিনি প্রায় তিন দশক জনপ্রিয় উন্মাদ এর সাথে জড়িত ছিলেন । "ড্যাড অফ বাংলাদেশী কার্টুন", "গ্র্যান্ডফাদার অফ জোকস" আরও নানারকম উপাধিতে তাকে ভূষিত করা হয়েছে।পল্টু-বিল্টু, পটলা-ক্যাবলা তার কিছু বিখ্যাত কমিক্স ক্যারেক্টার। তার লেখা এই বইটি প্রথম প্রকাশিত হয় ২০১৭ সালের একুশে বইমেলায় । বইটি প্রকাশিত হয় কালিকলম প্রকাশনা সংস্থা থেকে এবং এর প্রকাশক মুহাম্মদ আলমগীর রহমান । প্রচ্ছদ করেছেন আহসান হাবীব নিজেই । লেখক মুলত একজন কার্টুনিস্ট হলেও তিনি রম্য রচনা লিখে থাকেন অনেক । তিনি একজন পেশাদার কার্টুনিস্ট । পেশাগত কারনেই তিনি রম্য লিখতে স্বাচ্ছন্দ্যবোধ করেন । অনেকদিন ধরেই তিনি লিখে যাচ্ছেন রম্য । তার মধ্য থেকে বাছাই করে প্রকাশ করা হয়েছে এই বইটি তে । নিজেই গল্প নির্বাচন করে এই বইটি তে স্থান দিয়েছেন । বইটি তে রয়েছে ২২ টি রম্য গল্প , যার সবগুলোই আলাদা ভাবে পাঠক কে আনন্দ দিবে । অসাধারন এ বইটি সবার কাছেই ভালো লাগবে তা নিঃসন্দেহে বলা যায় ।