User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
Was this review helpful to you?
or
‘মানব সমাজ’ রাহুল সাংকৃত্যায়ন এর লেখা একটি বই । লেখক এর জন্ম ১৮৯৩ সালে সনাতন হিন্দু ভুমিহার ব্রাহ্মণ পরিবারে । জন্মস্থান উত্তর প্রদেশের আজমগড়ের একটি ছোট্ট গ্রাম। তাঁর আসল নাম ছিল কেদারনাথ পাণ্ডে। ছোটোবেলাতেই তিনি মাকে হারান। তাঁর পিতা গোবর্ধন পান্ডে ছিলেন একজন কৃষক। বাল্য কালে তিনি একটি গ্রাম্য পাঠশালায় ভর্তি হয়েছিলেন। আর এটিই ছিলো তাঁর জীবনে একমাত্র প্রাতিষ্ঠানিক শিক্ষা। অষ্টম শ্রেণী অবধি অধ্যয়ন করেছিলেন। এখানে তিনি উর্দু ও সংস্কৃতের উপর প্রাথমিক শিক্ষা লাভ করেন। তিনি বহু ভাষায় শিক্ষা করেছিলেন যথা : হিন্দি, উর্দু, বাংলা, পালি, সংস্কৃত, আরবি, ফারসি, ইংরেজি, তিব্বতি ও রুশ। জালিওয়ানওয়ালা বাগের হত্যাকান্ড তাঁকে একজন শক্তিশালী জাতীয়তাবাদী কর্মীতে রূপান্তরিত করে। এ সময় ইংরেজ বিরোধী কার্যকলাপের অভিযোগে তাকে আটক করা হয় এবং তিন বছরের কারাদণ্ড ভোগ করতে হয়। এ সময়টিতে তিনি পবিত্র কুরআন শরীফ সংস্কৃতে অনুবাদ করেন। পালি ও সিংহল ভাষা শিখে তিনি মূল বৌদ্ধ গ্রন্থগুলো পড়া শুরু করেন। এ সময় তিনি বৌদ্ধ ধর্ম দ্বারা আকৃষ্ট হন এবং নিজ নাম পরিবর্তন করে রাখেন রাহুল (বুদ্ধের পুত্রের নামানুসারে) সাংকৃত্যায়ন (আত্তীকরণ করে যে । তার লেখা মানব সমাজ বইটি প্রথম প্রকাশিত হয় ২০১৭ সালের ফেব্রুয়ারি মাসে । বইটি প্রকাশিত হয় মাটিগন্ধা প্রকাশনী থেকে এবং এর প্রকাশক বিপাশা মনডল । প্রচ্ছদ করেছেন অনিরুদ্ধ পলল। লেখক একজন বিখ্যাত দার্শনিক । তিনি তার দর্শন জ্ঞান থেকে লিখেছেন অনেক বই । এই বইটি লেখা হয়েছে মানব সমাজ এর বিকাশ নিয়ে । মানব সমাজ পরিবর্তনশীল । এই পরিবর্তন এর পরিক্রমা নিয়ে লিখা এই বইটি । সেই বন্য সমাজ এর থেকে শুরু করে বর্বর সমাজ , সভ্য সমাজ এর বিভিন্ন ধাপ , এমনকি ভারতীয় সমাজ কোন কিছুই বাদ পড়েনি লেখক এর লেখা এই বইটি তে । অসাধারন সকল তথ্য ও সমাজ এর বিকাশ সম্পর্কে জানতে চাইলে অবশ্যই পড়তে হবে এই বইটি ।