User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
Was this review helpful to you?
or
‘চাঁদের নাম লুনা’ বইটির লেখক প্রদীপ দেব । লেখক এর জন্ম চট্রগ্রামের বাশখালী উপজেলার নাপোড়া গ্রামে । সেখানেই তিনি বেড়ে উঠেছেন । তার প্রাথমিক শিক্ষা, মাধ্যমিক শিক্ষা, উচ্চ মাধ্যমিক শিক্ষা, বিশ্ববিদ্যালয় এর সকল পড়াশোনা করেছেন চট্রগ্রামেই । পদার্থবিজ্ঞান বিষয়ে তিনি পড়াশোনা করেছেন বিগত ত্রিশ বছর ধরে । পদার্থবিজ্ঞান বিষয় এ তিনি একটি স্নাতক, দুটি স্নাতকোত্তর ও একটি পি এইচ ডি ডিগ্রি লাভ করেছেন ,তাই বলে তিনি তার জ্ঞান অন্বেষণ থামিয়ে দেন নি , নিজেকে পদার্থবিজ্ঞান এর একজন চিরছাত্র হিসেবে তৈরী করছেন । তিনি নিজে থেকে অনুধাবন করেছেন যে বিজ্ঞান ও কারিগরী দক্ষতা ছাড়া কোন জাতীর পক্ষেই আত্মমর্যাদা নিয়ে এই পৃথিবীতে টিকে থাকা সম্ভব নয় । আর বিজ্ঞানমনষ্কতা হচ্ছে একটি জাতীর সবচেয়ে বড় গুন । আমাদের দেশে বিজ্ঞান মনষ্ক বইয়ের সংখ্যা অনেক কম ,কিন্তু থাকা উচিৎ অনেক । লেখক লিখে যাচ্ছেন বিজ্ঞান বিষয়ক ব , তবে মৌলিক জটিলতার সাথে আপোষ না করে সহজে বিজ্ঞান এর বিষয়বস্তু উপস্থাপন করা তার উদ্দেশ্য । তার লেখা প্রকাশিত বই দশ টি ।চাঁদের নাম লুনা বইটি প্রথম প্রকাশিত হয় ২০১৭ সালের একুশে বইমেলায় । বইটি প্রকাশিত হয় মীরা প্রকাশক প্রকাশনী থেকে এবং এর প্রকাশক মেহেরুন নেসা । প্রচ্ছদ করেছেন নাসিম আহমেদ । নাম থেকেই বোঝা যায় যে বইটির বিষয় বস্তু চাঁদ । চাঁদ আমদের এই পৃথিবীর একমাত্র উপগ্রহ । এই চাঁদ কে আমরা আকাশে দেখি , একেক সময়ে একেক রকম ভাবে । আবার কখনো চাঁদ কে দেখাও যায় না । তখন আমাবস্যা বলা হয় । এই চাঁদ কে নিয়ে আমরা কতটুক জানি । বা চাঁদের জন্য আমাদের পৃথিবী তে কি কি ঘটে ? চাঁদ এর বিভিন্ন রূপ । সকল কিছুই লেখক বইটি তে লিখেছেন সহজভাবে । চাঁদ সম্পর্কে জানতে চাইলে এবং গুরুত্বপুর্ন সকল তথ্য পেতে চাইলে অবশ্যই পড়তে হবে চাঁদের নাম লুনা বইটি । সকলের নিকটই অনেক ভালো লাগবে বইটি তা নির্দিধায় বলা যায় ।